inputs
stringlengths 4
16.1k
| targets
stringlengths 1
116k
| language
stringclasses 19
values | language_code
stringclasses 19
values | annotation_type
stringclasses 2
values | user_id
stringclasses 518
values |
---|---|---|---|---|---|
অনুচ্ছেদ লিখুন: অতিথি পাখি। | প্রতিবছর শীতকালে পৃথিবীর নানা প্রান্ত থেকে অসংখ্য পাখি আমাদের দেশে আসে। এগুলো পরিযায়ী পাখি বা অতিথি পাখি হিসেবে পরিচিত। অতিথি পাখিরা শীতপ্রধান দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এদেশে আসে। প্রধানত সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তিব্বত, হিমালয়ের পাদদেশসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক মাসের জন্য আসে অতিথি পাখিরা। তীব্র শীতের প্রকোপ ও খাদ্যাভাব থেকে বাঁচার জন্য এদেশে আশ্রয় খুঁজে নেয় এরা। এসব পাখির মধ্যে অধিকাংশই জলচর। প্রাকৃতিক লীলা-বৈচিত্র্যের এ দেশের ভারসাম্য রক্ষায় অতিথি পাখিদের অবদান অনেক। অতিথি পাখিরা আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে, এসব পাখি দেখার জন্য এদেশে আগমন ঘটে পর্যটকদের। ফলে অতিথি পাখি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। কিন্তু কতিপয় লোভী মানুষ নির্বিচারে অতিথি পাখি শিকার করে, যা অনৈতিক। যে পাখিরা বেঁচে থাকার তাগিদে এদেশকে নির্ভরযোগ্য মনে করে ছুটে আসে তাদেরই আমরা শিকার করার আনন্দে মেতে উঠি। তখন বাঙালির অতিথিপরায়ণতার রূপটি হয়ে ওঠে কুৎসিত। অতিথি পাখিদের আমাদের অতিথির মতোই সাদরে গ্রহণ করা উচিত। তাদের জন্য তৈরি করা উচিত অভয়ারণ্য। এই অতিথি পাখিরা শুধু আমাদের দেশে সৌন্দর্য বৃদ্ধি করতেই আসে না, তারা নিয়ে আসে সাম্য ও মৈত্রীর বার্তা। অতিথি পাখিরা আমাদের সামনে কাঁটা-তারমুক্ত অবাধ পৃথিবীতে বিচরণের এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যায়। বিশ্বায়নের যুগে এই বার্তাটি খুবই তাৎপর্যপূর্ণ। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমাদের অতিথি পাখি সংরক্ষণে বিশেষ সচেতন হতে হবে, দমন করতে হবে অতিথি পাখি শিকারিদের। সরকারের উচিত পাখি নিধন রোধকল্পে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ?
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন ফাওলার। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮১ রান করেন যা ওডিআইয়ে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল। ঐ প্রতিযোগিতায় উপর্যুপরি চারটি অর্ধ-শতক হাঁকিয়ে ইংল্যান্ডকে সেমি-ফাইনালে নিয়ে যেতে সহায়তা করেন। প্রতিযোগিতায় তার ব্যাটিং গড় ছিল ৭২.০০। যদিও বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ধারাবাহিকভাবে চারটি অর্ধ-শতক করেছেন, তা স্বত্ত্বেও ওডিআইয়ে এগুলোই ছিল তার সেরা সাফল্য। | ক্রিকেট বিশ্বকাপ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মোকলেছ সাহেব পেশায় মৎস্যবিদ। দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়।
উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? বিশ্লেষণ কর। | উদ্দীপকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশ উভয় ক্ষেত্রেই বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও আচরণিক বৈশিষ্ট্য শনাক্তকরণে পার্থক্য রয়েছে।
উদ্দীপকে দেখা যায়, মোকলেছ সাহেব তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙ্গুলের ছাপ দিলে দরজা খুলে যায় এবং তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। এক্ষেত্রে আঙুলের ছাপ ও তাকিয়ে থাকা তথা চোখের আইরিশ বায়োমেট্রিক্সের অন্যতম দুটি উপাদান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যানিং বায়োমেট্রিক্স সিস্টেমে কোনো ব্যক্তির সংরক্ষিত নির্দিষ্ট ডেটার সাথে তাৎক্ষণিক ইনপুটকৃত একই বায়োমেট্রিক্স ডেটা (ঐ ব্যক্তির আঙুলের ছাপ এবং চোখের মণির চারপাশে বেষ্টিত রঙিন বলয় বা আইরিশ) ম্যাচিং বা মেলানোর মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা যায়। সুতরাং মোকলেছ সাহেবের অফিসের দরজার বায়োমেট্রিক্স প্রযুক্তিতে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এবং তার কক্ষের দরজায় আইরিশ স্ক্যানিং-এর মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।
তবে উভয়ক্ষেত্রে বায়োমেট্রিক্স ডেটা গ্রহণকারী ডিভাইসদ্বয়ের মধ্যে প্রথমটির দাম সস্তা, সহজলভ্য ও ব্যবহার সহজ। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতিটি দুই-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ক্ষেত্রেই ব্যক্তি শনাক্তকরণে সহজ ও দ্রুততার সাথে শতভাগ সফলতা প্রদান করতে সক্ষম। আবার এ পদ্ধতিতে শারীরিক কোনো ঝুঁকি নেই। অন্যদিকে আইরিশ স্ক্যানিং বায়োমেট্রিক্স পদ্ধতিটি অত্যন্ত ব্যয়বহুল এবং এতে প্রচুর মেমোরি ব্যবহৃত হয় ৷ তাছাড়া এটি চোখের জন্য খানিকটা ক্ষতিকরও বটে।
উপরিউক্ত বিশ্লেষণে বলা যায় এ দুই বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটিই নিরাপত্তার ক্ষেত্রে অধিকতর কার্যকর ও বহুল ব্যবহৃত পদ্ধতি। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
কোন পাখি রঙিন লেজ ছড়িয়ে বর্ষায় নাচে? | ময়ূররা বর্ষাকালে তাদের রঙিন লেজ এবং নাচের ছড়াছড়ি | | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কম্পিউটারের গাণিতিক যুক্তি অংশ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট (সংক্ষেপে এএলইউ) | হ্যাঁ। আপনার মন্তব্যটি সঠিক।
এএলইউ একটি ডিজিটাল বর্তনী (সার্কিট) যা পূর্ণসংখ্যার গণনা এবং বিট অনুসারে যৌক্তিক অপারেশন করে থাকে। এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায় সব ডিজিটাল কম্পিউটারেই পাওয়া যায়। | Bengali | ben | re-annotations | 6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c |
মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যসমূহ বলো। | মধ্যমেয়াদি অর্থসংস্থান হলো একটি অন্তবর্তীকালীন অর্থসংস্থান ব্যবস্থা। নতুন, আর্থিক অসচ্চল প্রতিষ্ঠান, মাঝারি, এমনকি বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো মূলধন বাজার ও অর্থনৈতিক প্রতিকূলতার কারণে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করতে পারে না। এসব ক্ষেত্রে মধ্যমেয়াদি ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিম্নে মধ্যমেয়াদি অর্থসংস্থানের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে বর্ণনা করা হলো:
১. মেয়াদকাল: এ ধরনের ঋণের মেয়াদকাল স্বল্পমেয়াদি ঋণের মেয়াদকালের থেকে বেশি হয় কিন্তু দীর্ঘমেয়াদি ঋণের তুলনায় কম হয়। সাধারণত এই ঋণের মেয়াদকাল ১ বছরের বেশি হয় কিন্তু ৫ বছরের কম হয়। তবে ক্ষেত্র বিশেষে এই ঋণ ৭ বা ১০ বছর পর্যন্ত হয়ে থাকে। আমাদের দেশে এই ঋণ ৩-৭ বছরের মধ্যে হয়ে থাকে।
২. ঋণের পরিমাণ: এই ধরনের ঋণে ঋণের পরিমাণ তেমন বেশি হয় না। সাধারণত স্বল্পমেয়াদি ঋণের চেয়ে বেশি এবং দীর্ঘমেয়াদি ঋণের তুলনায় কম হয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক এ ধরনের ঋণের প্রধান উৎস বলে ঋণের পরিমাণ তেমন বেশি হয় না, তবে বীমা কোম্পানি একটু বেশি পরিমাণে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে।
৩. ঋণ গ্রহণের উদ্দেশ্য: যে সব ক্ষেত্রে স্বল্পমেয়াদি অর্থায়ন তহবিল সংগ্রহের উদ্দেশ্য অর্জনে পরিপূর্ণ হয় না অথবা দীর্ঘমেয়াদি অর্থায়নের তহবিল উদ্দেশ্য অর্জন করেও তহবিলের উদ্বৃত্ত থাকে সেই সব ক্ষেত্রে মধ্যমেয়াদি অর্থায়ন উপযুক্ত। সাধারণত বিপুল পরিমাণ চলতি মূলধন মেটাতে, যন্ত্রপাতি ক্রয়, দালানকোঠা সম্প্রসারণ ইত্যাদির জন্য মধ্যমেয়াদি অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
৪. মধ্যমেয়াদি অর্থসংস্থানের ব্যবহারকারী: যেসব প্রতিষ্ঠান মূলধন বাজারে প্রবেশ করতে পারে না সেই সব প্রতিষ্ঠানগুলো এই ঋণ ব্যবহারে আগ্রহী হয়। অর্থাৎ নতুন, মাঝারি, আর্থিকভাবে অসচ্ছল এমনকি ক্ষেত্র বিশেষে বৃহদায়তন কারবার প্রতিষ্ঠানে মধ্যমেয়াদি ঋণের ব্যবহার দেখতে পাওয়া যায়। যেমনঃ ডাক্তারি ব্যবসায়, ক্ষুদ্র শিল্প, কৃষক সম্প্রদায় ইত্যাদি এই মধ্যমেয়াদি ঋণের ব্যবহারকারী।
৫. পরিশোধ পদ্ধতি: কারবারের প্রত্যাশিত নগদ প্রবাহ দিয়ে সাধারণত এই মেয়াদি ঋণ . কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে। এই কিস্তি মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিকী ইত্যাদি হতে পারে। আবার এই ধরনের ঋণ এককালীনও পরিশোধ করা হয়ে থাকে। অর্থাৎ ঋণ চুক্তি অনুযায়ী এই ধরনের মেয়াদি ঋণ পরিশোধ করা হয়ে থাকে।
৬. জামানত: অর্থায়ন সাধারণত কারবার প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, দালান-কোঠার উন্নয়ন, কারবার সম্প্রসারণে ব্যয় করা হয় বলে এই ঋণের বিপরীতে জামানত দিতে হয়। সাধারণত দালানকোঠা, প্লান্ট, স্টক, বন্ড ইত্যাদি জামানত হিসেবে রেখে মধ্যমেয়াদি অর্থায়ন করা হয়।
৭. নবায়নযোগ্য: বিশেষ বিশেষ ক্ষেত্রে মধ্যমেয়াদি ঋণ নবায়ন করা যায়। তবে এক্ষেত্রে জামানতকৃত সম্পত্তির মূল্য তখনও উপযুক্ত জামানত হিসেবে বিবেচিত হতে হবে। কারণ উপযুক্ত জামানতই এ ধরনের ঋণের অন্যতম ভিত্তি। বিশেষ বিশেষ ক্ষেত্র, যেমনঃ ঋণগ্রহীতার নগদ প্রবাহ অস্থিতিশীল হওয়ার কারণে সে ঋণের মেয়াদকাল বাড়ানোর আবেদন করতে পারবে।
৮. মূলধন ব্যয়: মধ্যমেয়াদি অর্থসংস্থানের মূলধন ব্যয় রয়েছে। কারণ এই মেয়াদি ঋণের জন্য কারবার প্রতিষ্ঠানকে অবশ্যই সুদ প্রদান করতে হয়। এই সুদের হার স্বল্পমেয়াদি সুদের হারের চেয়ে বেশি কিন্তু দীর্ঘমেয়াদি ঋণের তুলনায় কম। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি আরব উপদ্বীপের অবস্থান কোথায়? | ইসলাম ধর্মের উৎপত্তি ভূমি আরব উপদ্বীপের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে। পৃথিবীর সর্ববৃহৎ এ উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। অন্যান্য মহাদেশ আবিষ্কারের আগে প্রাচীন আরব মানচিত্র অনুযায়ী এ উপদ্বীপটি বিশ্বের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হতো। ভূতাত্ত্বিকদের মতে, এটি কোনো এক সময়ে বৃহৎ সাহারা মরুভূমির একটি অংশ হিসেবে পরিগণিত হতো। কিন্তু কালক্রমে নীলনদ ও লোহিত সাগর দ্বারা দেশটি আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিখ্যাত আরব গবেষক ও ঐতিহাসিক পি. কে. হিট্টি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থানের বর্ণনায় বলেন, ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে নিশ্চিতভাবেই বলা যায়, গোটা সিরিয়া-মেসোপটেমিয়া মরুভূমি আরবেরই অংশবিশেষ। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
মুক্তিযুদ্ধকালীন তিনি পাকিস্তানের পক্ষে সরাসরি অবস্থান নেন এবং বংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধকালীন সময় পশ্চিম পাকিস্তানি শাসকদের উদ্যোগে ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বার ডাঃ আবদুল মুতালিব মালেককে গভর্নর নিয়োগ করা হয় এবং তার অধীনে তৎকালীন পূর্ব পাকিস্তানে ১৭ সেপ্টেম্বার একটি প্রাদেশিক সরকার গঠন করা হয় যেখানে আব্বাস আলী খান 'শিক্ষামন্ত্রী' হিসাবে নিযুক্ত হন এবং তা গ্রহণ করেন। যুদ্ধ-অব্যাহতির পর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য তিনি "দালাল আইন, ১৯৭২"-এর অধীনে দোষী-সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। পরবর্তীতে রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের 'সাধারণ ক্ষমা' ঘোষণার পর সুনির্দিষ্ট গুরুতর অভিযোগের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়। | বংলাদেশের মুক্তিযুদ্ধ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের ভোলার বাংলাবাজারে অবস্থিত একটি জাদুঘর ও গবেষণাগার। এ জাদুঘরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন | প্রদত্ত অনুচ্ছেদের পূর্ণরূপ নিচে দেওয়া হলো:
স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের ভোলার বাংলাবাজারে অবস্থিত একটি জাদুঘর ও গবেষণাগার। এ জাদুঘরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত পর্যন্ত বিভিন্ন ঘটনাবলীর তথ্য ও তথ্যচিত্র সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে?
