inputs
stringlengths 4
16.1k
| targets
stringlengths 1
116k
| language
stringclasses 19
values | language_code
stringclasses 19
values | annotation_type
stringclasses 2
values | user_id
stringclasses 518
values |
---|---|---|---|---|---|
অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন :
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে উগ্রপন্থা মোকাবেলার জন্য সবাইকে একত্রিত হতে বলেছেন।
তাঁর ভাষায় "যথেষ্ট হয়েছে। আর নয়। শত্রু মোকাবেলার জন্য এখনই সময়"।
লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে শনিবার রাতে যে হামলার ঘটনা ঘটেছে তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আহত অন্তত ৪৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওই হামলার পর রোববার ডাউনিং স্ট্রিটে এক ভাষণে প্রধানমন্ত্রী টেরেজা মে বলেন, ব্রিটেনে গত তিন মাসেরও কম সময়ে এটি তৃতীয় সন্ত্রাসী হামলা। প্রথম হামলাটি হয় মার্চ মাসে ওয়েস্ট মিনস্টার ব্রিজে।
দুই সপ্তাহ আগে ম্যানচেস্টার অ্যারেনায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আর গতকাল শনিবার লন্ডনের কেন্দ্রস্থলেই হলো আরো একটি হামলা।
"এ হামলাগুলোতে সন্ত্রাসীদের যে পরিকল্পনা তা দেখে মনে হচ্ছে এসব হামলা পরস্পরের সাথে সম্পর্কিত নয়। কিন্তু সন্ত্রাসী হামলার নতুন নতুন ধরণ দেখছি আমরা। আর সন্ত্রাসী হামলা তো সন্ত্রাসী হামলাই। তারা কখনো একে অন্যের কাজঅনুকরণ করছে । আবার কখনো সবচেয়ে হিংস্র আর ভয়াবহভাবে আক্রমণ করছে"।
"সন্ত্রাসীরা যেভাবে কাজ করছে যেভাবে হামলা চালাচ্ছে তা ব্রিটেন যথেষ্ট সহ্য করেছে, আর নয়" -বলেন মিস মে। সন্ত্রাসী হামলা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা আনার কথাও জানান তিনি।
তিনি বলেছেন, ব্রিটেনের মূল্যবোধ বজায় রেখেই চলতে হবে কিন্তু যখন চরমপন্থা, সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয় আসবে তখন কিছু বিষয় পরিবর্তনের কথা ভাবতে হবে।
নির্বাচনের চারদিন আগে লন্ডনের কেন্দ্রস্থলে হামলার ঘটনায় আজ নির্বাচনী প্রচারণাও বন্ধ রেখেছে রাজনৈতিক দলগুলো।
কিন্তু মিস মে বলেছেন, "তাদেরকে আমাদের গণতন্ত্রের পথ রোধ করতে দেওয়া যাবে না"।
কাল সোমবার থেকে আবার পুরোদমে নির্বাচনী প্রচারণা চলবে এবং নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান টেরেজা মে।
ইস্ট লন্ডনের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাাশি অভিযান চালাচ্ছে পুলিশ
প্রধানমন্ত্রী টেরেজা মে ইসলামী চরমপন্থা প্রতিরোধে ৪ টি প্রস্তাবনার কথা জানিয়ে বলেন, "প্রথমত সাম্প্রতিক হামলাগুলো কোনো একটি নেটওয়ার্কে সম্পৃক্ত নয়, তারা একটি সাধারণ ধারণার অনুসারী। এককভাবে ধ্বংসাত্বক ইসলামী চরমপন্থাকে লালন করে তারা"।
"তারা বলতে চায় স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের পাশ্চাত্য ধ্যানধারণা ইসলামের ধ্যানধারণার পরিপন্থী। এই ধারণা প্রতিরোধ করাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ"।
"তবে সেটা শুধু সামরিক শাসন দিয়ে নিয়ন্ত্রণ" | লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেজা মে বলেছেন, যে সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে একত্রিত হবার এখনই সময়।তিনি বলেছেন "উগ্রপন্থাকে অতিরিক্ত সহ্য করা হচ্ছে এদেশে, তা বন্ধ করতে হবে"। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
প্রাক-ইসলামি আরবের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। | মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষি কাজের অনুপযোগী। ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক- ইসলামি আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহুরে আরব এ দুই শ্রেণিতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থাও ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা-বাণিজ্য।
প্রাক-ইসলামি আরবে পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা একস্থান থেকে অন্যস্থানে বিচরণ করত। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করত।
এ সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীর একটি পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায়ই বিভিন্ন স্থান থেকে আগত বণিকগোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে, এ দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা।
আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্য ছিল। সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা ও স্ত্রী সুদখোর মহাজনদের দাস-দাসীতে পরিণত হতো।
শহরবাসী আরবরা ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিসর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর-বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্যপথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফেও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়।
জাহেলিয়া যুগে একশ্রেণির লোক দেব-দেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিক (মূর্তিপূজারি) সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণশিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্যব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ হয়েছিল। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত সম্পূর্ণ করুন :
১৯৮০-৮১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তার ওডিআই অভিষেক হয়। গাব্বায় নিউজিল্যান্ডের বিপক্ষে তার নিজস্ব সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৪/৩০। ওভারপ্রতি ৩.৯৬ গড়ে ও ২৩.৮১ গড়ে উইকেট পেয়েছেন। তিনি মাত্র ১৫ ওডিআইয়ে অংশ নিয়েছেন। তার ব্যাটিং দূর্বলতার কারণে অল-রাউন্ডার রবি শাস্ত্রীকে ১৯৮৩ সালের | ক্রিকেট বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
আইয়ামে জাহেলিয়ার সময়কাল কী ছিল? | আইয়ামে জাহেলিয়ার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে, হযরত আদম (আ.)-এর সৃষ্টির পর থেকে শুরু করে মহানবি (স.)-এর নবুয়তপ্রাপ্তি পর্যন্ত এ সুদীর্ঘ সময়কে আইয়ামে জাহেলিয়া বলে।
আরব ঐতিহাসিকদের মতে, হযরত ঈসা (আ.)-এর তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের আগ পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। ইউরোপীয় ঐতিহাসিক আর. এ. নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী এক শতাব্দী সময়কে আইয়ামে জাহেলিয়ার সময়সীমা বলে উল্লেখ করেছেন।
ঐতিহাসিক পি. কে. হিট্টি তার এ অভিমতকে সমর্থন করে বলেন, জাহেলিয়া যুগ একদিক থেকে আদমের (আ.) সৃষ্টি থেকে শুরু করে মুহাম্মদ (স.)-এর নবুয়তপ্রাপ্তি পর্যন্ত সময়কে বোঝায়। তবে বিশেষ করে এখানে এটি ইসলামের আবির্ভাবের অব্যবহিত আগের (৫১০-৬১০ খ্রি.) একশ বছর পর্যন্ত বিস্তৃত ছিল। ২২ নিকলসন ও হিট্টির এ মতটিই আইয়ামে জাহেলিয়ার সময়সীমা সম্পর্কে অধিকতর গ্রহণযোগ্য।
ইসলামের আবির্ভাবের অব্যবহিত আগের সময়কেই যে আইয়ামে জাহেলিয়া বলা যায় পবিত্র কুরআনেও তার ইঙ্গিত মেলে। সূরা আলে ইমরানে বলা হয়েছে, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের প্রান্তসীমায় অবস্থান করছিলে। সুতরাং ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি এবং কুরআনের প্রমাণ সাপেক্ষে আইয়ামে জাহেলিয়াকে একটি বর্বর, বিশৃঙ্খল, নীতি নৈতিকতাহীন সময় হিসেবে আখ্যায়িত করা যায়। আর হযরত মুহাম্মদ (স.)-এর আবির্ভাবের মধ্য দিয়ে এ অবস্থার উত্তরণ ঘটে এবং আরবে একটি সভ্য, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজের সূচনা হয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত অনুচ্ছেদ সম্পূর্ণ করুন :