এস্তাদিও মাইনেরো ব্রাজিলের বেলো অরিজন্ঠে এলাকায় অবস্থিত মিনাজ গারাইজ প্রদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। ১৯৬৫ সালে নির্মিত এ স্টেডিয়ামটি মাইনেরো নামে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে এস্তাদিও গভার্নাদোর মাগালায়েজ পিন্টো বা গভর্নর মাগালায়েজ পিন্টো স্টেডিয়াম নামে পরিচিত। এখানে ২০১৩ সালের ফিফা কনফেডারশনস কাপের খেলা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের খেলা আয়োজনের মর্যাদা পেয়েছে। এছাড়াও, ২০১৬ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতার বেশ কয়েকটি খেলা এখানে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। | এস্তাদিও মাইনেরো, সর্ববৃহৎ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
রংধনু হওয়ার কারণ কি? | যখন আলো মেঘের মধ্যে জলের মধ্য দিয়ে যায়, তখন এটি প্রতিসরণ করে এবং এর উপাদান 7 রঙে ভেঙ্গে যায় যা একটি রংধনু হিসাবে দেখা হয় | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
বাংলাদেশের মুক্তি বাহিনী হচ্ছে গেরিলা প্রতিরোধ আন্দোলন যা সামরিক ,আধা সামরিক ও বেসামরিক জনগণের সাহায্যে | স্বাধীনতা যুদ্ধেগড়ে ওঠে যা পরবর্তীতে পূর্ব পাকিস্তানকে ১৯৭১ সালে বাংলাদেশে রূপান্তরিত করে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন |
অনুচ্ছেদ :
(রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১)[1] (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)[1] ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।[2] তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।[3] রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।[4] রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,[5] ৩৮টি নাটক,[6] ১৩টি উপন্যাস[7] ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন[8] তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প[9] ও ১৯১৫টি গান[10] যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।[11] রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত।[12] এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।[13] রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রশ্ন :
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ? | ১৯১৩ | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর :
"ইশকিমিয়া সাধারণত রক্তনালীগুলির সমস্যা দ্বারা সৃষ্ট হয়, যার ফলে টিস্যু ক্ষতিগ্রস্ত হয় বা অকার্যকর হয়" | "ইস্কেমিয়া বা ইনফার্কশন কি? " | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
একজন সফল ব্যবসায়ীর কোন কোন গুণাবলী থাকা আবশ্যক? | কোনো ব্যবসায়ের ক্ষেত্রে সফল হতে হলে একজন ব্যবসায়ীর কিছু নির্দিষ্ট গুণাবলী থাকা আবশ্যক। যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে। একজন সফল ব্যবসায়ীর অবশ্যই যেসব গুণাবলীগুলো থাকা প্রয়োজন:
১. নেতৃত্ব দানের ক্ষমতা: ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার অসাধারণ নেতৃত্ব দানের ক্ষমতা থাকা প্রয়োজন। আপনার একটি দল ও কর্মীদের নির্দেশ দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
২. ঝুঁকি গ্রহনের ক্ষমতা: একজন বড়মাপের ব্যবসায়ী নেতাকে ব্যবসায়ের উন্নতি ও অগ্রতির জন্য উজ্জিবীত ও ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হয়।
৩. প্রতিযোগিতামূলক মনোভাব: প্রতিযোগিতামূলক মনোভব একজন ব্যবসায়িকে সামনে থেকে ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে। এরূপ আকাঙ্খা সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় অধিক সফলতা অর্জনে মুখ্য ভূমিকা পালন করে।
৪. বুদ্ধিমত্তা: ব্যবসায় জ্ঞানের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের প্রযুক্তি, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস এবং অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। বুদ্ধিমত্তা বিষেশ পরিস্থিতি বিবেচনা করে সৃজনশীল কাজ করতে সাহায্য করে।
৫. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একজন ব্যক্তিকে ক্রমাগত কঠোর পরিশ্রম, অভিজ্ঞতা ও সঠিকভাবে কার্যসম্পাদনের জন্য ধাবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬. যোগাযোগ দক্ষতা: সকল ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ মাত্রা নিশ্চিত করতে একজন ব্যবসায়ী নেতাকে কার্যকরভাবে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করতে সক্ষম হওয়া আবশ্যক।
৭. উচ্চাকাঙ্খা: অধিকাংশ সফল ব্যবসায়ী নেতারা অত্যধিক উচ্চাকাঙ্খা সম্পন্ন হয়। তাদের প্রচুর উচ্চবিলাসী লক্ষ্য থাকে (স্বাভাবিক ও বৈধ) যা তাদের উদ্দেশ্য অর্জনে সাহায্য করে।
৮. বিশ্বস্ত: সফল ব্যবসায়ীগণ অত্যন্ত নির্ভর যোগ্য হয়। কার্যসম্পাদনের জন্য তাদের বিশেষভাবে বিবেচনা করা হয় এবং তারা সবসয় ইতিবাচক ভূমিকা পালন করে।
৯. ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতা: সততা ও নৈতিক মানসিকতা ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। একজন সফল ব্যবসায়ী নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করে এবং সবসময় মার্জিত ও দায়িত্বশীল আচরণ করে।
১০. জনপ্রিয়তা: একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন হয়। সহকর্মী, অধ:স্তন ও ঊর্ধ্বতন কর্মচারী-কর্মকর্তারা তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদের সঙ্গে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করে। তারা সকলের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে যা ব্যবসা পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে।
১১. নমনীয়তা: যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারা ব্যবসায় সফলতার অন্যতম চাবিকাঠি। সফল ব্যবসায়ীগণ নিজেদেরকে সকল পরিস্থিতিতে মানিয়ে নেয়। পরিস্থিতি অনুযায়ী সে তার অবস্থান ঠিক করে।
১২. সমন্বয় করার ক্ষমতা: আদর্শ ব্যবসায়ী নেতারা সহকর্মী, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। সমন্বয়হীনতায় ব্যবসায় কার্যক্রম বিপর্যস্ত হয়ে পরে। একজন সফল ব্যবসায়ী নেতা দক্ষ সমন্বয়কের ভূমিকা পালন করেন।
১৩. সহিষ্ণুতা: ব্যবসায় অনুকূল ও প্রতিকূল পরিবেশ বিরাজ করে। প্রতিকূল পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী হতাশ ও বিপর্যস্ত হয়ে পরে। যা ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। একজন আদর্শ ব্যবসায়ী প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করে এবং উত্তরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
১৪. বিচক্ষণতা: সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্তের উপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী নেতারা সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রতিকূল অবস্থা মোকাবেলা ও সর্বোচ্চ মুনাফা লাভের সচেষ্ট হয়।
সর্বোপরি, একজন আদর্শ ব্যবসায়ী ব্যবসায় সফলতার জন্য নিরলস পরিশ্রম ও নিজের বিচার-বুদ্ধি তথা প্রয়োজনীয় সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করেন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের বিষয় কি ?
বাংলা সংগীতের ক্ষেত্রে রবীন্দ্রসংগীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ধারা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ছিলেন সমসাময়িক যুগের একজন বিশিষ্ট গায়ক। স্বামী বিবেকানন্দ নিয়মিত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাতায়াত করতেন এবং সেখানে একাধিক রবীন্দ্রসংগীত শিখে নানা পারিবারিক অনুষ্ঠানে, ব্রাহ্মসমাজের উৎসবে, এমনকি দক্ষিণেশ্বর কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংসের সামনেও পরিবেশন করেছিলেন। ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের গান গাওয়ার প্রথাও তার সমসাময়িক কালেই শুরু হয়। দিনেন্দ্রনাথ ঠাকুর, সাহানা দেবী, ইন্দিরা দেবী চৌধুরানি, শান্তিদেব ঘোষ প্রমুখ রবীন্দ্রনাথের সাক্ষাৎ শিষ্যেরা ছাড়াও, পঙ্কজকুমার মল্লিক, কুন্দনলাল সায়গল, কানন দেবী প্রমুখ শিল্পীরা রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী কালে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সাগর সেন, ঋতু গুহ, গীতা ঘটক প্রমুখ শিল্পীরা রবীন্দ্রসংগীত গেয়ে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাদের অনুপ্রেরণায় লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার প্রমুখ বিশিষ্ট বলিউড-শিল্পীরাও রবীন্দ্রসংগীত গেয়েছিলেন। বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গান সহ অন্যান্য ধারার সংগীত শিল্পীরাও রবীন্দ্রসংগীত গেয়েছেন। পূর্ব পাকিস্তানের স্বৈরশাসনের প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ওয়াহিদুল হক, কলিম শরাফি, সনজীদা খাতুন প্রমুখ শিল্পীরা বাংলাদেশে রবীন্দ্রসংগীতকে বিশেষ জনপ্রিয় করে তোলেন। আধুনিক যুগে মনোজ মুরলী নায়ার, মণীষা মুরলী নায়ার, মোহন সিং, বিক্রম সিং, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, লোপামুদ্রা মিত্র, শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য, সুস্মিতা পাত্র, সাহানা বাজপেয়ী, পীযূষকান্তি সরকার প্রমুখ ভারতীয় এবং রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, মিতা হক, পাপিয়া সারোয়ার প্রমুখ বাংলাদেশী শিল্পীরা রবীন্দ্রসংগীত গেয়ে বিশেষ জনপ্রিয় হয়েছেন। বাবুল সুপ্রিয়, শান, কুমার শানু, অলকা ইয়াগনিক, সাধনা সরগম, কবিতা কৃষ্ণমূর্তি প্রমুখ বলিউড-শিল্পীরাও এখন নিয়মিত রবীন্দ্রসংগীতের সংকলন প্রকাশ করে থাকেন। | এই অনুচ্ছেদের বিষয় রবীন্দ্রসংগীত | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই বাক্যাংশের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
একই বৎসর ১৫ আগস্ট একটি ব্যর্থ | সামরিক অভ্যূত্থানে শেখ মুজিবের মৃত্যু হলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-এর সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীেতে,১৯৭৮ সালে জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুন:প্রবর্তনের উদ্যোগ নিলে বাকশালের কুশীলবরা পূর্বতন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা তথা পুনরুজ্জীবিত করে। ফলে বাংলাদেশের রাজনীতিতে বাকশাল নামক রাজনৈতিক দলের পুনারাবির্ভাব হয় নি। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন |
আব্দুল হামিদ ইবনে মুস্তফা ইবনে মক্কি ইবনে বাদিস (, বেন বাদিস নামে সমাধিক পরিচিত, ১৮৮৯ – ১৯৪০) ছিলেন আলজেরিয়ার একজন ইসলামি পণ্ডিত, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সংস্কারক এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ১৯৩১ সালে তিনি আলজেরিয় মুসলিম উলামা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, এতে আলজেরিয়ার সমমনা ও বিরোধী মতবাদের বহু ইসলামি পণ্ডিতদের উপস্থিতি ছিল। | আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত এটি আলজেরিয়ার মুসলিম রাজনীতিতে প্রভাব ফেলেছে। একই সময়ে এটি বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। এটি "আশ শিহাব" নামে একটি মাসিক সাময়িকী প্রকাশ করেছিল এবং বাদিস মৃত্যুর আগ পর্যন্ত তাতে নিয়মিতভাবে অবদান রেখেছিলেন। সাময়িকীটি তার পাঠকদের ধর্মীয় সংস্কার সম্পর্কিত সমিতির ধারণা এবং চিন্তাভাবনা সম্পর্কে অবহিত করেছিল এবং অন্যান্য ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে কথা বলেছিল। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন |
বিজ্ঞানী জি. জনস্টোন স্টোনি সর্বপ্রথম তড়িৎ রসায়নে ইলেকট্রনকে আধানের একটি একক হিসেবে আখ্যায়িত করেন এবং তিনিই ১৮৯১ সালে ইলেকট্রন নামকরণ করেন। ১৮৯০-এর দশকে বেশ কয়েকজন বিজ্ঞানী বলেন যে তড়িৎ বিচ্ছিন্ন একেকের দ্বারা গঠিত হতে পারে এবং এভাবেই এ বিষয়ে সবচেয়ে ভাল ধারণা করা সম্ভব। এই এককগুলোর অনেক নামই প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত বাস্তব ভিত্তিতে এর প্রমাণ দেয়া সম্ভব হয়নি। | ইলেকট্রন | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
"চকচক করলেই সোনা হয় না" কথাটি ব্যাখ্যা করো। | পৃথিবীতে আসল ও নকল দু ধরনের জিনিসই আছে। আপাতত দৃষ্টিতে কোন কিছু আসল মনে হলেও প্রকৃত পক্ষে তা আসল নাও হতে পারে।
অনেক সময় বাইরের আকার-আকৃতি, সাজসজ্জা ও চেহারায় এদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় না। ফলে অনেকেই নকল জিনিসকে আসল বলে ভুল করেন। সােনা খুবই মূল্যবান ধাতু। এর রং যেমন উজ্জ্বল তেমনি আলােয় তা চকচক করে। সােনার মতাে অন্য ধাতু যেমন- তামা, পিতল ইত্যাদিও বাইরে থেকে উজ্জ্বল দেখায়। কিন্তু তাই বলে গুণে ও মানে এগুলাে সােনার চেয়ে অনেক নীচু মানের। তাই বাইরের চাকচক্য দেখে পিতলকে সােনা মনে করা ভুল হবে।
ঠিক একইরকমভাবে, বাইরের চেহারা ও সাজ-পােশাক দেখে অনেক সময় আমাদের মানুষ চিনতে ভুল হয়। কারণ, শুধু চেহারা সুন্দর ও পােশাক পরিপাটি হলেই লােক সৎ ও গুণী হয় না। টাকা-পয়সা থাকলে দুর্জন মানুষও বহু মূল্যবান কাপড়-চোপড় পরতে পারে। লােকসমাজে ধনী বলে পরিচিতিও পেতে পারে। কিন্তু সে যদি সৎ গুণাবলির অধিকারী না হয় তবে তা কোনাে কাজে আসে না। যিনি চিন্তা ও কাজে মহৎ, চরিত্রে ও আচরণে গুণীজন তিনিই প্রকৃত মানুষ।
তাই বাইরের চেহারা ও চাকচিক্য দেখে মানুষকে বিচার করা ঠিক নয়। বিচার করতে হবে মানুষের চারিত্রিক গুণাবলীর। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে?
বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা গতিময় এবং সৃজনধারাকে সজীব করার লক্ষ্যে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০০৮ সাল থেকে চালু হয়েছে। সাধারণত কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গবেষণা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য— এই চারটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য প্রতিটি বিভাগের জন্যে ১০,০০০ টাকা। | মুক্তিযুদ্ধভিত্তিক | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কখন প্রতিসরণ ঘটবে | প্রতিসরণ ঘটে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় এবং উভয়েরই ঘনত্ব ভিন্ন হয় এবং তাই ভিন্ন প্রতিসরণ সূচক | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
তাজিংডং পাহাড়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। | সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং। জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের মাধ্যমিক ভূগোল বই-এ এর উচ্চতা দেখানো হয়েছে ১২৩১ মিটার বা ৪১৩৮.৭১ ফুট। অন্যদিকে জেলা প্রশাসক ওয়েবসাইটে এর উচ্চতা ১০০৩ মিটার বা ৩২৯০.৬৮ ফুট। ১৯৯৬ সালে একদল পর্বতারোহী দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এ পর্বত শিখর আবিষ্কার করেন। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রীপাংশা ইউনিয়নের সাইচল পর্বতসারিতে অবস্থিত। এ পর্বতের পাশে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পল্লী। স্থানীয় মারমা ভাষায় 'তাজিং' শব্দের অর্থ 'বড়' আর 'ডং' শব্দের অর্থ 'পাহাড়'। এ দুটি শব্দ থেকে এর নামকরণ করা হয় 'তাজিংডং'। সরকারিভাবে তাজিংডংকে 'বিজয়' নামে সম্বোধন করা হয়। বছরের যে কোনো সময় তাজিংডং ঘুরে আসতে পারেন। বর্ষায় এর আকর্ষণ সবচেয়ে সুন্দর। বান্দরবান সদর হতে প্রায় ৭০ কিলোমিটার এবং রুমা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে এ পর্বতের অবস্থান। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
তুষার টেলিভিশনে খাদ্যে ভেজালের কুফল সম্পর্কিত একটি অনুষ্ঠান দেখছিল। এমন সময় তার মা নিজের কিছু স্বাস্থ্যগত সমস্যার করণে তাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাইলেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তুষারের মাকে বললেন, আপনার শরীরে রক্তশূন্যতার সৃষ্টি হয়েছে। তুষারের মায়ের শারীরিক সমস্যা সৃষ্টির কারণ ও প্রতিকার লেখো। | উদ্দীপকে তুষারের মা রক্তশূন্যতায় আক্রান্ত। নিচে রক্তশূন্যতার কারণ ও প্রতিকার ব্যাখ্যা করা হলো—
রক্তশূন্যতা হলো দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। সাধারণত খাদ্যের মুখ্য উপাদান ভিটামিন বি,, এবং লৌহঘটিত আমিষের অভাবে এই রোগ হয়। মহিলা ও শিশু এই রোগে বেশি আক্রান্ত হয়। এছাড়া অত্যধিক রক্তপাত ঘটলে, কৃমির আক্রমণে, লৌহ গঠিত খাদ্য উপাদান সঠিকভাবে শোষিত না হলে, অন্ত্রের সংক্রমণেও রক্তশূন্যতা দেখা দিতে পারে।
রক্তশূন্যতা প্রতিকারের জন্য লৌহসমৃদ্ধ খাবার, যেমন: যকৃত, মাংস, ডিম, চিনাবাদাম, শাক-সবজি, বরবটি, মসুর ডাল, খেজুরের গুড় খেতে হবে। যদি কৃমির সংক্রমণ থাকে তবে কৃমিনাশক ঔষধ খেতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মতো লৌহ উপাদানযুক্ত ঔষধ সেবন করা যেতে পারে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন:
কাভারাত্তির তলি ২০১২ সালের ২০ জানুয়ারি স্থাপন করা হয় এবং এটি কলকাতায় ২০১৫ সালের ১৯ মে জলে ভাসানো হয়। জাহাজটির আনুমানিক নির্মাণ ব্যয় ₹১,৭০০ কোটি। জাহাজটির নাম ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষ্মদ্বীপের রাজধানী কাভারাত্তি শহর থেকে নেওয়া হয়। এটি "আইএনএস কাভারাত্তি"র উত্তরসূরি জাহাজ, এটি ছিল একটি অর্নলা-শ্রেণির কর্ভেট, যা | অপারেশন ট্রাইডেন্টে অংশ নিয়েছিল এবং পরে ১৯৮৬ সালে তাকে অবসরে পাঠানো হয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
উদ্ভিদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বর্ণনা করো। | মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড। এ ছাড়া অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে- যাকে পেকটিন বলা হয়। এ ছাড়াও অল্প পরিমাণে থাকে প্রোটোপেকটিন। প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজ-এ জাইল্যান, অ্যারাব্যান, গ্যালাকট্যান ইত্যাদি বিভিন্ন ধরনের পলিস্যাকারাইডস থাকে। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রসলিংক হিসেবে কাজ করে। অনেক সেকেন্ডারি প্রাচীরে লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবেরিন, ওয়াক্স ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড-প্রোটিন পলিমার দিয়ে গঠিত। সাধারণত কোষ প্রাচীরের ৪০% সেলুলোজ, ২০% হেমিসেলুলোজ, ৩০% পেকটিন ও ১০% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
সুশাসন কাকে বলে? বিস্তারিত ব্যাখ্যা দাও। | সভ্যতার ক্রমবিকাশের সাথে এবং তথ্য প্রযুক্তিগত উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ক্রমশ পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রীয় শাসন কাঠামোর উন্নততর কৌশল বা পদ্ধতি হিসেবে সুশাসন প্রত্যয়টির সূচনা। তাই সুশাসন বা সুপরিচালন প্রত্যয়টি বর্তমান বিশ্বায়নের যুগে একটি বহুল আলোচিত ধারণা হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রীয় শাসন কাঠামো জনগণের কল্যাণে ব্যবহারের জন্য বিগত শতকের নব্বই দশকের শুরুতে শাসন ব্যবস্থায় একটি নতুন ধারণা হিসেবে সুশাসন কথাটির প্রচলন শুরু হয়।
সুশাসন মানে ভালো শাসন বা কল্যাণমুখী শাসন। ব্যাপক অর্থে জনগণের কল্যাণ সাধনে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাই সুশাসন।
সুশাসন হচ্ছে এমন একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন যেখানে শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, স্বাধীন বিচার বিভাগ থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকারের নিশ্চয়তা থাকবে, সিদ্ধান্ত গ্রহণে সকলের অংশগ্রহণ, মতামত ও পছন্দের স্বাধীনতা থাকবে এবং থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
ম্যাককরনী সুশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে জনগণের এবং শাসকের সাথে শাসিত বা জনগণের সম্পর্ককে বোঝায়।
ল্যান্ডেল মিল সুশাসন সম্পর্কে বলেন, সুশাসন হলো এমন একটি অন্তর্নিহিত ভাষা ও আচরণ কাঠামো যা উত্তম শাসনকে এগিয়ে নিতে সাহায্য করবে।
অর্থাৎ, সুশাসন হলো এমন এক কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের চাহিদার প্রতি সরকার হবে সংবেদনশীল ও দায়িত্বশীল এবং সংবিধান তথা আইনের দ্বারা সরকারের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ। সুশাসন হলো সেই প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান থাকে। এ ধরনের ব্যবস্থায় শাসক একদিকে যেমন শাসন করেন, অন্যদিকে জনকল্যাণমুখী নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থাও বজায় রাখেন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হল ১৯৭১ সালে সংগঠিত দক্ষিণ এশিয়ার একটি বৈপ্লবিক স্বাধীনতা সংগ্রাম যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করে। স্বাধীনতা সংগ্রামটি ছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের এবং যুদ্ধটি নয় মাস স্থায়ী হয়েছিল। যুদ্ধটির মাধ্যমে বিশ্ব | বিশাল এক নির্মমতার স্বাক্ষী হয়, প্রায় এক কোটি মানুষ দেশত্যাগে বাধ্য হন এবং প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিম্নলিখিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল "মোগাদিশু"
সোমালিয়া (Somali: Soomaaliya স্যম্যালিয়্যা, Arabic: الصومال আস্ব্স্বূমাল্) বা সোমালি প্রজাতন্ত্র (Somali: Jamhuuriyadda Soomaaliya চ্যান্হূরিয়্য়্যাদ্দ্যা স্যম্যালিয়্যা, Arabic: جمهورية الصومالজুম্হূরিয়্য়াৎ আস্ব্স্বূমাল্) উত্তর-পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম মোগাদিশু। | সোমালিয়ার রাজধানী কোথায় ? | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন :
হাসপাতালটির চিকিৎসকদের দেখা গেছে, জীবানু প্রতিরোধী বিশেষ পোশাক, মুখোশ, চশমা আর দস্তানা পরে কাজ করছেন।
শ্বাসকষ্ট ও বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই শিক্ষার্থীকে হাসপাতালের নবগঠিত করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে রাখা হয়েছে।
যদিও তার জ্বর, সর্দি, কাশির মতো ভাইরাসজনিত সাধারণ উপসর্গ নেই, তারপরও মেডিকেল কর্তৃপক্ষ তাকে নিয়ে একের পর এক বৈঠক করছে।
তারা ঢাকায় রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট বা আইইডিসিআরকে খবর দিয়েছেন এবং আইইডিসিআর শনিবারেই রংপুরে প্রতিনিধি পাঠিয়ে ছাত্রটির রক্ত, লালা আর ঘামের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ঢাকায় আনিয়েছে।
পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি উল্লেখ করে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অবশ্য বলেছেন, ছাত্রটির শারিরীক অবস্থা এখন ভালো আছে।
তবে ছাত্রটির করোনাভাইরাস হয়েছে সন্দেহে এরই মধ্যে একধরণের উদ্বেগ তৈরি হয়েছে রংপুরে।
অনেকেই শিক্ষার্থীটির ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালের আশপাশে এসে ভিড় জমাচ্ছেন।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, করোনা ইউনিটের সামনে শহরের সব সাংবাদিকেরা এসে ভিড় জমিয়েছেন।
করোনা ইউনিট:
হাসপাতালটির চিকিৎসকদের দেখা গেছে, জীবানু প্রতিরোধী বিশেষ পোশাক, মুখোশ, চশমা আর দস্তানা পরে কাজ করছেন।
চিকিৎসকেরা বলছেন, ঐ শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসায় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সম্প্রতি রংপুর মেডিকেল কলেজে করোনা ইউনিট খোলা হয়।
হাসপাতালের একটি ওয়ার্ডের দুটি বেডকে আলাদা করে এ ইউনিট বানানো হয়েছে।
সেখানে কাজ করার জন্য চার সদস্যের একটি বিশেষ চিকিৎসক দলও গঠন করা হয়েছে।
রোববার সকালে ছাত্রটির চিকিৎসায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১২ সদস্যের বোর্ড গঠন করেছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবগঠিত করোনা ইউনিট।
ছাত্রটি সম্পর্কে কী জানা যাচ্ছে:
মেডিকেল বোর্ড প্রধান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্র নাথ সরকার বিবিসিকে বলেছেন, রোগীর শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হবার কোন লক্ষণ নাই, তবে এক ধরণের আতংক সৃষ্টি হয়েছে হাসপাতালের রোগী থেকে সবার মধ্যে।
"যদিও সাবধানতা হিসেবে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে, কিন্তু তার শরীরে আমরা এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হবার কোন লক্ষণ পাইনি। | চীনফেরত এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে তোলপাড় চলছে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
প্যাপিরাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। | প্যাপিরাস বলতে এক ধরনের নলখাগড়া জাতীয় ঘাস বা উদ্ভিদকে বোঝায় যার মাধ্যমে মিসরীয়রা কাগজ আবিষ্কার করে।
নীল নদের তীরে নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস জন্মাত। মিসরীয়রা এগুলো দিয়ে বিশেষ পদ্ধতিতে এক উন্নতমানের কাগজ আবিষ্কার করে। এক্ষেত্রে প্যাপিরাস গাছের কাণ্ডের ছাল ছড়িয়ে পাশাপাশি রাখা হতো। একটির উপর আর একটির ফালি রেখে রোদে শুকানো হতো। তারপর ফালিগুলোকে চাপ দিয়ে বানানো হতো প্যাপিরাসের কাগজ। প্যাপিরাস যত ইচ্ছা লম্বা করা যেত। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানবদেহে পরিপাক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলেন। এছাড়াও তিনি অনিয়মিত খাদ্যাভাসের ফলে আন্ত্রিক সমস্যা এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করেছিলেন।
উপরের শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি কীভাবে মানবদেহে ঘটে তা ব্যাখ্যা করো। | উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো পরিপাক ক্রিয়া। নিচে পরিপাক প্রক্রিয়াটি কীভাবে মানবদেহে ঘটে তা ব্যাখ্যা করা হলো:
মুখগহ্বরে দাঁত, জিহ্বা ও লালাগ্রন্থি থাকে। খাদ্যগ্রহণের পর দাঁত খাদ্যকে ছোট ছোট অংশে পরিণত করে এবং জিহ্বার খাদ্যবস্তুকে নাড়িয়ে চিবাতে সাহায্যে করে। লালাগ্রন্থি নিঃসৃত লালারসে এনজাইম থাকে যা শ্বেতসারকে মলটোজে পরিণত করে এবং খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। খাদ্যবস্তু পেরিস্ট্যালসিস প্রক্রিয়ায় মুখগহ্বর থেকে অন্ননালির মাধ্যমে পাকস্থলিতে প্রবেশ করে। পাকস্থলির গ্যাস্ট্রিকগ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক রসে বিদ্যমান হাইড্রোক্লোরিক এসিড খাদ্যে কোন জীবাণু থাকলে তা বিনষ্ট করে। এছাড়া নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা গঠিত পলিপেপটাইডে পরিণত করে। পাকস্থলিতে শর্করা ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাক হয় না। ক্ষুদ্রান্ত্রে সকল ধরনের খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয়ে সরল, শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হয়। বিভিন্ন নালিকার মধ্যদিয়ে খাদ্য উপাদান পরিবাহিত হয় এবং শোষণের পর পাকমণ্ডের অবশিষ্টাংশ কোলনে পৌঁছে। কোলনে কোন পরিপাক হয় না। খাদ্যের অসার অংশ থেকে পানি, আমিষ, লিপিড ও লবণ শোষিত হয়। ফলে এটির উচ্ছিষ্ট অংশ মলে পরিণত হয় এবং প্রয়োজন মতো পায়ুপথে নিষ্কাশিত হয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
হাইড্রোজেনের আইসোটোপ তিনটি। | প্রোটিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১, তাই এই সকল আইসোটোপে নিউট্রনের সংখ্যা হল যথাক্রমে ২-১=১, ৩-১=২ এবং ৪-১=৩। সংক্ষেপে, আইসোটোপসমূহ ভিন্ন নিউট্রন সংখ্যা বিশিষ্ট একই পদার্থের পরমাণু। এদের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা একই। | Bengali | ben | original-annotations | 88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a |
স্থির আয়তন গ্যাস থার্মোমিটার কোন নীতিতে ক্রিয়াশীল? | পাস্কালের নীতিতে | | Bengali | ben | original-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
কোন পাখি সবচেয়ে উঁচুতে উড়তে পারে? | ঈগল সবচেয়ে উঁচুতে উড়তে পারে। | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
উদ্ভিজ্জ স্যুপ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর | চিকেন স্টক বা রাইস স্টক প্রস্তুত করুন। তাজা টমেটো, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ, গাজর, লাউ, কুমড়া এবং অন্যান্য সবজি কেটে নিন। এগুলিকে একটি বাটিতে যুক্ত করুন। এতে স্টক যোগ করুন এবং আধা ঘন্টা ফুটতে দিন। রুটির কাঠি দিয়ে পরিবেশন করুন। | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের বক্তব্যের সারাংশ লেখ:
কুসংসর্গও চরিত্রহীনতার অন্যতম কারণ। সঙ্গদোষে মানুষ পশুরও অধম হয়ে থাকে। এ জগতে যত লোকের অধঃপতন হয়েছে, অসৎ সংসর্গই তার কারণ। মানুষ সতর্ক থাকলেও কুসংসর্গে পড়ে নিজের অজ্ঞাতে পাপের পথে পরিচালিত হয়। কুসংসর্গ বলতে কেবল কুলোকের সংসর্গ নহে, কুচিন্তা, কদর্য পুস্তকাদি পাঠ এসকলকেও কুসংসর্গ বলা হয়। যদি সচ্চরিত্র হয়ে জীবন যাপন করা তোমার অভিপ্রায় হয়, তবে হীন চরিত্র লোকের সঙ্গ, থিয়েটার, সিনেমা ও আমোদে উত্তেজিত হওয়া, কুরুচিপূর্ণ সঙ্গীত, কবিতা ও পুস্তক পাঠ এবং কুচিন্তা প্রভৃতি সযত্নে পরিত্যাগ করবে। | বক্তব্যটির সারাংশ হলো:
সৎসঙ্গ মানুষকে যেমন উচুঁতে নিয়ে যায় তেমনি অসৎ সঙ্গ মানুষকে চরম অধ:পতিত করে। অসৎ সঙ্গ পরিত্যাগ করাই হল উন্নত জীবনের স্বরূপ। খারাপ সঙ্গ জীবনকে কদর্যপূর্ণ ও পশুর ন্যায় বিবেকহীন করে তোলে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
জার্মান শেফার্ড কুকুরের একটি ছোট জাতের প্রজনন করতে চেয়েছিল একটি গবেষণা দল। তারা বিভিন্ন প্রজন্মের ছোট ছোট কুকুরের সংমিশ্রণ করে।
এটা কোন ধারণার উদাহরণ?
এর মধ্যে থেকে বেছে নিনঃ
- বিলুপ্তি.
- মিউটেশন.
- নির্বাচনী প্রজনন
- প্রাকৃতিক নির্বাচন | নির্বাচনী প্রজনন | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মহাকর্ষ বল কি | মহাকর্ষীয় বল হল একটি প্রাকৃতিক বল যা ভর সহ যেকোনো দুটি দেহের মধ্যে কাজ করে, বিশেষ করে গ্রহের মতো বড় বস্তুর জন্য তাৎপর্যপূর্ণ | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
১৯ শতকে: আজ আল-আমিন মসজিদটির জায়গায় একটি জাওয়াইয়া (নামাযের কোণে) নির্মিত হয়েছিল এবং শেখ আবু নসর আল-ইয়াফির নামে নামকরণ করা হয়েছিল। ১৯৫০: জাওয়াইয়াকে একটি মসজিদ প্রতিস্থাপনের জন্য মোহাম্মদ আল-আমিন সমিতি তৈরি করা হয়েছিল। ১৯৭৫: লেবাননের গৃহযুদ্ধের সূত্রপাতের পরে সৌক আবু নসর এবং জাওয়াইয়া কাজ বন্ধ করে দিয়েছিল। নভেম্বর ২০০২: প্রয়াত প্রধানমন্ত্রী রফিক হারিরির অনুদানের পরে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। ২০০৮: মসজিদটির উদ্বোধন। | ২০২০ বৈরুত বিস্ফোরণে মসজিদটি মারাত্মক ক্ষতি করেছে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সোমবার মধ্য রাতের পর র্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন রোহিঙ্গা নিহত হয়েছে।
র্যাব বলছে, সোমবার ভোররাতে কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া মোছনির ২৭ নম্বর রোহিঙ্গা শিবির থেকে অল্প দূরত্বে দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
র্যাবের টেকনাফের ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বিবিসি বাংলাকে এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র্যাব যখন অভিযান চালাতে যায় তখন, র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে র্যাবও পাল্টা গুলি চালায়। এ গোলাগুলিতে নিহত সাত জনই রোহিঙ্গা বলে র্যাব নিশ্চিত হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা মি. মাহতাব জানিয়েছেন, নিহতরা রোহিঙ্গা ক্যাম্পে একটি অপরাধী গোষ্ঠীর সাথে জড়িত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ঘটনাস্থল থেকে তারা কিছু গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানান।
তিনি বলেন, অভিযান এখনো চলছে।
তবে রোহিঙ্গাদের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিবিসি বাংলার আরো খবর:
আটক ব্যক্তিকে ‘সিরিয়াল রেপিস্ট’ বলছে র্যাব
মাদক বিরোধী অভিযান নিয়ে নানা প্রশ্নে র্যাব কী বলছে
নাগরিকত্ব আইন: কলকাতায় প্রবল বিক্ষোভের মুখেও অনড় অমিত শাহ
সংকট যেখানে সন্তান পরিত্যাগে বাধ্য করছে
উপরের অনুচ্ছেদের জন্য একটি ভাল শিরোনাম প্রস্তাব করুন | | টেকনাফে র্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' ৭ জন রোহিঙ্গা নিহত | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মালয়েশিয়ান রাজনীতিবিদ ও বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম কত সাল থেকে কত সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন ?
এটা কি হ্যাঁ বা না প্রশ্ন ? | না, এটা কি হ্যাঁ বা না প্রশ্ন না | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত অনুচ্ছেদ সম্পূর্ণ করুন :
ইতিহাস ও বাংলাদেশিদের প্রতিদিনের জীবনে মঞ্চনাটক সংস্কৃতির নানা তাৎপর্য বিদ্যমান। মঞ্চনাটক পারফরমেন্স বাংলাদেশে ব্রিটিশ আমলে স্বাধীনতার আন্দোলনকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। এছাড়া বাংলা ভাষা আন্দোলনে এটি গভীর প্রভাব বিস্তার করে। পূর্ব পাকিস্তান আমলে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুনীর চৌধুরী রচিত "কবর" নাটকটি ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে একটি বিখ্যাত নাটক। মঞ্চনাটক পারফরমেন্স | বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। বর্তমানে অনেক এনজিও বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক সামাজিক সমস্যার জন্য সচেতনতা সৃষ্টি করার জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে মঞ্চনাটক ব্যবহার। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
অ্যাভোগাড্রো ধ্রুবক | যা সাধারণত NA বা L দ্বারা প্রকাশকরা হয়, হলো আনুপাতিকতা ফ্যাক্টর যা সেই নমুনার মধ্যে পদার্থের পরিমাণের সাথে নমুনার মধ্যে উপাদান কণা (সাধারণত অণু, পরমাণু বা আয়ন) এর সংখ্যার সম্পর্ক। এটি এসআই ধ্রুবক যার ৬.০২২১৪০৭৬×১০২৩/মোল। স্ট্যানিস্লাও ক্যানিজারো এটি ইতালীয় বিজ্ঞানী আমাদিও আভোগাদ্রো এর নামানুসারে এর নামকরণ করে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
প্রশ্ন: ফ্রান্স ও ইংল্যান্ডকে কোন জলাশয় আলাদা করে?
উত্তরঃ | ইংলিশ চ্যানেল জলাশয় আলাদা করে | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর। | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের ভূমিকা ছিল অপরিসীম।
১৯৭০ সালের নির্বাচনের পর পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবির প্রতি সমর্থন জানিয়েছিল গ্রেট ব্রিটেন। দেশটির প্রচার মাধ্যমে, বিশেষত বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্র- পত্রিকার মাধ্যমে ঢাকায় পাকিস্তানি বাহিনীর ২৫শে মার্চের নির্মম হত্যা ও ধ্বংসের চিত্র উঠে আসে। তখন সাইমন ড্রিং-এর মতো সাহসী ব্রিটিশ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে এ গণহত্যার সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন। এছাড়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছিল পুরো বিশ্বের কাছে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? | ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল। ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতন্ত্রীতা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে। ডমিনো তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
২০১১ সালেই শূন্য প্রকাশ করে তাদের তৃতীয় অ্যালবাম "গড়বো বাংলাদেশ"। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের থিম সংও গায় শূন্য৷ ২০১৪ সালে প্রকাশিত হয় তাদের চতুর্থ অ্যালবাম "ভাগো"। | ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে "চলো বাংলাদেশ" গানটিতে কণ্ঠ দেয় দলটি। রবি প্রযোজিত "দেশপ্রেমিকের গান" শিরোনামের একটি গানেও কণ্ঠ দেয় তারা। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশিত হয় তাদের পঞ্চম অ্যালবাম "লটারি"। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
প্রদত্ত প্রসঙ্গের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন এবং যার উত্তর "মার্ভেল স্টুডিওস"
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) একটি মার্কিন মিডিয়া ফ্রেঞ্চাইজি এবং কাল্পনিক দুনিয়া যা একটি সুপারহিরো চলচ্চিত্র সিরিজকে ঘিরে আবর্তিত, মার্ভেল স্টুডিওস দ্বারা স্বাধীনভাবে প্রযোজিত এবং মার্ভেল কমিকস প্রকাশিত চরিত্র ভিত্তি করে তৈরি। ফ্রেঞ্চাইজিটি কমিক বই, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজে বিস্তৃত হয়েছে। | মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর স্রষ্টা কে ? | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
বাইলাফন্ড, সিয়া ও গ্যোং এই তিনটি গিরিবর্ত্মে ১৯৮৪ খ্রিষ্টাব্দ থেকে সিয়াচেন দ্বন্দ্বের অংশ হিসেবে অপারেশন মেঘদূত ভারতীয় সামরিক অভিযান হয়ে এসেছে। ভারত অপারেশন মেঘদূত শুরু হতে দ্রুত সিয়া ও বাইলাফন্ড গিরিবর্ত্ম দখল করে অধিকার করে নেয়। সিয়াচেন হিমবাহের পশ্চিম দিকে ও নিয়ন্ত্রণ রেখার নিকটে অবস্থিত হওয়ায় ভারতীয় সেনাবাহিনী এই স্থানে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। | সিয়াচেন দ্বন্দ্ব | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
দুধ চা বানানোর সঠিক পদ্ধতি বর্ণনা করো। | দুধ চা বানানোর সঠিক পদ্ধতি নিচে বর্ণনা করা হলো।
যে কোন পাত্রে চা রান্না করা উচিত নয়। চা রান্নার জন্য প্রায় প্রতিটা পরিবারেই আলাদা হাড়ি বা পাতিল বা পাত্র থাকে, সেটাই ব্যবহার করা উচিত।
যে কয় কাপ চা রান্না করতে হবে, সেই কয়েক কাপ পানি নিয়ে আরো অর্ধেক কাপ বেশি নিতে হবে। কারণ সব সময়ে কিছু বেশি কারণ আগুনের তাপে পানি উড়ে যায় বলে শেষে কম পড়ে যেতে পারে। যদি পাউডারের দুধ দিয়ে চা বানাতে হয়ে তবে যে কয়েক কাপ চা হবে সে কয়েক কাপ পানি নিতে হবে এবং কিছু বেশী। প্রতি কাপের জন্য এক চা চামচ (উঁচু উঁচু) পাউডারের দুধ নিতে হবে। মনে রাখতে হবে এই মিশ্রণ না হবে বেশি ঘন না হবে বেশি পাতলা। আর যদি ঘরে গাভীর তরল দুধ থাকে এবং তা আগে থেকে জ্বাল দেয়া এবং ঘন হলে তাতে পানি মিশিয়ে মাঝারি তরলে পরিণত করতে হবে।
আগুনের তাপ মাঝারি রাখতে হবে। মনে রাখতে হবে আগুনের তাপ বেশি হলে, চোখের পলকেই আপনাকে বোকা বানিয়ে দুধ পাত্র উপচে পড়ে যাবে, ফলাফল চা কমে যাবে এবং অনুমান আর ঠিক থাকবে না! কাজেই চুলার কাছেই থাকতে হবে, দুধ উপচে উঠার আগেই আগুন কমিয়ে দিতে হবে।
ভালো করে জ্বাল দেয়ার পর এবার চা পাতা দিন। পরিমাণ, এক কাপের জন্য গায়ে গায়ে এক টেবিল চামচ। তবে আপনি কেমন চা পাতা কিনলেন তার উপর নির্ভর করে। দামী চা পাতা হলে কম লাগবে। কারণ দামী চা পাতা ভালো থাকে, রং এবং ঘ্রান বেশী বের হয়। চা পাতা দিয়ে ফাঁকে চায়ের কাপ সাজিয়ে ফেলুন।
মাধ্যম আগুনের আঁচ চলবে। রং মনের মতো হলো কি না দেখে নিন। যদি সবাই চিনি পছন্দ করেন তবে এই সময়েও চিনি দিয়ে দেয়া যেতে পারে, চিনির পরিমাণ, এক কাপে গায়ে গায়ে এক চা চামচ হতে পারে। তবে কম দিয়েই স্বাদ দেখে লাগলে আরো দেওয়া যেতে পারে। মনে রাখবেন, চিনি বেশি হলেই কিন্তু চা আর চা থাকে না, শরবত হয়ে যায়। সুতরাং ভেবে এবং দেখে চিনি যোগ করতে হবে। আবার পরিবারে অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা চিনি খান না, তাই তাদের জন্য চিনি ছাড়া চা রান্না করতে হয়।
সবশেষে এবার চা কাপে ঢেলে নিন। তাহলেই চা পরিবেশনের জন্য প্রস্তুত। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
অনুচ্ছেদ লিখুন: সততা। | সত্যের অনুসারী মানুষের সৎ থাকার প্রবণতা হচ্ছে সততা। কোনো প্রকার পাপের কাজ থেকে দূরে থেকে ন্যায় ও সত্যের প্রতিফলন ঘটিয়ে চরিত্রের বিকাশ ঘটাতে পারলে তাতে সততার যথার্থ পরিচয় পাওয়া যায়। এটি মানব চরিত্রের মহৎ গুণ। জীবন সার্থক করার একটি চমৎকার পন্থা । একই সাথে আত্মতৃপ্তির একটি অনন্য পথরেখা হিসেবে সততা মানব চরিত্রের উজ্জ্বল অলংকার। এর চর্চা মানব জীবনকে পৌঁছে দিতে পারে সফলতার দ্বারপ্রান্তে । তবে বাস্তব জীবনে আমরা এই গুণ সঠিকভাবে আয়ত্ত্ব করতে পারি না। সত্য পথ থেকে বিচ্যুত হয়ে, স্বার্থসিদ্ধিকে প্রাধান্য দিয়ে করি নানা অনাচার। আর পরিণামে তাই হারাচ্ছি সুখ শান্তি ও বঞ্চিত হচ্ছি সুন্দর জীবনের স্বাদ হতে। একজন অসৎ মানুষ সবসময়ই অন্যের নিকট অসম্মানিত হন। মানুষ কখনোই তাকে বিশ্বাস করে না। সমাজের সবাই অসৎ ব্যক্তিকে ঘৃণার চোখে দেখে। সাময়িক স্বার্থের জন্য মানুষ সততাকে বিসর্জন দিয়ে অসততায় মেতে ওঠে। জীবনকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে সততার সাথে সম্পৃক্ত করার চেষ্টা চালাতে হবে। কারণ, সততার অন্তনির্হিত গুণ মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে। আর সুন্দর জীবন সকলেরই কাম্য। সেজন্য সততার অনুশীলন করতে হবে এবং জীবনে তার প্রতিফলন ঘটিয়ে যথার্থ মনুষ্যত্বের অধিকারী হতে হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদ কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ?