১৯২১ সালে জম্মু এবং কাশ্মীরে জন্মগ্রহণ করেছিলেন আসগর। ১৯৩৮ সালে আসগর ভারতীয় সামরিক একাডেমীতে যোগ দিলেও তিনি ওখান থেকে বাদ পড়ে যান, তার ইচ্ছে ছিলো ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার কারণ তার বাবা এবং এক ভাই সেনাতে ছিলেন। আসগর যদিও পরে ১৯৪১ সালে রাজকীয় ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন ক্যাডেট (বৈমানিক প্রশিক্ষণার্থী) হিসেবে। ১৯৪১ সালেই মাত্র নয় মাসে তিনি তার মৌলিক বিমান বিষয়ক উড্ডয়ন প্রশিক্ষণ শেষ করেন কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিলো তাই খুব দ্রুত প্রশিক্ষণার্থী বৈমানিকদের কমিশন দেওয়া হচ্ছিলো। কমিশন পেয়ে তিনি নং ৯ স্কোয়াড্রন-এ বৈমানিক হিসেবে যোগ দেন। তিনি বিমান উড্ডয়ন করেন, বিমান থেকে গোলা বর্ষণ করেন এবং কয়েক বছরের মধ্যেই নং ১১ স্কোয়াড্রনে বদলী হন এবং ফ্লাইট লেফটেন্যান্ট অর্জন সিংহের সঙ্গে তার পরিচয় হয়, এই অর্জন সিংহ ১৯৬০-এর দশকে ভারতীয় বিমান বাহিনীর প্রধান কর্মকর্তা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা অভিযানে লড়াই করে আসগর ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রে বাস করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন তার পদবী ছিলো স্কোয়াড্রন লিডার এবং নব রাষ্ট্র পাকিস্তানের রাজকীয় পাকিস্তান বিমান বাহিনীতে তিনি উইং কমান্ডার হয়ে যান রাতারাতি; এরপরের পদবীগুলো - গ্রুপ ক্যাপ্টেন এবং এয়ার কমোডোরও আসগর খুব দ্রুত পেয়েছিলেন, তখন পাকিস্তান বিমান বাহিনী নবগঠিত ছিলো এবং লোকবল কম ছিলো। পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্নাহ, ইস্কান্দার মীর্জা এবং সেনাপ্রধান (পরে রাষ্ট্রপতি) জেনারেল আইয়ুব খান সহ পঞ্চাশের দশকের সব রাজনীতিকদের সঙ্গে আসগরের ছিলো খুব ভালো সম্পর্ক এবং আসগর ১৯৫৭ সালে এয়ার ভাইস মার্শাল পদবীতে পাকিস্তান বিমান বাহিনী প্রধান পদে আসীন হন মাত্র ৩৬ বছর বয়সে এবং আইয়ুব রাষ্ট্রপতি হলে এয়ার মার্শাল হন, ১৯৬৫ সালের ২২শে জুলাই তারিখ পর্যন্ত আসগর বিমান বাহিনীতে চাকরি করেছিলেন এবং কর্মজীবনে তিনি পাকিস্তান বিমান বাহিনীর আধুনিকায়নে অনেক মনোযোগ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর অনেক বিমান পাকিস্তানে আনা হয়েছিলো ১৯৬৫ সালের | পাক-ভারত যুদ্ধের জন্য, পাকিস্তান বিমান বাহিনীর বহরে তখনকার দূর্ধ্বর্ষ লড়াকু বিমান এফ-৮৬ ভারতের সঙ্গে যুদ্ধ করেছিলো। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
হানিফ সম্প্রদায় কারা? | আইয়ামে জাহেলিয়া যুগে হযরত ইবরাহিম (আ.)-এর প্রচারিত একেশ্বরবাদী ধর্মমতে (এক আল্লাহতে বিশ্বাস) যারা বিশ্বাস করতেন, তারাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত।
আরব দেশ যখন কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত তখন মদিনা নগরীতে এক শ্রেণির লোক একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় অংশ নিতেন না। মূলত, তৎকালীন আরবের যে সম্প্রদায়টি পৌত্তলিকতা পরিহার করে সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাস করত এবং পরলোক ও জবাবদিহিতা সম্পর্কে জানত এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করত তাদেরকেই হানিফ সম্প্রদায় বলা হতো। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
২০১০ সালে, শেয়ার সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৮ ম্যাচে ৮টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ২টি ফিফা বিশ্বকাপ (২০১৪ এবং ২০১৮) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬ | এবং ২০২০) অংশগ্রহণ করেছেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের বাক্যটি কি সম্পর্কে?
উত্তাল সমুদ্র ঢেউ তীরে আছড়ে পড়তে থাকে, যা দেখে মনে হয় ঝড় আসছে | ঝড় সংক্রান্ত | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
প্রশ্ন:
এন বি এ বাস্কেটবল দলে কতজন খেলোয়াড় থাকে?
উত্তরঃ | ১৫ খেলোয়াড় থাকে | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
"গীতাঞ্জলি" কাব্য সংকলনের রচয়িতা কে? | রবীন্দ্রনাথ ঠাকুর | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মাদকাসক্তি নিয়ে ১টি অনুচ্ছেদ লিখুন। | বর্তমান বিশ্ব যে কয়টি মারাত্মক সমস্যার সম্মুখীন তার মধ্যে অন্যতম মাদকাসক্তি। মাদকের ব্যবহার ও অবৈধ বিস্তারে বিশ্ববাসী আজ শঙ্কিত। মাদকদ্রব্য হচ্ছে সেসব বস্তু যা গ্রহণের ফলে স্নায়ুবিক বৈকল্যসহ নেশার সৃষ্টি হয়। নির্দিষ্ট সময় পরপর তা সেবনের আসক্তি অনুভূত হয়। এর কুপ্রভাব ভয়াবহ ও মারাত্মক। আমাদের দেশেও মাদকের ভয়াবহতা সাংঘাতিক। আমাদের দেশে যেসব মাদকদ্রব্যের সেবন সর্বাধিক তা হচ্ছে গাঁজা, ফেনসিডিল, হেরোইন, মদ, বিয়ার, তাড়ি, ঘুমের ঔষধ, প্যাথেড্রিন ইনজেকশন, ইয়াবা ইত্যাদি। এসব মাদকদ্রব্য গ্রহণ করে নেশা সৃষ্টি করাকে মাদকাসক্তি বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা গ্রহণযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা ও তার ওপর নির্ভরশীল হয়ে পড়া। বিভিন্ন কারণে মানুষ মাদকাসক্ত হয়। এর মধ্যে সঙ্গদোষ, কৌতূহল, পারিবারিক কলহ, ধর্মীয় মূল্যবোধের বিচ্যুতি ও মাদকদ্রব্যের সহজলভ্যতা উল্লেখযোগ্য। বিশেষ করে যুবসমাজই মাদকাসক্তিতে সবচেয়ে বেশি আচ্ছন্ন। বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার এবং চোরাচালানের মাধ্যমে এর ব্যাপক প্রসার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মাদকের নিষ্ঠুর ছোবলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ এবং নষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আজ বিশ্বব্যাপী। লাভজনক এ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক চোরাচালানি চক্র। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এ ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদকাসক্তি নিরাময় ও প্রতিরোধ আন্দোলনে সকল জনসাধারণকে এগিয়ে আসতে হবে। সরকার থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সমাজকর্মীসহ সকল শ্রেণির মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
চেকোস্লোভাকিয়া সর্বমোট ৮ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৩৪ এবং ১৯৬২ ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা যথাক্রমে ইতালি এবং ব্রাজিলের কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে চেকোস্লোভাকিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ১৯৭৬ ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, গ্রীষ্মকালীন অলিম্পিকে চেকোস্লোভাকিয়ার সেরা সাফল্য হচ্ছে ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করা। | চেকোস্লোভাকিয়ার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কেন আমরা সূর্যের শব্দ শুনতে পাই না? | শব্দ তরঙ্গগুলির সংকোচন এবং বিরলতা দ্বারা প্রচারের জন্য একটি উপাদান মাধ্যমের প্রয়োজন হয়। পৃথিবী এবং সূর্যের মধ্যে শূন্যতা থাকায় আমরা সূর্যের শব্দ শুনতে পাই না | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিম্নলিখিত অনুচ্ছেদের উপর ভিত্তি করে একটি প্রশ্ন তৈরি করুন :
"নাগরিক অধিকার আন্দোলন ছিল আইনের সামনে সমতার জন্য বিশ্বব্যাপী রাজনৈতিক আন্দোলনের একটি সিরিজ যা ১৯৬০ এর দশকে শীর্ষে পৌঁছেছিল।"?