জাতীয় দিবসের সাথে জাতির গৌরব জড়িত পাশাপাশি দিবসটি দেশ থেকে দেশে ভিন্ন মাত্রায় ব্যাপকভাবে পালিত হয়। উদাহরণস্বরূপ, ১২ই অক্টোবর স্পেনের জাতীয় দিবস ফিয়েস্তা ন্যাসিয়োনাল ডি এস্পানা পালিত হয়, যে দিনটি অন্যান্য দেশে কলম্বাস দিবস বা দিয়া দে লা রাজা হিসাবে পালিত হয় এবং ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকাতে আগমনের বার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে মাদ্রিদে একটি সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। ফ্রান্সের জাতীয় দিবস ১৪ জুলাই এবং বাস্তিলের বিক্ষোভের দিনটি ফেতে ন্যাশিওনাল নামে পরিচিত (ইংরেজি ভাষী দেশগুলিতে বাস্তিল দিবস হিসাবে পরিচিত), যা ফরাসী বিপ্লবের সূচনা হিসাবে বিবেচিত হয় তার স্মরণে পালিত হয়। এটি ব্যাপকভাবে উদযাপিত হয় এবং বিপুল পরিমানে ফরাসি তেরঙ্গা উড়তে থাকে, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্যারিসের শঁজেলিজে সামরিক কুচকাওয়াজে অংশ নেন। যুক্তরাষ্ট্রে ৪ জুলাই স্বাধীনতা দিবস প্যারেড, আতশবাজি, বনভোজন আর ঝলসান মাংস দিয়ে ব্যাপকভাবে উদযাপিত হয়। আয়ারল্যান্ডে ১৭ মার্চ সেন্ট প্যাট্রিক দিবস জাতীয় দিবসের সমতুল্য এবং বহু বছর ধরে এদিনে সরকারী ছুটি পালিত হচ্ছে। তবে, যুক্তরাজ্যের অন্তর্গত দেশগুলিতে রক্ষাকর্তা সাধু দিবস স্বল্প-পরিসরে পালিত হয়। সাম্প্রতিক কালে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের জাতীয় দিনগুলি পালনের জন্য প্রচারণা শুরু হয়েছে, স্কটিশ সংসদে সেন্ট অ্যান্ড্রুস ডে ব্যাংক হলিডে (স্কটল্যান্ড) আইন ২০০৭ পাস করার পরে সেন্ট অ্যান্ড্রু দিবসকে একটি সরকারী ব্যাঙ্ক ছুটির দিন হিসাবে পালন করা হয়। সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাজ্যের জন্য একটি জাতীয় দিবসের প্রস্তাব দেওয়া হয়। | বাস্তিলের বিক্ষোভের | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মনে করো তোমার নাম মোহাম্মদ সোহেল রানা এবং তুমি ঢাকার গুলশানে অবস্থিত কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং তোমার রোল ৩। আজ স্কুলে যাওয়ার পরে তোমার জ্বরজ্বর বোধ হওয়ায় ও মাথাব্যাথা করায় ৪র্থ ঘণ্টার পরে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ। | বরাবর
প্রধান শিক্ষক,
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়
গুলশান, ঢাকা
বিষয়: চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি পারতপক্ষে স্কুলে কখনোই অনুপস্থিত থাকি না। আজ বিদ্যালয় আসার পর আমি প্রচন্ড মাথা ব্যথা ও জ্বর জ্বর অনুভব করছি। তাই ক্লাসে কোনভাবেই মনোযোগ দিতে পারছি না। বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য আমার চতুর্থ ঘন্টার পর ছুটি প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়গুলি পর্যালোচনা করে আমাকে চতুর্থ ঘন্টার পর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র,
মোহাম্মদ সোহেল রানা
শ্রেণী: ৮ম, রোল নাম্বার: ০৩
কালাচাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত প্রশ্নটি পড়ুন এবং প্রশ্নের জন্য একটি উপযুক্ত প্রসঙ্গ প্রদান করুন
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা কত ? | সংযুক্ত আরব আমিরাত (Arabic: دولة الإمارات العربية المتحدة দাওলাত্ আল্-ঈমারাত্ আল্-আরবিয়াহ্ আল্-মুত্তাহিদাহ্) মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ঐ লোকালয়ের নামেই এর নাম। আমিরাতের শাসনকর্তার পদবী আমির। সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবু ধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারিকাহ এবং উম্ম আল ক্বাইওয়াইন। আবু ধাবি শহর ফেডারেশনের রাজধানী এবং দুবাই দেশের বৃহত্তম শহর।
সংযুক্ত আরব আমিরাত মরুময় দেশ। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর। ১৯৫০-এর দশকে পেট্রোলিয়াম আবিষ্কারের আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত মূলত ব্রিটিশ সরকারের অধীন কতগুলি অনুন্নত এলাকার সমষ্টি ছিল। খনিজ তেল শিল্পের বিকাশের সাথে সাথে এগুলির দ্রুত উন্নতি ও আধুনিকায়ন ঘটে, ফলে ১৯৭০-এর দশকের শুরুতে আমিরাতগুলি ব্রিটিশ নিয়ন্ত্রণের বাইরে চলে আসতে সক্ষম হয়। দেশের খনিজ তেলের বেশির ভাগ আবু ধাবিতে পাওয়া যায়, ফলে এটি সাতটি আমিরাতের মধ্যে সবচেয়ে ধনী ও শক্তিশালী। তেল শিল্পের কারণে এখানকার অর্থনীতি স্থিতিশীল এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির একটি।
আরব আমিরাতে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগণচুম্বী ভবন।স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে।
ইতিহাস
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস
আল-আইন জাতীয় যাদুঘরে প্রদর্শিত বিদা বিন্ট সৌর আয়রন যুগের ভবনে আবিষ্কৃত একটি পাত্র। এটি একটি ধূপ বার্নার বলে মনে করা হয়।
হাজার হাজার বছর ধরে আমিরদের জমি দখল করা হয়েছে। শরজাহার অ্যামেরেটে জিবেল ফায়া থেকে উদ্ধার করা পাথর সরঞ্জাম 127,000 বছর আগে আফ্রিকার মানুষদের বসতি স্থাপন করে এবং আরব উপকূলে জিবেল বারাকাহে আবিষ্কৃত প্রাণীকে কসাই করার জন্য ব্যবহৃত একটি পাথর হাতিয়ার 130,000 বছর আগেও পুরোনো আবাসস্থলকে নির্দেশ করে। সেই পর্যায়ে বাইরের বিশ্বের সাথে যোগাযোগের কোন প্রমাণ নেই, যদিও সময়ের সাথে সাথে জীবন্ত ট্রেডিং লিঙ্কগুলি মেসোপটেমিয়া, ইরান এবং সিন্ধু উপত্যকার হরপ্পান সংস্কৃতিতে সভ্যতার সাথে উন্নত। এই যোগাযোগটি অব্যাহত ছিল এবং ব্যাপকভাবে হজর পর্বতমালা থেকে... | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
আনোয়ার পারভেজ (মৃত্যু ১৭ জুন, ২০০৬) একজন বাংলাদেশী শীর্ষস্থানীয় সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতজ্ঞ ও শব্দসৈনিক। ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ জুন তিনি মৃত্যুবরণ করেন। বিবিসির জরিপে যে ২০টি বাংলা গান সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে তার সুরকৃত তিনটি গান "জয় বাংলা বাংলার জয়", "একবার যেতে দে না" এবং "একতারা তুই দেশের কথা"৷ তার সুরারোপিত ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যে অনেক জনপ্রিয় ছিল৷ সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৭ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। | বাংলাদেশের মুক্তিযুদ্ধকাল | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুচ্ছেদ লিখুন: লোকশিল্প। | যেকোনো দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে তার লোকশিল্প। এটি একটি দেশের প্রতীক, একটি দেশের পরিচয়। লোকশিল্প সাধারণ মানুষদের জন্য সাধারণ মানুষ দ্বারা সৃষ্টি। ধর্মীয়, সামাজিক জীবন, কৃষক ও শ্রমজীবী মানুষের প্রয়োজন থেকে লোকশিল্পের উদ্ভব। গ্রামাঞ্চলের চাহিদা, ইচ্ছা, স্বপ্ন এবং অভিজ্ঞতা লোকশিল্পের মাধ্যমে ফুটে ওঠে। লোকায়িত জীবনের এ শিল্প বংশ পরম্পরায় পরিচালিত হতে থাকে। লোকশিল্প মূলত গড়ে উঠে নান্দনিক বোধ এবং নিজস্ব ব্যবহারের তাগিদ থেকে। দেশীয় কাঁচামাল দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত এসব পণ্যকে লোকশিল্প বলা হয়। আর যারা লোকশিল্পের সাথে জড়িত তাদের লোকশিল্পী বলে। আমাদের লোকশিল্পের খ্যাতি বিশ্বজোড়া। এই লোকশিল্পের বিভিন্ন ভেদ রয়েছে। যেমন— কাঠ-খোদাইশিল্প, তাঁতশিল্প, মৃৎশিল্প, শোলার কাজ, শিকা, পিঠা তৈরির ছাঁচ; মুখোশশিল্প, বাস্তুশিল্প, নকশিকাঁথা, পটচিত্র, আল্পনা প্রভৃতি লোকশিল্পের সম্পদ। পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টিকারী লোকশিল্প ঢাকাই মসলিন নিয়ে আমরা আজও গর্ববোধ করি। গ্রামীণ এই ঐতিহ্যের স্মারক বাংলাদেশের নানা অঞ্চলে ছড়িয়ে আছে। এর মধ্যে ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, চট্টগ্রাম, প্রভৃতি অঞ্চল তাঁতশিল্পের জন্য প্রসিদ্ধ। এছাড়া নারায়ণগঞ্জ বিখ্যাত জামদানি শাড়ির জন্য। হাতের কাছে প্রাপ্ত উপাদান দিয়ে মূলত নানা ধরনের পণ্য নির্মাণ হয়। লোকশিল্প অনেক মানুষের জীবন ও জীবিকার সাথে মিশে গিয়েছে। লোকশিল্প একটি গ্রামীণ সমাজ জীবনকে প্রতিফলিত করে। এটি একটি জাতির ঐতিহ্যের ধারক ও বাহক। বর্তমানে অনেক লোকশিল্প হারিয়ে যাবার পথে। এই লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সবার। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
মানুষ ভালোবাসে কেন? | মানুষ ভালোবাসে কেন তার কোনো নির্দিষ্ট উত্তর নেই। কারণ ভালোবাসা একটি জটিল অনুভূতি যা বিভিন্ন কারণে হতে পারে।
বিজ্ঞানীদের মতে ভালোবাসা হলো মস্তিষ্কের একটি রাসায়নিক প্রক্রিয়া। প্রেমে পড়ার সময় মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, সেরোটোনিন, এবং নোরেপিনেফ্রিন নামক হরমোনগুলির নিঃসরণ বেড়ে যায়। এই হরমোনগুলি আমাদের আনন্দ, উত্তেজনা, আবেগ, এবং ঘনিষ্ঠতার অনুভূতি দেয়।
আলোচনামূলক মনোবিজ্ঞানীদের মতে, ভালোবাসা হলো একটি সামাজিক নির্মাণ। আমরা সামাজিকভাবে ভালোবাসা এবং ঘনিষ্ঠতার ধারণাগুলি শিখি। আমরা পরিবার, বন্ধুবান্ধব, এবং গণমাধ্যমের মাধ্যমে ভালোবাসা সম্পর্কে ধারণা পাই।
এছাড়াও, ভালোবাসা হলো একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রত্যেক ব্যক্তি ভালোবাসাকে ভিন্নভাবে অনুভব করে। কেউ কেউ ভালোবাসাকে আবেগপূর্ণভাবে অনুভব করে, অন্যরা একে আরও পরিণত এবং স্থিতিশীল অনুভব করে।
মানুষ ভালোবাসে কেন তার কিছু সাধারণ কারণ নিম্নরূপ:
* জীবনকে অর্থপূর্ণ করে তোলার জন্য: ভালোবাসা আমাদের জীবনকে অর্থপূর্ণ এবং পরিপূর্ণ করে তোলে। এটি আমাদেরকে অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এবং আমাদেরকে একা নয় বলে মনে করে।
* আবেগগত সুখের জন্য: ভালোবাসা আমাদেরকে আনন্দ, সুখ, এবং তৃপ্তি দেয়। এটি আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে ভালো বোধ করতে সাহায্য করে।
* সামাজিক সমর্থনের জন্য: ভালোবাসা আমাদেরকে সামাজিক সমর্থন প্রদান করে। এটি আমাদেরকে কঠিন সময়ের মধ্যে সাহায্য করে এবং আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে।
* প্রজনন প্রক্রিয়ার জন্য: ভালোবাসা আমাদেরকে প্রজনন করতে সাহায্য করে। এটি আমাদেরকে একসাথে থাকতে এবং সন্তান নিতে উৎসাহিত করে।
পরিশেষে, মানুষ ভালোবাসে কারণ এটি একটি জটিল অনুভূতি যা আমাদের জীবনকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
দ্য ইমিটেশন গেম চলচ্চিত্রটির জন্য একটি সারসংক্ষেপ লিখুন | দ্য ইমিটেশন গেম হল একটি মুভি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জার্মান বার্তাগুলিকে ডিক্রিপ্ট করার জন্য ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং-এর অবদানগুলিকে অন্বেষণ করে৷ সেখানে জার্মানরা এনিগমা মেশিন আবিষ্কার করেছিল যা যোগাযোগের জন্য তাদের বার্তাগুলিকে এনক্রিপ্ট করেছিল। অ্যালান টুরিং এবং তার দল বার্তাগুলিকে ডিক্রিপ্ট করতে সক্ষম হয়েছিল, যার ফলে যুদ্ধের সময়কাল কয়েক বছর হ্রাস পায়। এটি অ্যালান টুরিং-এর দৃঢ় সংকল্প এবং উজ্জ্বলতা দেখায়, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে প্রথম ধারণা তৈরি করেছিলেন বলে মনে করা হয়। | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কোষঝিল্লির ১০টি কাজ বর্ণনা করো। | কোষঝিল্লির ১০টি কাজ নিম্নরূপ:
১. এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে।
২. বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে।
৩. কোষঝিল্লির মধ্যদিয়ে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থের স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়।
৪. ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম বিন্যস্ত থাকতে পারে।
৫. ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে।
৬. বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে।
৭. বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে।
৮. পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে।
৯. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে।
১০. এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। | Bengali | ben | re-annotations | 6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c |
শুনেছি বিশ্বের প্রথম বৃহত্তম মসজিদ হলো মসজিদ আল-হারাম। এই মসজিদটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলো। | সৌদি আরবের প্রাচীন নগরী মক্কায় অবস্থিত মসজিদ আল-হারাম ইসলামের সবচেয়ে ঐতিহ্যবহনকারী মসজিদ। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম নামাযের কেবলা কাবা শরীফ এ মসজিদেই অবস্থিত। প্রতি বছর ইসলামের আরেক স্তম্ভ হজ পালনের জন্য সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান এখানে সমবেত হন। ৮৯ মিটার (২৯২ ফুট) উঁচু ৯টি মিনারবিশিষ্ট এ মসজিদটি বর্তমানে বহিরাঙ্গন ও অভ্যন্তরীণ নামাজের জায়গাসহ ৪,০০,৮০০ বর্গমিটার (৯৯ একর) স্থানব্যাপী বিস্তৃত। চার মিলিয়ন মুসল্লী একত্রে এখানে নামাজ আদায় করতে পারে। এখানে রয়েছে অতি মূল্যবান ও পবিত্র পাথর 'হাজরে আসওয়াদ' ও 'মাকাম-এ-ইব্রাহিম' (ইব্রাহিম (আ.)-এর পায়ের ছাপ)। পবিত্র কাবাঘর গ্রানাইট ও মার্বেল পাথর খচিত। এ দৃষ্টিনন্দন মসজিদটি বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় পবিত্রগৃহ। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
২৫শে মার্চ, ১৯৭১ সালে, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। ৪ঠা এপ্রিল ১৯৭১, নুরুল আমিন, গোলাম আযম ও খাজা খায়রুদ্দিনসহ ১২জন পাকিস্তানপন্থী নেতা, পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল টিক্কা খানের সাথে দেখা করেন এবং | বিদ্রোহীদের বিরুদ্ধে সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কী বোঝায়? | দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলতে বুঝায় দীর্ঘমেয়াদি জামানতের মাধ্যমে স্বল্পমেয়াদি ঋণের স্থলাভিষিক্ত দীর্ঘকালীন অর্থের যোগান। সাধারণত ৭ থেকে ১৫ বছর মেয়াদের জন্য যে অর্থায়ন পদ্ধতি ও প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলা হয়।
একটি কারবার প্রতিষ্ঠান স্থাপন বা আরম্ভ, সম্প্রসারণ, উন্নয়ন বা কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থসংস্থান করা হয় । সাধারণত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের তুলনায় বৃহদায়তন প্রতিষ্ঠানে এই অর্থসংস্থানের উৎসগুলোকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রতিটি প্রতিষ্ঠানেই কিছু না কিছু দীর্ঘমেয়াদি অর্থের সংস্থান করা হয়।