বিষয়টা হচ্ছে নাগরিক অধিকার আন্দোলন। | "নাগরিক অধিকার আন্দোলন কবে শুরু হয়েছিল?" | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
টাইম ট্রাভেলের সাথে সম্পর্কিত টুইন প্যারাডক্সের বর্ণনা দাও। | কাল দীর্ঘায়নের একটি মজার ফলাফল বা পরিণতি হলো টুইন প্যারাডক্স বা যমজ কূটাভাস। ২০ বছর বয়সী দুই যমজ ভাই সাদিক ও ইকবালকে নিয়ে একটি নিয়ন্ত্রিত পরীক্ষণ বিবেচনা করা যাক। সাদিক ভ্রমণবিলাসী সে পৃথিবী থেকে ৩০ আলোক বর্ষ দূরে একটি গ্রহে যেতে পৃথিবী থেকে রওনা হলো। তার মহাশূন্য যান প্রায় আলোর সমান দ্রুতিতে যেতে সক্ষম। গ্রহে পৌছার পর সাদিকের মন বাড়ির জন্য আনচান করতে লাগল। তাই সে একই দ্রুতিতে (আলোর কাছাকাছি দ্রুতিতে) পৃথিবীতে ফিরে এলো । পৃথিবীতে ফিরে সে দেখে অবাক হলো যে, পৃথিবীর অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে। সাদিকের যমজ ভাই ইকবালের বয়স প্রায় ৮০ বছর। আর সাদিকের বয়স তার চেয়ে কম হয়েছে প্রায় ১০ বছর। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে কোন যমজ ভাই (সাদিক না ইকবাল) একে অপরের তুলনায় আলোর কাছাকাছি দ্রুতিতে ভ্রমণ করেছে, সুতরাং কার বয়স বাড়েনি। এখানেই রয়েছে কূটাভাস। ইকবালের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ইকবাল নিশ্চল কিন্তু সাদিক অত্যন্ত বেশি বেগ নিয়ে ভ্রমণ করেছে। সাদিকের মতে, যদিও ইকবাল পৃথিবীতে সাদিকের সাপেক্ষে দূরে চলে যাচ্ছে এবং পরে ফিরে আসছে। এটাই হলো অসঙ্গতি যে আমাদের উপরিউক্ত ভবিষ্যদ্বাণী বা ধারণায় কোনো যমজ ভাই প্রকৃতপক্ষে বেশি বয়স্ক। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
২০২২ ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল ? | ২০২২ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছিল।
এই ম্যাচটি ২০২২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে আর্জেন্টিনা ও ফ্রান্স প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে আর্জেন্টিনা ৪-২ গোল ব্যবধানে জয়লাভ করে। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
সমুদ্র অ্যানিমোন কি | সামুদ্রিক অ্যানিমোন একটি প্রাণী যা মহাসাগরে বাস করে। এটির অসংখ্য কাঁটা অস্ত্র রয়েছে যা দিয়ে এটি প্লাঙ্কটন এবং এই জাতীয় প্রাণীকে ধরে এবং খায়। | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
ভূগোল বিষয়ের শিক্ষক মতিউর রহমান দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে সৌরজগৎ নিয়ে আলোচনা করছিলেন। প্রথমে তিনি এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করলেন যেটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ। পরে তিনি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ নিয়ে আলোচনা করে তার বক্তব্য শেষ করলেন।
উদ্দীপকে প্রথমে যে গ্রহটি নিয়ে আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা করো। | উদ্দীপকে প্রথম যে গ্রহটি নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো বৃহস্পতি।
বৃহস্পতি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে এর অবস্থান পঞ্চম। বৃহস্পতির আয়তন পৃথিবীর প্রায় ১৩০০ গুণ। এর ব্যাস ১,৪২,৮০০ কি.মি.। গ্রহটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কি. মি. দূরে অবস্থিত। বৃহস্পতি ১২ বছরে একবার সূর্যকে এবং ৯ ঘণ্টা ৫৩ মিনিটে একবার নিজ অক্ষে আবর্তন করে। পৃথিবীর একদিনে বৃহস্পতি গ্রহে দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায়। এ গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে। গ্রহটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরে তাপমাত্রা বেশি। এর উপগ্রহ ১৬টি। এদের মধ্যে রয়েছে লো, ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো।
উদ্দীপকের বর্ণনানুযায়ী, শিক্ষক মতিউর রহমান প্রথমে সৌরজগতের বৃহত্তম গ্রহ নিয়ে আলোচনা করেছেন। সুতরাং এটি বৃহস্পতিকেই নির্দেশ করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
মি. রহমান বাংলাদেশের নাগরিক। তিনি ২৩শে জুন দ আফ্রিকার একটি শহরে বেড়াতে যান। সেখান থেকে কিছুদিন পর জাহাজ দিয়ে চ্যাথাম দ্বীপপুঞ্জ অতিক্রম করে তিনি ব্রাজিলে বেড়াতে যান। মি. রহমানের ভ্রমণকৃত দেশগুলোর পরিবেশের সাথে অভিযোজনে সক্ষম হতে হলে তাকে কী করতে হবে? মতামত দাও। | মি. রহমানের ভ্রমণকৃত দেশগুলোর পরিবেশের সাথে অভিযোজনে সক্ষম হতে হলে তাকে পোশাকে পরিবর্তন আনতে হবে।
পৃথিবীর বার্ষিক গতি অনুযায়ী ২১শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন । এই দিন সূর্যরশ্মি কর্কটক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। ২১ শে জুনের পর দেড়মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিনমাস পৃথিবীর উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর এ সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধে তির্যকভাবে কিরণ দেয়। এজন্য সেখানে তখন শীতকাল।
উদ্দীপকে মি. রহমান বাংলাদেশের নাগরিক। তিনি ২৩শে জুন দক্ষিণ আফ্রিকার একটি শহরে বেড়াতে যান। কিছুদিন পর তিনি ব্রাজিলে বেড়াতে যান। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তাই ২১ শে জুনের আগে ও পরের দেড় মাস করে মোট তিনমাস বাংলাদেশে গ্রীষ্মকাল। কিন্তু মি. রহমানের বেড়াতে যাওয়া দেশ দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাই ২১শে জুনের আগে ও পরের দেড় মাস করে মোট তিনমাস এসব দেশে শীতকাল। মি. রহমান যেহেতু ২১শে জুনের পর এসব দেশে বেড়াতে গেছেন সেহেতু সেখানে গিয়ে তিনি শীতকাল পাবেন এবং সেখানে তাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শীতের পোশাক পরিধান করতে হবে।
উপরের আলোচনা থেকে বলা যায়, মি. রহমানের ভ্রমণকৃত দেশগুলোতে তার বেড়াতে যাওয়া সময়ে শীতকাল বিরাজ করায় সেখানে তাকে অভিযোজনের জন্য শীতের পোশাক নিয়ে যেতে হবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন :
সিটি কর্পোরেশন নির্বাচনের আগে পুলিশ র্যাবের বিশেষ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীদল বিএনপি
নির্বাচন কমিশনে ক্ষোভের কথা তুলে ধরে দলটির নেতারা বলেছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী নেতা-কর্মীদের টার্গেট করে এমন অভিযান চালানো হচ্ছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন অভিযোগ অস্বীকার করেছে।
দুই দলই একে অপরের বিরুদ্ধে ঢাকায় সন্ত্রাসীদের জড়ো করার অভিযোগ তোলায় তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
আইন শঙ্খলা রক্ষাকারী বাহিনী গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে আসা লোকজনকে ঢাকায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে।
হঠাৎ করেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বুধবার ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।
ঢাকায় ভোটার নন, কিন্তু গত কিছুদিনের মাঝে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের বহিরাগত হিসেবে উল্লেখ করে এই অভিযান অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
ফিরে দেখা: যেভাবে হয়েছিল ৩০শে ডিসেম্বরের নির্বাচন
নির্বাচন প্রার্থীদের সম্পদের বিবরণ যাচাই করেনা কমিশন
গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ: ইকোনমিস্ট
নতুন পাঁচ 'স্বৈরতান্ত্রিক দেশের তালিকায়' বাংলাদেশ
বিএনপি অভিযোগ করেছে প্রথমদিনে আটককৃতদের অনেকেই বিএনপির নেতা কর্মী।
বিএনপির অভিযোগ
বিএনপি অভিযোগ করেছে, প্রথমদিনের অভিযানেই দেড়শ জনের মতো আটক করা হয়েছে, তাদের অনেকেই বিএনপির নেতা কর্মী।
দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এই অভিযান নিয়ে তাদের ক্ষোভের কথা তুলে ধরেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত থেকে বিএনপি নেতা কর্মিদের টার্গেট করে এই অভিযান চালানো হচ্ছে বলে তারা মনে করছেন।
"এটা সম্পূর্ণ তাদের অপকৌশল। তাদের মতো করে পুলিশ অভিযান চালাবে। আমাদের নেতাকর্মিদের মনোবল ভেঙ্গে দেবে। ইতিমধ্যেই গত রাতে ঢাকায় আমাদের যাদের বাসা, তাদের অনেকের বাড়িতে বাড়িতে পুলিশ গেছে। অনেককে গ্রেফতার করেছে। অনেকে বাসায় থাকছেন না।"
"নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের সহযোগিতা করছে। এই নির্বাচনকে ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনে পরিণত করছে। তারা একেবারে দলীয় নিয়ন্ত্রণে নিচ্ছে সবকিছু।"
মি: আলমগীর অভিযোগ করেছেন, "আওয়ামী লীগ সারাদেশ থেকে অনেক লোক ঢাকায় এনেছে।"
আওয়ামী লীগের পাল্টা অভিযাোগ
| বাংলাদেশে ঢাকার দু'টি সিটি করপোরেশন নির্বাচনের আগ মুহুর্তে বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ র্যাবের বিশেষ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীদল বিএনপি। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন :
ভূটান (Dzongkha: འབྲུག་ཡུལ ড্রুক ইয়ুল আনুষ্ঠানিক নাম কিংডম অব ভুটান འབྲུག་རྒྱལ་ཁབ་ ড্রুক ইয়ুল খাপ,[1]) দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র। ভূটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় 'দ্রুক ইয়ুল' বা 'বজ্র ড্রাগনের দেশ' নামে ডাকে। দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। ভূটান উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভূটান শব্দটি এসেছে সংস্কৃত শব্দ "ভূ-উত্থান" থেকে যার অর্থ "উঁচু ভূমি"। ভূটান সার্কের একটি সদস্য রাষ্ট্র এবং মালদ্বীপের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু। ফুন্টসলিং ভুটানের প্রধান অর্থনৈতিক কেন্দ্র।)
প্রশ্ন :
ভুটানের রাজধানী কোথায় ? | ভুটানের রাজধানী থিম্পু | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
"শহীদ দিবস" শিরোনামে একটি অনুচ্ছেদ লেখ। | ১৯৪৭ সালে এ উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় নিলেও নতুন করে শুরু হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ। পাকিস্তান রাষ্ট্রের দুটি অংশ ছিল। একটি পূর্ব ও অপরটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানিদের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তানি শাসকগোষ্ঠী প্রথমেই চক্রান্ত করে বাঙালির প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলাকে নিয়ে। ১৯৪৮ সালের ২১শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করেন। এর তিন দিন পর ২৪শে মার্চ কার্জন হলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানেও তিনি একই কথার পুনরুল্লেখ করেন। বাঙালিরা তার এ ঘোষণাকে মেনে নিতে পারেনি। তারা আন্দোলন শুরু করে। এরপর ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এক জনসভায় আবার উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ফলে মাতৃভাষা রক্ষার দাবিতে পূর্বপাকিস্তানের জনগণের আন্দোলন সংগ্রাম আরও বেগবান হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। মাতৃভাষা বাংলাকে রক্ষার দাবিতে সেদিন যাঁরা আন্দোলন করছিলেন, পাকিস্তানি পুলিশ তাঁদের ওপর নির্বিচারে গুলি চালায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সেদিন জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার শফিকসহ আরও অনেকে। তদানীন্তন শাসকগোষ্ঠী বাংলাকে পূর্বপাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতিদানে বাধ্য হয়। ভাষার দাবিতে শহিদদের স্মরণে ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি রাতে নির্মিত হয় কেন্দ্রীয় শহিদ মিনার। ২১শে ফেব্রুয়ারিকে শহিদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি শহিদমিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনব্যাপী চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমানে ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির একার নয়। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে সারাবিশ্বে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ভাস্কর্য নির্মিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিকে লালন করার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করার জন্য। স্বাধীনতাযুদ্ধ স্মরণে নির্মিত এসব অসংখ্য ভাস্কর্য রাজধানী শহর ছাড়িয়ে দেশের সর্বত্রই প্রায় রয়েছে। এমনকি বাংলাদেশের বাইরে, বাঙালি অধ্যুষিত অঞ্চলেও রয়েছে স্বাধীনতাযুদ্ধের এসব ভাস্কর্য। | বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই লেখাটি কোন গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ?