সাধারণ অর্থে, দীর্ঘকালীন সময়ের জন্য যে তহবিল বা ঋণ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান বলে। ব্যাপক অর্থে, যে অর্থসংস্থানে ঋণগ্রহীতা তহবিল ৫ থেকে ১৫ বছর এমনকি ২০ বছর বা তদূর্ধ্ব সময়ের জন্য ব্যবহারের সুযোগ পায় এবং কারবারের প্রত্যাশিত লাভ দিয়ে কিস্তিতে অথবা সঞ্চিত অর্থ দিয়ে এককালীন আবার অনেক সময় কারবার বিলুপ্তির সময় পরিশোধ করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলা হয়ে থাকে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
সৈন্যদের একটি দল নদীর তীরে দাঁড়িয়ে আছে। নদী পার হতে হবে। কিন্তু ব্রিজটি ভাঙা। আবার নদীটি বেশ গভীর আর বড়। সাঁতার কেটে পার হওয়া প্রায় অসম্ভব। হঠাৎ এক সৈন্যের চোখ পড়ল নদীর তীরে। একটি ছোট নৌকায় দুটি ছোট ছেলে খেলছে। সৈন্য নৌকা নিয়ে কাছে আসতে বললেন তাদের। তারা এল। কিন্তু তাদের নৌকা অনেক ছোট। ওই দুই ছেলের পাশাপাশি আর কোনো সৈন্য নৌকায় উঠলে নৌকা ডুবে যাবে। হয় ছেলে দুটি নৌকায় থাকতে পারবে অথবা একজন সৈন্য। কিন্তু তারপরও সব সৈন্য সুন্দরভাবে নৌকার সাহায্য নিয়ে নদী পার হলো। বলো তো, সৈন্যরা কীভাবে পার হলো নদীটি? | প্রথমে ছোট ছেলে দুটি নদী পার হলো। এরপর ছেলেদের একজন নৌকা নিয়ে আবার ফিরে আসে সৈন্যদের কাছে। এরপর একজন সৈন্য নৌকাটি নিয়ে নদী পার হবে। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা ছেলেটি আবার নৌকা নিয়ে ফিরে আসবে সৈন্যদের কাছে। এভাবে সব সৈন্য নদী পার হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন:
কমলেশ কুমারী যাদব ছিলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একজন কনস্টেবল এবং শান্তির সময় ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার অশোকচক্রের প্রাপক। ২০০১ সালের ১৩ ডিসেম্বর | ভারতীয় সংসদে হামলার সময় সন্ত্রাসবাদী বন্দুকধারী এবং আত্মঘাতী বোমাবাজকে সংসদে পৌঁছানো থেকে সফলভাবে বাধা দেওয়ার পরে দেশের জন্য শহীদ হন।
সেই দিন, কমলেশ কুমারী যাদব সংসদ ভবনের ১১ নম্বর বিল্ডিং গেটের পাশের আয়রন গেটের ১ নম্বর পোস্টে অবস্থান করেছিলেন। সকাল ১১:৫০ মিনিটে লাইসেন্স প্লেট নম্বর ডিএল ৩ সি জে ১৫২৭ বহনকারী একটি অ্যাম্বাসেডর ব্র্যান্ড গাড়ি বিজয় চক থেকে গেটের দিকে এগিয়ে যায়। যাদব প্রথম সুরক্ষিত কর্মকর্তা যিনি গাড়ীর কাছে গিয়েছিলেন এবং কিছু ভুল বুঝতে পেরে গেটটি সিল করতে ফিরে তাঁর পোস্টে ফিরে এসেছিলেন। যাদবের দূরদর্শিতার কারণে সন্ত্রাসীরা তাদের পরিকল্পনায় ব্যর্থ হয় এবং গুলি চালিয়ে দেওয়া শুরু করে । কমলেশ যাদবের পেটে এগারোটি গুলি লেগেছিল। কমলেশ কুমারী যাদবের সতর্কতা সন্ত্রাসীদের মধ্যে একটি আত্মঘাতী বোমারুকে তাঁর পরিকল্পনা কার্যকর করতে বাধা দেয় এবং হামলাকারীদের গুলি চালিয়ে কেন্দ্রীয় ভবনে প্রবেশ করতে বাধা দেয়।
কমলেশ কুমারী যাদবের সাহস এবং আত্মত্যাগের জন্য তাকে অশোকচক্র পুরস্কার প্রদান করা হয়। তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে প্রথম মহিলা ছিলেন যিনি এই পুরস্কার পেয়েছিলেন। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
বায়ু অপেক্ষা পানিতে বরফ দ্রুত গলে কেন? | পানি ও বায়ুর অণুগুলো বরফের অণুর চেয়ে বেশি গতিশীল বলে এদের এক সাথে রাখলে এদের অণুগুলো বরফের অণুগুলোকে অনবরত ধাক্কা দিয়ে তরলে পরিণত করে। আবার বায়ুর চেয়ে পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে একক আয়তনে অণুর সংখ্যাও বায়ুর চেয়ে বেশি থাকে। ফলে পানি ও বায়ুতে বরফ রাখলে পানি বরফকে দ্রুত তরলে রূপান্তর করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
অনুগ্রহ করে এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
তিনি ব্রিটিশ রাজ কর্তৃক গ্রেফতার হন। পঞ্চাশের মন্বন্তরে | ১৯৪৩ সালে তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন। ভারত বিভাগের পর তিনি ঢাকায় স্থায়ী হন। ১৯৫৪ সালে নারীদের অংশগ্রহণে বিজয়ী হয়ে তিনি পূর্ববাংলা আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৫৬ সালে তিনি চীনে পাকিস্তান প্রতিনিধিদলে ছিলেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
উহুদের যুদ্ধ তৃতীয় হিজরি সনে অনুষ্ঠিত হয়। আনাস সম্পর্কে সা'দ বলেন, "সেদিন তিনি যা করলেন, আমি তা করতে পারিনি"। বালাজুরী এর মতে সুফাইয়ান ইবন উয়াইফ আনাসকে হত্যা করেন। | উহুদের যুদ্ধ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ?
নিউ ওয়ার্ল্ড সাময়িকীতে সি. এল. আর. জেমস কানহাই সম্পর্কে বলেছেন যে, ‘তিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের উন্নয়নের চূড়ায় আরোহণ করেছিলেন।’ ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। | ক্রিকেট | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
ভূ-অভ্যন্তরের একটি মণ্ডলকে সিমা বলা হয় কেন? ব্যাখ্যা করো। | ভূ-অভ্যন্তরের গুরুমণ্ডলকে এর উপাদানগত কারণে সিমা বলা হয়। কেন্দ্রমণ্ডলের ওপর থেকে চতুর্দিকে প্রায় ২৮৯৫ কি.মি. পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে। সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুর সংমিশ্রণেই এ মণ্ডলটি গঠিত। এর উপরাংশে ১৪৪৮ কি.মি. স্তর ব্যাসল্ট জাতীয় উপাদান দ্বারা গঠিত বলে এটি ব্যাসল্ট অঞ্চল হিসেবে পরিচিত। এ মণ্ডলটি সিলিকন ও ম্যাগনেসিয়ামে গঠিত বলে একে সিমা বলে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
১৯৬২ সালে সংবিধানের দ্বিতীয় সেটটি প্রধানমন্ত্রীর পদ পুরোপুরি বিলুপ্ত করে দেয় কারণ সমস্ত ক্ষমতা পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে হস্তান্তরিত হয়। ক্ষমতার কেন্দ্রিয়করণকে কেন্দ্র করে ১৯৬৫ সালে রাষ্ট্রপতি নির্বাচনের পরে রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে সমালোচনা শুরু হয়। ১৯৭০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পরে নুরুল আমিন প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে সহ-রাষ্ট্রপতি পদে অফিস প্রতিষ্ঠা করা হয়। জুলফিকার আলী ভুট্টো, মুজিবুর রেহমান এবং ইয়াহিয়া খানের মধ্যে আলাপ-আলোচনা যে পূর্ব পাকিস্তানে মুক্তি আন্দোলনের দিকে পরিচালিত করেছিল। পূর্ব পাকিস্তানে ভারত হস্তক্ষেপের সাথে সাথে এবং পাকিস্তান যুদ্ধের অবসান ঘটাতে পরাজয় স্বীকার করে একাত্তরে | রাষ্ট্রপতি ব্যবস্থা ভেঙে দেয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
১৯৬৫ সালে লুকাস মারান্ডী দিনাজপুর ধর্মপ্রদেশের অন্তবর্তীকালীন পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, ভারত পাকিস্তান যুদ্ধের | কারণে সেখানে মিশনারি কার্যক্রম চালাতে অসুবিধার মুখে পড়তে হয়। তখন রাকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অস্থায়ী বিশপ হিসেবে নিযুক্ত করা হয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
ডিজিটাল বাংলাদেশ নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। | ডিজিটাল বাংলাদেশ একটি উজ্জ্বল সম্ভাবনার নাম। বর্তমানে বাংলাদেশে এ ধারণাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত বোঝায় দেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার একটি সুনির্দিষ্ট প্রত্যয়কে। ২০২১ সালে উদ্যাপিত হবে বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ সময়ের মধ্যেই 'ডিজিটাল বাংলাদেশ' গড়ে তোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি নিঃসন্দেহে একটি সময়োচিত পদক্ষেপ। তবে এ বিষয়ে স্বপ্ন দেখা যতটা সহজ তাকে বাস্তব রূপ প্রদান করা ততটাই কঠিন । একটি দেশকে তখনই ডিজিটাল দেশ বলা যাবে যখন তা পরিপূর্ণভাবে ই-স্টেট-এ পরিণত হবে। অর্থাৎ ওই দেশের যাবতীয় কার্যাবলি, যেমন: সরকারব্যবস্থা, শাসনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে একটি আধুনিক জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা। শাসনব্যবস্থার প্রতিটি ধাপে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করা হবে। সুতরাং, ডিজিটাল বাংলাদেশ গড়ার মূলভিত্তি হলো তথ্যপ্রযুক্তির শক্তিশালী কাঠামো। বাংলাদেশ ধীরে ধীরে এই লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। তবে এখনো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি লাভ করতে পারিনি। সমগ্র দেশের বিদ্যুতের ব্যবস্থা এখনো নিরবচ্ছিন্ন করা যায়নি। তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। তথ্যপ্রযুক্তিকে উত্তমরূপে করায়ত্ত করার জন্য ইংরেজি ভাষায় দখল থাকা একান্ত জরুরি। এ বিষয়েও আমাদের দুর্বলতা রয়েছে। আশার কথা হলো, বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়ন বেশ দ্রুত ঘটছে। জীবনের নানা প্রয়োজনীয় কাজে আমরা ধীরে ধীরে প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছি। এই ধারাবাহিকতা বজায় থাকলেই আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
কিউনিফর্ম কী? | সুমেরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি ইতিহাসে কীলকাকার বা কিউনিফর্ম নামে পরিচিত। প্রথম দিকে সুমেরীয় লিপি ছিল মিসরীয়দের মতো চিত্রলিপিভিত্তিক। পরবর্তীকালে নিজেদের লেখাকে গতিশীল করতে তারা নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করে যা কিউনিফর্ম বা কীলকাকার নামে পরিচিত। সুমেরীয়রা কাদামাটির প্লেটে খাগের কলম দিয়ে কৌণিক কিছু রেখা ফুটিয়ে তুলত। খাঁজকাটা চিহ্নগুলো দেখতে অনেকটা তীরের মতো। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক চিত্রলিপি। এ লিপি বামদিক থেকে ডানদিকে লেখা হতো। সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে সুমেরীয় এ কীলকাকার চিত্রলিপির প্রায় চার হাজার মাটির চাকতি পাওয়া গেছে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ? | ভারতের প্রথম প্রধান মন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। | Bengali | ben | original-annotations | 24747d8fc8c4f73d31974c0ed4c6660ab76d2a44771c244ce7ba38a549b3301c |
ভাজা মাছ উল্টে খেতে না জানার অর্থ কী? | ভাজা মাছ উল্টে খেতে জানে না কথাটি এমন ব্যক্তিদের বলা হয় যারা কোনো বিষয়ে জেনেও না জানার ভান করে। সাধারণত কোনো দোষে দোষী ব্যক্তি যখন তার দোষ অস্বীকার করে তখন ব্যঙ্গ করে বলা হয় যে সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
শেখ মুজিবের 'মূর্তি' সরানোর দাবি তুলেছে কলকাতার মুসলিম ছাত্ররা\nবেকার হোস্টেলের যে কক্ষটিতে শেখ মুজিবুর রহমান থাকতেন সেখানে এ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে।
শেখ মুজিবুর রহমান ছাত্রজীবনে কলকাতার যে ছাত্রাবাসে থাকতেন, সেই বেকার হোস্টেলের বর্তমান বাসিন্দাদের একাংশ এই দাবি তুলছেন। বেকার হোস্টেলটি মুসলমান ছাত্রদের আবাস।
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সরানোর দাবি নিয়ে কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে ছাত্রদের একাংশ মঙ্গলবার যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা জানিয়েছেন যে উপ-দূতাবাসে পৌঁছানোর আগেই পুলিশ তাদের গতিরোধ করে। তাদের দাবী সনদও জমা নিতে চায়নি বাংলাদেশের উপ-দূতাবাস কর্তৃপক্ষ।
স্থানীয় থানার অফিসার-ইন-চার্জ সেটি গ্রহণ করেছেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহম্মদ কামরুজ্জামান।
সরকারী ছাত্রাবাস বেকার হোস্টেলের যে ঘরে শেখ মুজিব থাকতেন, সেটিতে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের অর্থায়নে। ওই সংগ্রহশালাতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির ভাস্কর্য স্থাপন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
আরো পড়ুন বাবরি মসজিদ: হিন্দু-মুসলিম সমঝোতা চায় আদালত
ইংলিশ 'অ্যাশেসের' মতো শ্রী লঙ্কা ক্রিকেটের শেষকৃত্য!
বর্তমানে বেকার হোস্টেলে বসবাসকারী ছাত্রদের মধ্যে যারা ভাস্কর্যটি সরিয়ে ফেলার দাবি করছেন, তারা বলছেন গোটা হোস্টেল চত্বরে ইসলামিক পরিমণ্ডল রয়েছে। সেখানে একটি মসজিদও আছে। তার মধ্যে কোনও ব্যক্তির ভাস্কর্য রাখাকে 'ইসলাম-বিরোধী' হিসেবে বর্ণনা করছে দাবি উত্থাপনকারী ছাত্ররা।
তবে সেখানে যে সংগ্রহশালা রয়েছে, সে ব্যাপারে তাদের আপত্তি নেই।
কলকাতার বেকার হোস্টেল
একজন শিক্ষার্থী সাহেব আলি শেখ বলছিলেন, "এই হোস্টেলে যারা থাকি, সকলেই মুসলমান। এটা একটা ধর্মীয় স্থানও - মসজিদ আছে। ইসলাম ধর্মে মূর্তি পূজা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমাদের হোস্টেলের পরিবেশে কোনও ব্যক্তির মূর্তি রাখা আমরা মেনে নিতে পারছি না।"
বেকার হোস্টেলে থেকে এমএ পড়ছেন নাজমুল আরেফিন।
তার কথায়, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমাদের হোস্টেলেরই প্রাক্তন আবাসিক। কোনও অসম্মান হোক তাঁর, সেটা আমরা চাই না। কিন্তু একই সঙ্গে এটা একটা ধর্মীয় প্রাঙ্গণ। সেখানে কোনও ব্যক্তির মূর্তি থাকা কোনভাবেই মেনে নিতে পারি না। সংগ্রহশালা করা হোক, লাইব্রেরী করা হোক, কিন্তু মূর্তিটা সরানোর দাবি করছি আমরা।"
"ওই মূর্তিটা সংগ্রহশালার ঘরে লাগানো কাঁচের দরজার বাইরে থেকেই" | বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য সরানোর দাবি তুলছে কলকাতার মুসলমান ছাত্রদের একাংশ। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
বৃক্ষরোপণ নিয়ে অনুচ্ছেদ লিখুন। | প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ও বেঁচে থাকার তাগিদে বৃক্ষরোপণ করার কোনো বিকল্প নেই। অথচ আমরা বৃক্ষরোপণের পরিবর্তে নির্বিচারে বৃক্ষ কেটে ধ্বংস করছি প্রাকৃতিক বন। ফলে আমাদের দেশের পরিবেশও আজ হুমকির সম্মুখীন। এই সংকট থেকে রক্ষা পেতে হলে অধিকহারে বৃক্ষরোপণ করতে হবে। গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সর্বত্র চালাতে হবে বৃক্ষরোপণ অভিযান। একটি দেশে শতকরা ২৫ ভাগ বনাঞ্চল থাকা আবশ্যক হলে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বনায়নের শতকরা হার মাত্র ১২ ভাগ। ফলে বনায়ন না হলে মানুষের জীবন হুমকির সন্মুখীন হবে। কেননা যে হারে জনসংখ্যা বাড়ছে, কলকারখানা বাড়ছে তাতে গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টি হচ্ছে। আর এ কারণেই আমাদের দেশে বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েই চলেছে। ভূমিকম্প, ভূমিধসের মতো ঘটনাও ঘটে চলেছে। পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এভাবে চলতে থাকলে উষ্ণতা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাবে, আর এতে তলিয়ে যাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো। এ ভয়াবহ বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে পর্যাপ্ত বৃক্ষরোপণ করা উচিত। কেননা একমাত্র বৃক্ষরোপণের ফলেই প্রকৃতিতে বিদ্যমান কার্বন ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। তাই সবাইকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিটি অব্যাহত রাখা জরুরি। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন |
প্রশ্ন :
আনাস ইবনে মালিক ইবনে নাদার আল-খাজরাজ আল-আনসারির জন্ম কোথায় হয় ?