আমজাদ হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট শুরু করার পর তিনি অন্যান্য নেতাদের সঙ্গে জনগণকে সংগঠিক করার কাজ শুরু করেন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের নির্দেশ অনুযায়ী আমজাদ হোসেন হানাদের বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল প্রণয়ন করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে সামরিক সাহায্য চেয়ে বিশেষ দূত পাঠান, যেহেতু শান্তিপূর্ণ উপায়ে মুক্তিযুদ্ধ সমাধানের কোন উপায় ছিল না। | অপারেশন সার্চলাইট | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
"মরার উপর খাড়ার ঘা" অর্থ কী? | "মরার উপর খাড়ার ঘা" একটি বাংলা প্রবাদ। এর অর্থ হলো, কোনও বিপদে পড়া ব্যক্তির উপর আরও বিপদ নেমে আসা। এই প্রবাদটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন কেউ ইতিমধ্যেই কোনও বিপদে পড়ে আছে এবং তার উপর আরও কোনও বিপদ নেমে আসে।
উদাহরণস্বরূপ, যদি কোনও ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায় এবং তারপর তার বাড়ির বাইরে তার গাড়ি চুরি হয়ে যায়, তাহলে এই প্রবাদটি ব্যবহার করা যেতে পারে। কারণ, ব্যক্তিটি ইতিমধ্যেই বাড়ির আগুনের কারণে বিপদে পড়েছে এবং তারপর গাড়ি চুরি হয়ে যাওয়ায় তার উপর আরও একটি বিপদ নেমে এসেছে।
এই প্রবাদটি বাংলা ভাষার বেশ জনপ্রিয় একটি প্রবাদ। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিউটনের গতির তৃতীয় সূত্র কি? | নিউটনের গতির তৃতীয় সূত্র বলে যে প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
১৯৪৭ সালে দেশীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের অধিকার নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ উপস্থিত হলে কাশ্মীরের মহারাজা সামরিক সাহায্যলাভের আশায় ভারতে যোগ দেন। সংযোজন-সাধনপত্র সাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বিমানবাহিনী অবিলম্বে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়। এর ফলে ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সূচনা ঘটে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনোরূপ যুদ্ধঘোষণা করা হয়নি। যুদ্ধকালে ভারতীয় বিমানবাহিনী রয়্যাল পাকিস্তান এয়ারফোর্সের সঙ্গে আকাশযুদ্ধে লিপ্ত না হলেও ভারতীয় বাহিনীকে পরিবহন সহায়তা সহ বিশেষ বৈমানিক সাহায্য দান করেছিল। ১৯৫০ সালে ভারত প্রজাতন্ত্র ঘোষিত হলে ভারতীয় বিমানবাহিনীর নাম থেকে "রয়্যাল" উপসর্গটি বর্জন করা হয়। | ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন |
অনুচ্ছেদ:
প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ তে যেখানে কাউন্সিলের মূল অফিস ছিল (১৯৯৫ পর্যন্ত)। ভারত শ্রীলঙ্কার সাথে আন্তরিকতাহীন ক্রিকেট সম্পর্কের কারণে ১৯৮৬ সালের টুর্নামেন্ট বর্জন করে। ১৯৯৩ সালে ভারত ও পাকিস্তান এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে এটি বাতিল হয়ে যায়। শ্রীলঙ্কা এশিয়া কাপ শুরু থেকে অংশ গ্রহণ করে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিয়ম করে দিয়েছে যে এশিয়া কাপের সকল খেলা অনুষ্ঠিত হবে অফিসিয়াল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হিসেবে। এসিসি ঘোষনা অনুযায়ী প্রতি দুই বছর পর পর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ২০০৮ সাল থেকে।
প্রশ্ন :
প্রথম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয় ?. | সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সারাংশ লেখ:
এমন কথা কেউ বলতে পারে না, সূর্যটা আমার। আকাশটা আমার। একজন মানুষ এ কথা বলতে পারে না। এমনকী কোনো একক জনগোষ্ঠীও এ দাবি তুলতে পারে না। কিন্তু তবু আকাশের কিছু অংশ যদি আমার নিজের মনের মতো না হয়, তবে সমস্ত আকাশটাই আমার কাছে মিছে। সূর্যের কিছু রোদে আমার যদি স্বতন্ত্র অধিকার না থাকে, তবে সূর্যটাও আমার কাছে মিছে ছাড়া আর কিছু নয়। তেমনি আমার ঘর আছে বলেই অপরের ঘরের দাম আমি বুঝি। আমার অস্তিত্বের মর্যাদা আমার কাছে স্বাভাবিক হয়ে ওঠে। | গোটা পৃথিবী একটা হলেও মানুষ এর কিছু অংশ একান্ত আপন করে নেয় যা তার দেশপ্রেমকে জাগ্রত করে। মানুষ তার নিজ অস্তিত্ব ও দেশপ্রেমের উপলব্ধি দ্বারাই অপরের দেশাত্ববোধের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে
এটা স্মরণ রাখা কর্তব্য যে, পৃথিবীতে যেখানে তুমি থামবে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
কৃষিবিদ মামুন ফল বাগান পরিদর্শনে গিয়ে দেখেন বাগানকর্মী একদিকে ডাল কেটে চারা তৈরি করার প্রক্রিয়া করছেন, আর অন্যদিকে চারা তৈরি করছেন বীজ থেকে। তিনি বললেন, তোমার কাজ ত্বরান্বিত করার জন্য উদ্ভিদের অভ্যন্তরীণ বিশেষ বৃদ্ধি উপাদানের প্রয়োজন। শেষে বললেন, মানব প্রজননেও এ জাতীয় বৃদ্ধি উপাদানের বিশেষ ভূমিকা রয়েছে।
কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। | আমরা জানি, মানব প্রজননে বিভিন্ন ধরনের হরমোনের প্রভাব রয়েছে। আমাদের দেহে নিম্নলিখিত গ্রন্থিগুলো প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে। যেমন- ১. পিটুইটারি গ্রন্থি ২. থাইরয়েড গ্রন্থি ৩. অ্যাডরেনাল গ্রন্থি ৪. শুক্রাশয়ের অনালগ্রন্থি ৫. ডিম্বাশয়ের অনালগ্রন্থি এবং ৬. অমরা।
পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি উদ্দীপক হরমোন ও উৎপাদক হরমোন নিঃসৃত হয়। এ হরমোনগুলো জননগ্রন্থি বৃদ্ধি, ক্ষরণ ও কাজ নিয়ন্ত্রণ, মাতৃদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি ও দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাছাড়া এগুলো জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় । এ হরমোন দৈহিক ও মানসিক বৃদ্ধি, যৌনলক্ষণ প্রকাশ ও বিপাকে সহায়তা করে। অ্যাডরেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন যৌনাঙ্গ বৃদ্ধি ও যৌনলক্ষণ প্রকাশে সহায়তা করে। শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন; যারা শুক্রাণু উৎপাদন, দাঁড়ি গোফ গজানো, গলার স্বর পরিবর্তন ইত্যাদি যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিলাক্সিন হরমোন, যারা মেয়েদের নারী সুলভ লক্ষণগুলো সৃষ্টি, ঋতুচক্র নিয়ন্ত্রণ, গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এছাড়া ডিম্বাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। অমরা থেকে নিঃসৃত গোনাডোট্রপিক ও প্রোজেস্টেরন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে ও স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায়, কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর হল ধণাত্মক
অনুচ্ছেদ :
প্রোটন ধণাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। ১৯১১ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন।একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে। প্রোটনের ভর 1.673×10−24g যা পারমাণবিক ভর স্কেল অনুসারে 1.007276 amu (এখানে amu হল atomic mass unit)। একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় তাই একে H+বলা যেতে পারে। একে সাধারণত p দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। | প্রোটনের আধান কী ? | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
২০০৯ সালে গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা দলের সাথে ভ্রমণরত অবস্থায় বাসে সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে, তিনি আহত হননি। | ২০০৯ | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত বাক্যাংশের জন্য একটি ধারাবাহিকতা লিখুন:
২০১১ টোহুকু ভূমিকম্প ও সুনামির | পর উদ্ধারকার্যে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করার জন্য, জনসেবামূলক ঘোষণা হিসেবে টেলিভিশন চ্যানেলগুলোয় কানেকোর কবিতা, "আর ইউ অ্যান একো?" বাজানো হয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং একটি প্রশ্ন তৈরি করুন যার উত্তর দেওয়া হয়েছে :
অনুচ্ছেদ :
এই বিশ্ববিদ্যালয়টি টাঙ্গাইলের সদর উপজেলার উত্তর-পশ্চিমে মাওলানা ভাসানীর স্মৃতিধন্য সন্তোষে অবস্থিত। এই ক্যাম্পাসের আয়তন প্রায় ৫৭ একর (২৩০৬৭০.৮১৬ বর্গমিটার)। এই জায়গার ভেতরই বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ, প্রশাসনিক ভবন, পাঁচটি আবাসিক শিক্ষার্থী হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, খেলার মাঠ ইত্যাদি অবস্থিত। এছাড়া ক্যাম্পাসের অধিভুক্ত জায়গার ভেতরই মাওলানা ভাসানীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ঐতিহাসিক দরবার হল, প্রখ্যাত সুফি সাধক পীর শাহ জামানের নামানুসারে পীর শাহ জামান দীঘি, মাওলানা ভাসানীর মাজার, একটি মসজিদসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে।
উত্তর :
৫৭ একর | | মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির মোট আয়তন কত ? | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সত্যজিৎ রায় | একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। | Bengali | ben | original-annotations | 88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a |
নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
১. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে।
২. প্রোটন ধনাত্মক আধানযুক্ত।
৩. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত।
৪. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। | প্রশ্নে প্রদত্ত চতুর্থ বাক্য তথা "ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে" বাক্যটি সত্য নয়।
পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। উল্লেখ্য, এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন, যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত অনুচ্ছেদের বিষয় কি?
১৯৪২ সালে রাসবিহারী বসু নেতৃত্বে সিঙ্গাপুরের পতনের অব্যবহিত পরেই প্রথম আইএনএ গঠিত হয়। রাসবিহারী বসু নেতাজির হাতে তুলে দেন ‘আজাদ হিন্দ ফৌজ’-এর ভার৷ এরপর ১৯৪৩ সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয়ে এই বাহিনী সুভাষচন্দ্রের "আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ" (স্বাধীন ভারতের অস্থায়ী সরকার)-এর সেনাবাহিনী ঘোষিত হয়। ব্রহ্মদেশ, ইম্ফল ও কোহিমায় সাম্রাজ্যবাদী জাপানি সেনাবাহিনীর সহযোগিতায় এই দ্বিতীয় আইএনএ ব্রিটিশ ও কমনওয়েলথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাভিযান চালায়। পরে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ব্রহ্মদেশ অভিযান চালিয়ে তারা ব্যর্থ হন। যুদ্ধের শেষে বাহিনীর একটি বৃহত্তর অংশকে ভারতে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের কারোর কারোর বিচারও হয়। এই ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা। | নিম্নলিখিত অনুচ্ছেদের বিষয় নেতাজি সুভাষচন্দ্রের ব্রিটিশ ও কমনওয়েলথ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাভিযান| | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? | যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্কবিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতবপৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয় , এ ঘটনাকে ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলে।
আলোক রশ্মি যখন কোনো ধাতবপৃষ্ঠে আপতিত হয় তখন ধাতবপৃষ্ঠের ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতবপৃষ্ঠে তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রন ধাতবপৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে। এ ঘটনাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। ইলেকট্রন নিঃসরণের জন্য ধাতবপৃষ্ঠে যথোপযুক্ত কম্পাঙ্কের আলো ফেলতে হয় তা না হলে ইলেকট্রন নিঃসরণ হয় না। নিঃসৃত ইলেকট্রনকে বলা হয় ফটোইলেকট্রন। নির্গত ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে যে তড়িৎ প্রবাহ চলে তাকে বলা হয় ফটো তড়িৎ প্রবাহ। সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম ইত্যাদি ক্ষারধর্মী পদার্থের উপর দৃশ্যমান আলো আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। এক্স-রে বা গামা রশ্মির প্রভাবে সব ধাতব পদার্থে আলোক তড়িৎক্রিয়া সংঘটিত হয়। ১৮৮৭ হেইনরি সালে জার্মান বিজ্ঞানী হেইনরিখ রুডল্ফ হার্টজ আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
"উলু বনে মুক্ত ছড়ানো" বাগধারাটির অর্থ কী? | "উলু বনে মুক্ত ছড়ানো" বাগধারাটির অর্থ ভুল জায়গায় মূল্যবান দ্রব্য প্রদান করা বা অপাত্রে মূল্যবান সম্পদ দেওয়া। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
"পরীক্ষার পূর্বরাত্রি" শিরোনামে ১টি অনুচ্ছেদ লিখুন। | স্কুলে সারাবছরই ছোটখাটো পরীক্ষা লেগে থাকে। পূর্বপ্রস্তুতি ছাড়াও অনেক পরীক্ষা দিয়েছি। কিন্তু বার্ষিক পরীক্ষা ভিন্ন জিনিস। পরীক্ষা যতই এগিয়ে আসে ততই পেয়ে বসে অজানা ভয়। পরীক্ষা যদি হয় পদার্থবিজ্ঞান তাহলে তো কোনো কথাই নেই। পরীক্ষার আগে রাতে পদার্থ বিজ্ঞানের মোটা বই নিয়ে বসে আছি পড়ার টেবিলে। বার বার মনে হচ্ছে যে পরীক্ষার আগে, সব পড়া শেষ করতে পারবো তো! সেই সাথে বাড়ছে রাত। একটু ঘুম ঘুম ভাব হলো। কিন্তু পড়া শেষ হচ্ছে না। মা একগ্লাস দুধ নিয়ে এসে বললেন দ্রুত শুয়ে পড়তে। পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুম দরকার। কিন্তু এখন ঘুমিয়ে পড়লে পরীক্ষায় দুটো গোল্লা ছাড়া কিছুই জুটবে না। এদিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সোনার থালার মতো চাঁদ উঠেছে। পরক্ষণেই মনে হলো পূর্ণিমা দেখে সময় নষ্ট না করে পড়শোনায় ডুব দেয়া উচিত। মাথার ভেতর নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। বসে থাকতে থাকতে পায়ে ঝিঁ ঝিঁ ধরে যাচ্ছিল। তাই বই নিয়ে হেঁটে হেঁটে পড়া শুরু করলাম। আশপাশের বাড়ি ঘর সব অন্ধকার। সবাই নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। নিস্তব্ধতা যে এত ভালো লাগে সেটা আগে কখনো টের পাইনি। এর মধ্যে শুরু হলো লোডশেডিং। শহরে লোডশেডিং হবে না এটা অসম্ভব। রান্নাঘর থেকে মোমবাতি নিয়ে এসে পড়তে বসলাম। মশাদের পিন পিন শব্দ বেড়ে গেল। অন্ধকারে আমাকে পেয়ে মশারা দলবল নিয়ে আসতে শুরু করলো। আমারও চোখ জড়িয়ে আসছে ঘুম। বালিশে হেলান দিয়ে গুরুত্বপূর্ণ সূত্র দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। এদিকে ঘুমের মধ্যে অবচেতন মনে দুঃস্বপ্ন দেখতে লাগলাম। চোখ খুলেই দেখি মা আমার মাথায় হাত বুলিয়ে ডাকছেন। ঘরময় লুটোপুটি খাচ্ছে মিষ্টি রোদ। এভাবেই কেটেছে আমার পরীক্ষার পূর্বরাত্রি। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
জল চক্র কি? | জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে। মেঘ বৃষ্টিপাত ঘটায়, বৃষ্টি জলাশয়ে আবার জল যোগ করে এবং তা আবার বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে এবং এভাবে চক্র চলতে থাকে | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
একসময় এদেশে বিরোধীদলীয় একজন নেতার পক্ষ থেকে রাজনৈতিক সংস্কারের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়। আমেরিকার যুক্তরাষ্ট্রের পদ্ধতির মতো শুধুমাত্র দেশরক্ষা ও বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে প্রদান করার জন্য তিনি দাবি জানান। এমনকি আঞ্চলিক নিরাপত্তার জন্য রাজ্যগুলোকে সীমিত পরিসরে নিজস্ব বাহিনী গঠন করতে দেওয়ার দাবি জানান তিনি।
উল্লিখিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কোন ঘটনার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর। | উদ্দীপকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য পর্ব ছয় দফা দাবির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১৯৬৬ সালে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের (১৯৬৯ সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত) উত্থাপিত ছয় দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের বাঙালির মুক্তির সনদ। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের ওপর অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিকসহ নানা ধরনের বঞ্চনা চালাতে থাকে। বাঙালির ভাষা ও সংস্কৃতিও তাদের আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে। পশ্চিম পাকিস্তানের শোষণ ও বৈষম্য থেকে মুক্তি পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন। এ দাবির মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। এর কয়েকটি দাবি উদ্দীপকে উঠে এসেছে।