অনুচ্ছেদ :
আনাস (রাঃ)-এর নির্দিষ্ট জন্ম তারিখ জানা যায় না। তবে তিনি বলেন, "যখন নবী (সাঃ) মদীনায় আগমন করেন তখন আমি ১০ বছরের বালক।" এ হিসাবে তিনি ৩ নববী বর্ষ মুতাবিক ৬১২ খ্রীষ্টাব্দে মতান্তরে ৫ নববী বর্ষ মুতাবিক ৬১৪ খ্রীষ্টাব্দে মদীনায় জন্মগ্রহণ করেন। প্রথমোক্ত মতটিই অধিক প্রসিদ্ধ। শৈশবেই তাঁর পিতা মালেক শত্রুর অতর্কিত আক্রমণে নিহত হন। ফলে আনাস (রাঃ) ইয়াতীম হয়ে যান। | মদীনায় | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন :
করোনাভাইরাস দ্রুত ছড়ায় চীনে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বিবিসি বাংলার কাদির কল্লোলকে বলেছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রস্তুত রাখা হয়েছে এবং সেটি চীনে গিয়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে।
"প্রয়োজনে আরও ফ্লাইট পাঠানো হবে। উহানসহ কয়েকটি শহরে যেসব বাংলাদেশির নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে ৩৭০ জনকে দেশের আনার চেষ্টা হচ্ছে।"
মি. মোমেন বলছেন তাদের আনা হলে ঢাকায় হজ্ব ক্যাম্প ও উত্তরার একটি হাসপাতালে আলাদা করে বিশেষ পর্যবেক্ষণে নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হবে।
"আমরা শনিবারই তাদের ফিরিয়ে আনার বিষয়ে প্রস্তুত। তবে তারপরেও চীন সরকারের সম্মতির একটি বিষয় আছে। তার ওপরই সবকিছু নির্ভর করবে।"
বিবিসি বাংলায় আরও পড়ুন:
করোনাভাইরাস: লক্ষণ, প্রতিরোধ ও আরো দশটি তথ্য
নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?
মাস্ক পরে কি ভাইরাসের সংক্রমণ ঠেকানো যায়? | চীনের উহানসহ আরও কয়েকটি শহরে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩৭০জনকে শনিবার ফিরিয়ে আনার কথা নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কোন পাখি সবচেয়ে উঁচুতে উড়তে পারে? | ঈগল সবচেয়ে উঁচুতে উড়তে পারে। একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল ১১,০০০ ফুট উপরে উঠতে পারে। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
বই পড়ার তাৎপর্য নিয়ে একটি অনুচ্ছেদ লিখুন। | বই হলো জ্ঞানের আধার। বই মানুষকে সমৃদ্ধ করে, জীবনকে পূর্ণতা দেয়। বই নিঃস্বার্থভাবে মানুষের মনকে আলোড়িত করে এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। লেখকগণ নিজের মাধুরী মিশিয়ে মনের ভাব ফুটিয়ে তোলেন একেকটি বইতে। কিছু বই মানুষকে কাঁদায়, কিছু বই মানুষকে প্রচণ্ড আনন্দ দেয়। বই চিত্তকে বিকশিত করে, পাঠক মনের বিনোদনের চাহিদা মেটায়। বই পড়ে পাঠক যে জ্ঞান সঞ্চার করেন, যে অভিজ্ঞতা অর্জন করেন তার প্রভাব সুদূরপ্রসারী। বই হতে পারে আনন্দের উৎস, মানুষের মেধা-মননকে এক অন্য মাত্রায় নিয়ে যায় বই। বই শুধু মানুষকে আনন্দই দেয় না, কখনো কখনো হতাশায় নিমজ্জিত ব্যক্তির মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, আইন, দৰ্শন, ইত্যাদি বিষয়ক বই পাঠে মানুষ জ্ঞানে সমৃদ্ধ হয়। মানবজীবনের চিন্তা- চেতনার বাস্তব প্রতিফলন মুদ্রিত হয় বইয়ের পাতায়। বই মানুষকে করে আধুনিক ও বিজ্ঞামনস্ক। বই পড়ে মানুষের চিন্তা ধারার পরিবর্তন ঘটে, জীবনে বৈচিত্র্য আসে। সৃজনশীল মনন গঠনে বই পড়ার ভূমিকা অপরিসীম। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের বাহক হচ্ছে বই। বই পড়ে পাঠকের চিন্তার জগৎ যেমন বিকশিত হয়, তেমনি পাঠক লাভ করে, অপার্থিব আনন্দ। একটি মানসম্মত বই পাঠকের চিন্তাধারাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। বই পড়ার অভ্যাস মানুষকে যথার্থ শিক্ষিত করে তোলে । একটি ভালো বই মানুষের নিঃসঙ্গতা ঘুচাতে সাহায্য করে। একটি মানসম্মত বই মানুষকে আলোর পথ দেখায়, দূর করে অজ্ঞতার সব আধার। সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে বই পড়ার মাধ্যমে। বই পাঠকের মনুষ্যত্ববোধ জাগরণে কার্যকরী ভূমিকা রাখে। তাই বই পড়ার প্রয়োজনীয়তা সর্বাধিক। উন্নত জাতি গঠনে এজন্য বই পড়ার কোনো বিকল্প নেই। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
"জন্ম হােক যথা তথা, কর্ম হােক ভালাে" উপদেশবাণীটি ব্যাখ্যা করো। | জন্ম মানুষকে বড়াে করে না, মানুষকে বড় করে তার কাজ। কর্মের মাঝেই মানুষ বেঁচে তাকে আজীবন মানুদের হৃদয়ে।
মানুষ নিজের ইচ্ছায় কোনাে উঁচু বা নীচু বংশে জন্মগ্রহণ করে না। কিন্তু কর্মের ওপর রয়েছে তার পূর্ণ ইচ্ছাশক্তি প্রতিফলনের ক্ষমতা। কর্মগুণেই একজন মানুষ সকলের প্রশংসিত বা নিন্দিত হয়ে থাকে। পৃথিবীতে যারা স্মরণীয়বরণীয় তাদের সকলেই কোনাে না কোনাে মহকর্মের কর্মী। এক্ষেত্রে উঁচু বংশমর্যাদা কিংবা নীচু বংশমর্যাদার কোনাে ভূমিকা নেই। উঁচু বংশে জন্মগ্রহণ করে কেউ যদি অপকর্মে লিপ্ত হয়, তাহলে সমাজের সকলেই তাকে ঘৃণার চোখে দেখে। বংশমর্যাদা তাকে সমাজের নিন্দার কবল থেকে কখনই রক্ষা করতে পারে না। পক্ষান্তরে, নীচু বংশে জন্মগ্রহণ করেও মানুষ তার সততা, কর্তব্যনিষ্ঠা ও চরিত্রগুণে সকলের প্রশংসা অর্জন করতে পারে।
ইতিহাসের পাতায় এর অসংখ্য প্রমাণ আছে। শেক্সপীয়র সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও সাধনা ও প্রতিভা বলে বিশ্বনন্দিত সাহিত্যিকের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে চিরস্মরণীয় হয়ে আছেন। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে খেয়াঘাটের মাঝি ছিলেন। অধ্যবসায়, সাধনা এবং কর্মগুণে তিনি ইতিহাস খ্যাত হয়ে আছেন। মহানবী হযরত মুহাম্মদ (স.) সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, কোনাে খোড়া ক্রীতদাসও যদি নিজ যােগ্যতা বলে আমিরের পদ লাভ করে, তাহলে সকলে সর্বতােভাবে তাকে মেনে চলবে, কোনাে কুলমর্যাদার প্রশ্ন উত্থাপন করবে না। সুতরাং বংশপরিচয়ই মানুষের প্রকৃত পরিচয় নয়, কর্মগুণেই সে পরিচিত হয়ে উঠে।
আভিজাত্য বা বংশপরিচয়ই মানুষের মর্যাদার মাপকাঠি নয়। কর্মই মানুষের মর্যাদার মাপকাঠি। তাই মানুষকে বিচার করতে হবে তার কাজের উপর ভিত্তি করে, বংশের উপর ভিত্তি করে নয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের সীমাবদ্ধতা আলোকপাত করো। | ফটোইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যায় চিরায়ত তরঙ্গ তত্ত্বের কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো ধাতবপৃষ্ঠে আলোর পতন ও তা থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য সময়ের প্রয়োজন, এ সময় কয়েকদিন পর্যন্ত হতে পারে। কেননা, ধাতবপৃষ্ঠে যে আলো শক্তি আপতিত হয়, পৃষ্ঠের ইলেকট্রনগুলো সেই শক্তি শোষণ করে উত্তেজিত হয়। যখন ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে তাদের বন্ধ শক্তি বা তার চেয়ে বেশি শক্তি অর্জন করে তখনই ধাতবপৃষ্ঠ থেকে মুক্ত হয়। আর তার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। কিন্তু ফটোইলেকট্রিক ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, ধাতবপৃষ্ঠে আলো আপতিত হওয়া এবং তা থেকে ইলেকট্রন নিঃসরণের মধ্যে কোনো কাল বিলম্বন নেই। আলো পড়ামাত্রই ইলেকট্রন নির্গত হয়। সুতরাং ফটোইলেকট্রিক ক্রিয়ার এ ধর্মটি চিরায়ত তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। দ্বিতীয়ত, চিরায়ত তরঙ্গ তত্ত্ব থেকে আমরা জানি যে, নিঃসৃত ইলেকট্রনের প্রাথমিক বেগ তথা গতিশক্তি আলোর তীব্রতার ওপর নির্ভরশীল। কিন্তু ফটোইলেকট্রিক ক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল হতে আমরা জানি যে, নিঃসৃত ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তি আলোর তীব্রতার ওপর নির্ভরশীল নয় বরং এটা আলোর কম্পাঙ্কের ওপর নির্ভরশীল। সুতরাং পরীক্ষালব্ধ এই ফলটিকেও চিরায়ত তরঙ্গ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না। তৃতীয়ত, চিরায়ত তরঙ্গ তত্ত্ব অনুসারে আলোর তীব্রতা বাড়ালে ফটোপ্রবাহ বাড়ে। এ ক্ষেত্রে চিরায়ত তরঙ্গ তত্ত্ব পরীক্ষালব্ধ ফলের সাথে একমত। পরিশেষে, যেকোনো ধাতুর বেলায় তার সূচন কম্পাঙ্কের চেয়ে আপতিত আলোর কম্পাঙ্ক বেশি না হলে ইলেকট্রন নিঃসৃত হয় না। এ সূচন কম্পাঙ্কের অস্তিত্ব চিরায়ত তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। চিরায়ত তরঙ্গতত্ত্ব অনুসারে বরং আপতিত আলোর একটা ন্যূনতম তীব্রতা থাকার কথা। যে তীব্রতার চেয়ে কম তীব্রতার আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে না। সুতরাং ফটোইলেকট্রিক ক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল চিরায়ত তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করতে অসমর্থ। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ভূগোল বিষয়ের শিক্ষক জনাব মতিউর রহমান দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে সৌরজগৎ নিয়ে আলোচনা করছিলেন। প্রথমে তিনি একটি গ্রহ নিয়ে আলোচনা করলেন, সূর্য থেকে যার গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। পরে তিনি অপর একটি গ্রহের কথা বললেন, সূর্য থেকে যার গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার এবং উপরিভাগের তাপমাত্রা ১৩.৯০° সেলসিয়াস।
উদ্দীপকে বর্ণিত ঘটনায় জনাব মতিউর রহমান প্রথমে কোন গ্রহ নিয়ে আলোচনা করেছেন? ব্যাখ্যা করো। | উদ্দীপকে বর্ণিত ঘটনায় জনাব মতিউর রহমান প্রথমে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করেছেন।
মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে; এদের গ্রহ বলা হয়। সৌরজগতে আটটি গ্রহ আছে। এর মধ্যে একটি হলো মঙ্গল। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গল গ্রহের অবস্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। উদ্দীপকে এ গ্রহটির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, ভূগোল বিষয়ের শিক্ষক জনাব মতিউর রহমান দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে সৌরজগৎ নিয়ে আলোচনা করেন। তিনি প্রথমে যে গ্রহ নিয়ে আলোচনা করেন সূর্য থেকে সেটির গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। সুতরাং বলা যায় যে, তিনি প্রথমে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করেছেন। এ গ্রহটিতে কোনো ধরনের প্রাণের উপযোগী পরিবেশ আছে বা ছিল কিনা তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক কৌতুহল রয়েছে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
২য় হিজরির আলোচনায় উল্লেখযোগ্য ঘটনা হলো কিবলা পরিবর্তন, গাযওয়ায়ে বদর এবং সারিয়ায়ে আব্দুল্লাহ ইবনে জাহাশের ঘটনা। ৩য় হিজরির আলোচনায় উল্লেখযোগ্য সকল ঘটনা গাযওয়ায়ে উহুদ ও গাযওয়ায়ে গাতফানের ঐতিহাসিক যুদ্ধ। ৪র্থ হিজরির আলোচনায় বীরে মাউনা অভিমুখে সারিয়ায়ে মুনজিরের ঘটনা উল্লেখযোগ্য বলে বিবেচিত। ৫ম হিজরিতে কুরাইশ ও ইহুদিদের একতা বন্ধনে যৌথ ষড়যন্ত্র ও আহযাবের যুদ্ধ সংঘটিত হয়। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি, বাইয়াতে রিদওয়ান এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট পত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত প্রেরণ এবং এ বছরেই আল্লাহর তলোয়ার ঘোষিত খালিদ বিন ওয়ালিদ ও আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করেন। ৭ম হিজরির আলোচনা গাযওয়ায়ে খায়বার, ফাদাক বিজয় এবং উমরার কাযা আদায়। ৮ম হিজরিতে সারিয়ায়ে মুতা ও মক্কা বিজয়ের মত গুরুত্বপূর্ণ ইতিহাসের বাঁক ঘুরিয়ে দেয়া ঘটনাগুলো সংঘটিত হয়। ৯ম হিজরিতে তাবুক যুদ্ধ, হাজ্জুল ইসলাম, প্রতিনিধি দলের আগমন ও দলে দলে ইসলাম গ্রহণের ঘটনাগুলো প্রণিধানযোগ্য। ১০ম হিজরিতে নবী বিদায় হজ্জের জন্য ২৫শে জিলকদ সোমবার মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। ১১শ হিজরির আলোচনা সারিয়ায়ে উসামা, অন্তিম পীড়া এবং মৃত্যুবরণের সময় নবীর সর্বশেষ উক্তি ছিল 'আমি রফিকে আ'লাকে পছন্দ করি' অপর বর্ণনায় রয়েছে ওনার শেষ উক্তি ছিল "নামাজ নামাজ"। | গাযওয়ায়ে বদর | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন
বঙ্কে চামার ছিলেন একজন স্বাধীনতা কর্মী, তিনি সিপাহী বিদ্রোহ ১৮৫৭ অংশ নেন। তিনি ছিলেন জৌনপুর জনপদের কুচরপুর গ্রাম, মাচালি শাহের বাসিন্দা। সিপাহী বিদ্রোহের পর বাঁঙ্কে চামার ও তার ১৮ জন সহযোগীকে বাঘি (বিদ্রোহী) ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে চামারকে ফাঁসি দেওয়া হয়েছিল।
প্রশ্ন:
এই পাঠ্যটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে? | ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে বঙ্কে চামারের ভূমিকা। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