উদ্দীপকে উল্লিখিত বিরোধীদলীয় নেতার উত্থাপিত প্রস্তাব হলো— দেশরক্ষা ও বৈদেশিক সম্পর্ক বাদে সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে প্রদান এবং নিরাপত্তার জন্য সীমিত পরিসরে রাজ্যগুলোতে নিজস্ব বাহিনী গঠনের অধিকার থাকতে হবে। এ প্রস্তাব দুটিকে তার দেশের স্বায়ত্তশাসনের দাবি হিসেবে বিবেচনা করা যায়। তাই বলা যায়, এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ৬ দফা দাবির সঙ্গেই সম্পর্কিত। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
১ম বাক্যঃ তাদের সঙ্গীতকে অনেকে শিল্প ধাতু হিসেবে বিবেচনা করে যার মধ্যে র্যাপ ধাতু এবং বিকল্প ধাতু প্রভাব রয়েছে, পূর্ববর্তী সাক্ষাত্কার অনুসারে তারা নিজেদেরকে'' হত্যাকাণ্ড - রক বলে মনে করে ।
বাক্য ২: তাদের সঙ্গীতকে অনেকে র্যাপ মেটাল এবং ইন্ডাস্ট্রিয়াল মেটালের প্রভাব সহ বিকল্প ধাতু হিসাবে বিবেচনা করে । পূর্ববর্তী সাক্ষাত্কার অনুযায়ী, তারা নিজেদেরকে'হত্যাকাণ্ডের পাথর'বলে মনে করে ।
প্রশ্ন:
প্রথম ও দ্বিতীয় বাক্যের অর্থ কি একই? হ্যাঁ নাকি না? | না, প্রথম ও দ্বিতীয় বাক্যের অর্থ এক না | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
১৯৬৯-এর গণঅভ্যুত্থানের ফলে 'ক' অঞ্চলে সংঘটিত হয়। মুক্তিযুদ্ধ এবং ঐ অঞ্চলটি স্বাধীন হয় ১৯৭১ এর ডিসেম্বরে। কিন্তু ১৯৭৫-এ 'ক' অঞ্চলের সরকার প্রধানকে সপরিবারে হত্যা করা হয় এবং ঐ অঞ্চলে ১৯৭৫-১৯৯০ পর্যন্ত বেসামরিক আদলে সেনাশাসন অব্যাহত থাকে। অবশেষে ১৯৯০-এর গণঅভ্যুত্থানের ফলে 'ক' অঞ্চলে গণতন্ত্রের পুনর্যাত্রা হয়।
উদ্দীপকে উল্লেখিত ১৯৭৫-১৯৯০ পর্যন্ত কাদের শাসন আমলকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। | উদ্দীপকে উল্লেখিত ১৯৭৫-১৯৯০ পর্যন্ত সময়কাল সেনা শাসন আমলকে নির্দেশ করছে।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সেনা শাসন বহাল ছিল। দেশের সংবিধানকে উপেক্ষা করে খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, জেনারেল জিয়াউর রহমান, বিচারপতি আহসান উদ্দীন এবং জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। তারা নানাভাবে ক্ষমতায় বহাল থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকতে পারেননি।
উদ্দীপকে দেখা যায়, ১৯৭১ সালের ডিসেম্বরে 'ক' অঞ্চল স্বাধীন হয়। কিন্তু ১৯৭৫ সালে এই দেশের সরকার প্রধানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর ১৯৭৫-১৯৯০ পর্যন্ত বেসামরিক আদলে সেনাশাসন অব্যাহত থাকে। কিন্তু ১৯৯০ গণঅভ্যুত্থানের ফলে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা পায় । এখানে বাংলাদেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ সময় ধরে সেনা শাসন বহালের চিত্র প্রতিফলিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোশতাক সংবিধান লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। কিন্তু খন্দকার মোশতাক, বিচারপতি সায়েম, বিচারপতি আহসান উদ্দিন এদের কারোরই শাসনামল দীর্ঘস্থায়ী হয়নি। জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। দেশে সেনা শাসন বহাল রেখে সুবিধামতো সময়ে জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ নির্বাচন সম্পন্ন করে বেসামরিক শাসন চালু করেন। কিন্তু অগণতান্ত্রিক সেনা শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে ১৯৯১ সালে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। তাই বলা যায়, ১৯৭৫-১৯৯০ পর্যন্ত সেনাশাসন বহাল ছিল। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাগধারাটির অর্থ কী?
নয়নের মণি | নয়নের মণি বাগধারাটির অর্থ অত্যন্ত প্রিয় | চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মণি, তাই গুরুত্বপূর্ণ বা অত্যন্ত প্রিয় বোঝাতে নয়নের মণি বাগধারাটি ব্যবহার হয়। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
বাংলাদেশের অর্থনীতিতে নদীর গুরুত্ব ব্যাখ্যা করো। | বাংলাদেশের অর্থনীতিতে নদীর গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নদীমাতৃক বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপথে যাতায়াত খরচ কম ও আরামদায়ক হওয়ার কারণে এ পথে দেশের বহুসংখ্যক মানুষ যাতায়াত করে। বাংলাদেশে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের ৭০ শতাংশ পরিবহন করা হয়। দেশের কৃষি, শিল্প ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধিতে নদীগুলো খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর ফলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ভূগোল বিষয়ের শিক্ষক জনাব মতিউর রহমান দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে 'সৌরজগৎ' নিয়ে আলোচনা করছিলেন। প্রথমে তিনি একটি গ্রহ নিয়ে আলোচনা করলেন, সূর্য থেকে যার গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে ৭.৮ কোটি কিলোমিটার। পরে তিনি অপর একটি গ্রহের কথা বললেন, সূর্য থেকে যার গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার এবং উপরিভাগের তাপমাত্রা ১৩.৯০° সেলসিয়াস।
উদ্দীপকে বর্ণিত দুটি গ্রহের মধ্যে কোনটি মানুষের বসবাসের উপযোগী? ব্যাখ্যা করো। | উদ্দীপকে বর্ণিত গ্রহ দুটি হলো মঙ্গল এবং পৃথিবী । সূর্য থেকে পৃথিবী ও মঙ্গল গ্রহের গড় দূরত্ব যথাক্রমে ১৫ কোটি এবং ২২.৮ কোটি কিলোমিটার। সূর্য থেকে দূরত্বের বিবেচনায় সৌরজগতে পৃথিবীর পরেই মঙ্গলের অবস্থান। তবে গ্রহ দুটির মধ্যে শুধু পৃথিবীই জীব তথা মানুষের বসবাসের উপযোগী।
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে একটি বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠের সাথে লেপ্টে আছে। সব ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য এ বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রাণিকূলকে রক্ষা করে। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান, যেমন- কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ এবং অক্সিজেন প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য। বায়ুমণ্ডলের কয়েকটি স্তর আছে। এর মধ্যে একটি হলো ওজোন গ্যাসের স্তর। এটি সূর্য থেকে আগত প্রাণিকুলের জন্য ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এ স্তরটি পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে। অপরদিকে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে শতকরা ৩ ভাগ নাইট্রোজেন ও ২ ভাগ আরগন গ্যাস আছে। এ গ্রহে পানির পরিমাণ খুবই কম। পৃথিবীর তুলনায় মঙ্গলগ্রহ অনেক ঠাণ্ডা। এর গড় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। এজন্য গ্রহটিতে জীবনধারণ অসম্ভব বলেই মনে করা হয়।
উপরের আলোচনায় প্রমাণিত হয় যে, পৃথিবী ও মঙ্গলগ্রহের মধ্যে শুধু পৃথিবীতেই মানুষসহ অন্যান্য জীব তথা প্রাণের অনুকূল পরিবেশ বিদ্যমান। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের বিষয় কি ?
২০০৪ সালে, ওচোয়া মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মেক্সিকোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। পরবর্তী বছর তিনি মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি মেক্সিকোর হয়ে এপর্যন্ত ৪টি ফিফা বিশ্বকাপ (২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮) এবং ৬টি কনকাকাফ গোল্ড কাপে (২০০৫, ২০০৭, ২০০৯, ২০১৫ এবং ২০১৯) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০০৯, ২০১১, ২০১৫ এবং ২০১৯ সালে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জয়লাভ করেছেন। তিনি অবশ্য ২০১১ কনকাকাফ গোল্ড কাপেও মেক্সিকো দলে ছিলেন, তবে মিথ্যা মাদক অভিযোগের ফলে প্রতিযোগিতা থেকে বহিস্কার হয়েছিল। | এই অনুচ্ছেদের বিষয় ২০১১ কনকাকাফ গোল্ড কাপেও | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মোবাইল ব্যাংকিং নিয়ে ১টি অনুচ্ছেদ লিখুন। | প্রযুক্তির উৎকর্ষতায় বর্তমানে আমাদের দেশে শুরু হয়েছে মোবাইল ব্যাংকিং। এখন টাকা তুলতে কিংবা জমা দিতে ব্যাংকে আর না গেলেও চলে। মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে, সহজে দ্রুত আর্থিক সেবা ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায়। ২০০৯ সালে ৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে মোবাইল ফোন নির্ভর ব্যাংকিং সেবা চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো সীমিত আকারে মোবাইল ব্যাংকিং চালু করেছে। তবে ডাচ-বাংলা ব্যাংকই সর্বপ্রথম পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং চালু করে। ২০০৯ সালের ৩১শে মার্চ এর উদ্বোধন হয়। যেসব এলাকায় ব্যাংকিং সেবা নেই সেসব এলাকার মানুষ মোবাইলের মাধ্যমে সহজেই ব্যাংকিং সুবিধা নিতে পারে। এ প্রক্রিয়ায় নির্দিষ্ট স্থান থেকে নগদ টাকা যেমন ইলেকট্রনিক মাধ্যমে রূপান্তর করা যাবে, তেমনিই ইলেকট্রনিক মাধ্যম থেকেও নগদ টাকা তোলা যাবে। এটিই প্রকৃত অনলাইন সেবা যেখানে মোবাইল নেটওয়ার্ক থাকবে, সেখানেই এই সেবা পাওয়া যাবে। এটি সহজলভ্য, সুবিধাজনক ও নিরাপদ। এ সেবার আওতায় কেউ অ্যাকাউন্ট খুললে দেশের যেকোনো স্থান থেকে ব্যাংকিং সুবিধা পাবে। এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলন ছাড়াও কেনাকাটার বিল পরিশোধ, ইউটিলিটি বিল পরিশোধ, বেতন-ভাতা উত্তোলন, রেমিট্যান্স বিতরণসহ মোবাইলে তাৎক্ষণিক ব্যালেন্স রিচার্জ ইত্যাদি সেবা গ্রহণ করা যায়। যে কোনো অপারেটরের মোবাইল ফোন ব্যবহারকারীরা এ ব্যাংকিং সেবা পেতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং অন্যতম ভূমিকা রাখবে বলে আশা করা যায়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের কোনটি কখনোই রাশিয়ার অংশ ছিল না: সাখালিন দ্বীপ, সাইবেরিয়া, বা শানডং প্রদেশ?
পূর্ববর্তী প্রশ্নের জবাবে, একটি প্রসঙ্গ লিখুন যার মধ্যে উত্তর রয়েছে।
এটি ১ থেকে ২০টি বাক্য হতে পারে।
প্রসঙ্গ: | ১৮৯৪ সালে প্রথম চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ানকে দখল করে নেয়। ১৯০৫ সালে রুশ-জাপান যুদ্ধের ফলে জাপান রাশিয়ার কাছ থেকে সাখালিন দ্বীপের একটি অংশ দখল করে নেয়। কোরিয়া ১৯১০ সালে সংযুক্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়, জাপান চীনের শানডং প্রদেশের জার্মান-ভাড়া অঞ্চল, পাশাপাশি মারিয়ানা, ক্যারোলাইন এবং মার্শাল দ্বীপপুঞ্জ নিয়েছিল। ১৯১৮ সালে, জাপান সাইবেরিয়ান হস্তক্ষেপের অংশ হিসাবে সুদূর পূর্ব রাশিয়ার কিছু অংশ এবং পূর্ব সাইবেরিয়ার কিছু অংশ দখল করে নেয়। ১৯৩১ সালে জাপান চীন থেকে মঞ্চুরিয়া দখল করে নেয়। ১৯৩৭ সালে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় জাপানের সামরিক বাহিনী মধ্য চীন আক্রমণ করে এবং প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শেষে জাপান হংকং, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ সহ সুদূর পূর্বের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয়। জাপানও থাইল্যান্ড আক্রমণ করে, দেশটিকে থাইল্যান্ড-জাপান জোটের দিকে চাপ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয় এবং পরবর্তী চুক্তির মাধ্যমে তার ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার অবসান ঘটে, যা এই অঞ্চলগুলিকে আমেরিকান প্রশাসন বা তাদের মূল মালিকদের কাছে ফিরিয়ে দেয়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
ইসলাম গ্রহণের পর মুহাম্মদ তার কন্যা রুকাইয়্যার সাথে তার বিয়ে দেন। হিজরি দ্বিতীয় সনে বদর যুদ্ধের পরপর মদিনায় রুকাইয়্যা মারা যায়। এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমের সাথে তার বিয়ে দেন। এ কারণেই তিনি মুসলিমদের কাছে "জুন-নুরাইন" বা "দুই জ্যোতির অধিকারী" হিসেবে খ্যাত। তবে এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। যেমন ইমাম সুয়ুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই ওসমানের সাথে রুকাইয়্যার বিয়ে হয়েছিল। তবে অধিকাংশ ইতিহাসবেত্তা এই ধারণা পরিত্যাগ করেছেন। উসমান এবং রুকাইয়্যা ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার। তারা প্রথম আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয় আবদুল্লাহ ইবন উসমান। এরপর উসমানের কুনিয়া হয় ইবী আবদিল্লাহ। হিজরি ৪র্থ সনে আবদুল্লাহ মারা যায়। | বদেরের যুদ্ধের পরপর রুকাইয়্যা মারা যান। এরপর উসমানের সাথে উম্মু কুলসুমের বিয়ে হয় যদিও তাদের ঘরে কোনো সন্তান আসে নি। হিজরি নবম সনে উম্মু কুলসুমও মারা যান।। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মধ্যমেয়াদী অর্থসংস্থানের অসুবিধা কী কী? | মধ্যমেয়াদি অর্থায়নের যেমন নানাবিধ সুবিধা রয়েছে তেমনি এ ঋণ গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। নিম্নে এসব অসুবিধাসমূহ আলোচনা করা হলো:
১. কিস্তিতে পরিশোধ: কারবারী তার প্রত্যাশিত মুনাফার উপর ভিত্তি করে এরূপ ঋণ কিস্তিতে প্রদান করতে সম্মতি জানায়। কিন্তু বিক্রয় হ্রাস বা উৎপাদনের হ্রাসের ফলে কিস্তিতে ঋণ পরিশোধ করা কিছুটা অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। কারণ উৎপাদন এবং বিক্রি যাই হোক না কেন ঋণের কিস্তি দিতেই হবে ।
২. খরচ বেশি: এই ঋণের খরচ তুলনামূলক বেশি। স্বল্পমেয়াদি ঋণের সুদের হারের চেয়ে এই ঋণের সুদের হার অনেক বেশি। এর দ্বারা পণ্যের মূল্য বৃদ্ধি পায়। যার ফলে বিক্রয় ও মুনাফা কম। আবার ইজারা অর্থায়নে সুদের হার অত্যন্ত বেশি হয়ে থাকে।
৩. সুনাম নষ্ট হবার সম্ভাবনা: এই ধরনের ঋণ পরিশোধ বেশিরভাগই কিস্তিতে করা হয়। তাই এক বা একাধিক কিস্তি দিতে ব্যর্থ হলে ঋণদাতা সর্বোপরি অর্থ বাজারে ঋণগ্রহীতার সুনাম নষ্ট হতে পারে। ফলে ঋণগ্রহীতাকে পরবর্তী ঋণ গ্