পলাশের বয়স আট বছর। বয়স অনুসারে তার শারীরিক ও মানসিক বিকাশ ঘটেনি। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সাহেব তাকে দেখে বললেন যদিও খাদ্যবস্তু পাকস্থলিতে এসে জীবাণুমুক্ত হয়ে পরিপাক হয় কিন্তু রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাবার গ্রহণের ফলে পলাশের এমনটি হচ্ছে। সকলেই এ ব্যাপারে সচেতন না হলে ভবিষ্যত প্রজন্ম হুমকীর সম্মুখীন হবে।
ডাক্তার সাহেবের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। | ভবিষ্যৎ প্রজন্মকে হুমকীর সম্মুখীন হতে বাঁচাতে হলে আমাদের সকলকেই নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে এবং খাদ্য গ্রহণে সকলকে সচেতন হতে হবে। ডাক্তার সাহেবের শেষোক্ত উক্তিটিতে এমনই ইঙ্গিত রয়েছে এবং এ উক্তিটির যথার্থতাও রয়েছে। বর্তমানে বাজারে অনৈতিকভাবে খাদ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন- ফরমালিন, বাণিজ্যিক রং, কীটনাশক ইত্যাদি মিশানো হয়। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে শিশুদের জন্য। এসব খাদ্যের বিষক্রিয়া ধীরে ধীরে যকৃত, বৃক্ক, হৃৎপিণ্ড ইত্যাদির কার্যকারিতা নষ্ট করে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ সৃষ্টি করে। এছাড়া ভেজাল খাবার শিশুদের বাড়ন্ত কোষে বিরূপ প্রভাব ফেলে, তাতে একদিকে যেমন শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয় অপরদিকে সে নানা অসুস্থতায় ভোগে। বিষাক্ত রাসায়নিকযুক্ত ভেজাল খাদ্যের প্রভাবে ক্যান্সারও হয়ে থাকে। সুতরাং, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির হাত থেকে বাঁচাতে হলে সকলকে সচেতন হতে হবে এবং বিষাক্ত রাসায়নিকযুক্ত ভেজাল খাবারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
অন্যান্য দেশও বিশ্বকাপ আয়োজন করে সাফল্য পেয়েছে। সুইডেন (১৯৫৮ সালে রানার্স-আপ), চিলি (১৯৬২ সালে তৃতীয়), দক্ষিণ কোরিয়া (২০০২ সালে চতুর্থ স্থান), মেক্সিকো (১৯৭০ ও ১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনাল) এবং জাপান ( | ২০০২ সালে দ্বিতীয় রাউন্ড) এরা তাদের সেরা সাফল্য স্বাগতিক হিসেবেই পেয়েছে। ২০০৬ পর্যন্ত কোন স্বাগতিক দেশই বিশ্বকাপের প্রথম ধাপ থেকে বাদ পড়েনি। তবে একমাত্র ব্যতিক্রম দক্ষিণ আফ্রিকা। তারা ২০১০ বিশ্বকাপের প্রথম ধাপ থেকেই বাদ পড়ে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
দ্রাঘিমারেখা বলতে কী বোঝায়? | নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে।
দ্রাঘিমাকে মধ্যরেখাও বলা হয়। দ্রাঘিমাগুলো অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয়। প্রত্যেকটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। সর্বোচ্চ দ্রাঘিমা ১৮০° হয়। মধ্য রেখাগুলোর যেকোনো একটিকে নির্দিষ্ট মধ্যরেখা ধরে এ রেখা থেকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয়। দ্রাঘিমার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় বা স্থির করা যায়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘুমায় | জিরাফ এবং ঘোড়া দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘুমায় | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে যে ভূমিকা পালন করেছে তার প্রভাব ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৭০ এর নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য— এ ব্যাপারে তোমার মতামত দাও। | ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ১৯৬৬ সালের ৬ দফা এবং ১৯৭০ এর নির্বাচনে এর প্রভাব ছিল সবচেয়ে বেশি।
ভাষা আন্দোলন পাকিস্তান রাষ্ট্র গঠনের পর বাঙালির অধিকার আদায়ের প্রথম আন্দোলন। এ আন্দোলনের মাধ্যমেই পূর্ব পাকিস্তানের বাঙালিরা অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। এর প্রতিফলন আমরা ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপিত ছয় দফা দাবিতে দেখতে পাই। ছয় দফায় পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিকসহ প্রধান দাবিগুলো তুলে ধরা হয়। এ দাবিগুলোই কালক্রমে বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। পাকিস্তান সরকার ছয় দফা দাবি উপেক্ষা করায় এ আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে রূপ নেয়। স্বৈরশাসক আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। পরবর্তী শাসক ইয়াহিয়া খানও অব্যাহত চাপের মুখে পড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
১৯৭০ সালের নির্বাচন ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন এবং প্রাদেশিক পরিষদে ৩০০টির মধ্যে ২৮৮টি আসন পেয়ে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার এই ফলাফল উপেক্ষা করে বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্র শুরু করে। পূর্ব পাকিস্তানের জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামে। এর পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
উপরের আলোচনা থেকে তাই নিঃসন্দেহে বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের যে বিকাশ ঘটিয়েছিল ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৭০ সালের নির্বাচনেই তার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ ঘটে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
তবে অবনতিশীল অর্থনীতির কারণে নৌবহরের শক্তি দীর্ঘসময় ধরে রাখা সম্ভব হয়নি। সুলতান দ্বিতীয় আবদুল হামিদ সংস্কারপন্থি মিদহাত পাশার পক্ষাবলম্বনকারী এডমিরালদের অবিশ্বাস করতেন। তিনি দাবি করেন যে রুশ-তুর্কি যুদ্ধে বড় ও ব্যয়বহুল নৌবাহিনীর কোনো প্রয়োজন নেই। অধিকাংশ জাহাজ গোল্ডেন হর্নের ভেতর আটকে রাখা হয়। পরের ৩০ বছর জাহাজগুলো এখানেই ছিল। ১৯০৮ সালে | তরুণ তুর্কি বিপ্লবের পর কমিটি অব ইউনিয়ন এন্ড প্রোগ্রেস শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে অগ্রসর হয়। ১৯১০ সালে জনসাধারণের দানে নতুন জাহাজ কেনার জন্য "অটোমান নেভি ফাউন্ডেশন" গঠিত হয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সিউল কোন দেশে অবস্থিত? | সিউল দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর। | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ?
আসমা বিনতে ইয়াযিদ বাইয়াতে রিদওয়ান,মক্কা বিজয় ও খাইবার অভিযান প্রভৃতে অংশগ্রহণ করেন। আসমা হিজরী ১৫ সনে ইয়ারমুকের যুদ্ধে যোগদান করেন এবং তাঁবুর খুঁট দিয়ে পিটিয়ে একাই নয়জন রোমান সৈন্যকে হত্যা করেন। | ইয়ারমুকের যুদ্ধে | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা লেখ। | বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে সোভিয়েত ইউনিয়ন।
পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ বন্ধের জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান ইয়াহিয়া খানকে আহ্বান জানান। সোভিয়েত ইউনিয়নের প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে সহায়তা করে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিলে সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে তা বাতিল করে দেয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
বাংলাদেশের অর্থনীতি একটি মধ্য আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল বাজার অর্থনীতি। এই অর্থনীতির বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে মধ্যমহারের বার্ষিক প্রবৃদ্ধি, পরিব্যাপ্ত দারিদ্র্য, আয় বণ্টনে অসমতা, শ্রমশক্তির উল্লেখযোগ্য বেকারত্ব, জ্বালানী, খাদ্যশস্য এবং মূলধনী যন্ত্রপাতির জন্য আমদানী নির্ভরতা, জাতীয় সঞ্চয়ের নিম্নহার, বৈদেশিক সাহায্যের ওপর ক্রমহ্রাসমান নির্ভরতা এবং কৃষি খাতের সংকোচনের সঙ্গে সঙ্গে সেবা খাতের দ্রুত প্রবৃদ্ধি। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা | অর্জনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। ১৯৮০ খ্রিষ্টাব্দের আগে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি মূলত পাট ও পাটজাত পণ্যের ওপর নির্ভরশীল ছিল। এসময় পাট রপ্তানি করে দেশটি অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু পলিপ্রোপিলিন পণ্যের আগমনের ফলে ১৯৭০ খ্রিষ্টাব্দ থেকেই পাটজাত দ্রব্যের জনপ্রিয়তা ও বাণিজ্য কমতে থাকে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন
সুভাষচন্দ্র বসু ২ জুলাই, ১৯৪৩ সালে সিঙ্গাপুর গমন করেন। সেখানে তিনি বিভিন্ন সভা-সমাবেশে নারী রেজিমেন্ট গ্রহণের কথা উল্লেখ করেন যাতে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা অংশগ্রহণ করবে। লক্ষ্মী সেহগাল এ বিষয়টি শোনেন এবং নেতাজী সুভাষচন্দ্র বসু'র নারী রেজিমেন্ট গঠনের খসড়া নীতিমালা সম্পর্কে অবগত হন। এ নারী বাহিনীই পরবর্তীকালে ইতিহাস বিখ্যাত ঝাঁসির রাণী বাহিনী নামে পরিচিতি পায়। নেতাজীর উদাত্ত আহ্বানে অনেক নারী বিভিন্ন ব্রিগেডে অংশ নেয়। ডঃ লক্ষ্মী স্বামীনাথনও ক্যাপ্টেন লক্ষ্মী নামে সারাজীবন পরিচিতি পান।[4])
প্রশ্ন
ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল কত সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে যুক্ত হন ? | ১৯৪৩ | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সাদ আব্দুল্লাহ প্রতিদিন সকালের নাস্তায় পনির, দুধ খেয়ে থাকে। তার ভাই আলী আব্দুল্লাহ ডিম ও মাংস খেতে পছন্দ করে। তাদের বোন আয়েশা ভাইদের কোন খাবারই পছন্দ করে না। সে পছন্দ করে ফলমূল।
বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবারগুলোর মধ্যে কোনগুলো বেশি কার্যকরী হবে বিশ্লেষণ করো। | বিভিন্ন রোগ প্রতিরোধে সাদ আবদুল্লাহ্, আলী আবদুল্লাহ দুধ, পনির, ডিম ও মাংস অর্থাৎ আমিষজাতীয় খাদ্য এবং তার বোন আয়েশা ফলমূল অর্থাৎ ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাদ্য খেতে পছন্দ করে। বিভিন্ন রোগ প্রতিরোধে ফলমূল অর্থাৎ আয়েশার পছন্দের খাবারগুলোই বেশি কার্যকরী হবে। নিচে যুক্তিসহ এর কারণ বিশ্লেষণ করা হলো-
দুধ, ডিম, পনির ও মাংস হলো প্রাণিজ আমিষ সমৃদ্ধ খাদ্য। এরা মূলত দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে। তবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এদের বিশেষ কোন ভূমিকা নেই। অপরদিকে ফলমূলে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান। খুব সামান্য পরিমাণে দেহে উপস্থিত থেকে এরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেহে ভিটামিনের অভাব দেখা দিলে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। এতে দেহের মারাত্মক আকারে স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। ভিটামিনের অভাবে রাতকানা, রিকেটস, অস্টিওমেলাশিয়াসহ বিভিন্ন রোগ হয়। এছাড়াও খনিজ পদার্থ দেহকে বিভিন্ন রোগ হতে রক্ষা করে। খনিজের অভাবে গলগণ্ড, রক্তশূন্যতাসহ বিভিন্ন রোগ দেখা যায়, একমাত্র যথাযথ মাত্রায় ফলমূল খেলেই তা হতে রক্ষা পাওয়া সম্ভব।
অর্থাৎ বিভিন্ন রোগ প্রতিরোধে তিন জনের পছন্দের খাবারগুলোর মাঝে আয়েশার খাবারগুলো অর্থাৎ ফলমূল বেশি কার্যকরী হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিহাস বলো। | চলমান চিত্র তথা ‘মোশন পিকচার' থেকে চলচ্চিত্র শব্দটি এসেছে। চলচ্চিত্র যুগের শুরু ১৮৩০ সালের দিকে, যখন মানুষ ছবি খোদাইকৃত ঘূর্ণায়মান ঢাকা (জীবন চক্র) তৈরি করে। তবে চলচ্চিত্রের প্রকৃত জন্ম ১৮৯০ সালের দিকে। এ সময়েই ১৮৯১ সালে থমাস আলভা এডিসন কিনেটোস্কাপ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন যাতে একটি ছিদ্রপথে একবারে একজনই ভিতরের ছবি দেখতে পারত। আর ছবিগুলো সাধারণত ছিল ঘোড়দৌঁড় বা বাচ্চাদের সাঁতার কাটার। এভাবে ১৯০৩ সালে এডিসনের গবেষণাগারে 'দি গ্রেট ট্রেন রবারী' নামে পৃথিবীর প্রথম চলচ্চিত্র তৈরি হয়। এর কয়েক বছর পর থমাস আরামাথ চলচ্চিত্রের সার্বজনীন প্রদর্শনীর জন্য একটি আলো অভিক্ষেপক যন্ত্ৰ উদ্ভাবন করেন। যার উন্নয়নে এডিসনও অবদান রাখেন। তখনকার চলচ্চিত্র সবই ছিল নির্বাক।
প্রথম সবাক চলচ্চিত্র 'দি জাজ সিঙ্গার' তৈরি করেন ওয়ারনার ভ্রাতৃবর্গ ১৯২৭ সালে আমেরিকাতে। ১৯১৩ সালে প্রথম ভারতীয় চলচ্চিত্র (নির্বাক) 'রাজা হরিশচন্দ্র' তৈরি করেন দাদা সাহেব গোবিন্দ ফালকে। ১৯৫৬ সালে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' তৈরি করেন আব্দুল জব্বার খান।
পরবর্তীতে রঙিন চলচ্চিত্রের আবির্ভাব এ শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনে। বিশ্বের লক্ষ লক্ষ প্রেক্ষাগৃহসহ ঘরে বসে কোটি কোটি লোক প্রতিদিন চলচ্চিত্রের মাধ্যমে অসীম বিনোদন উপভোগ করেন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |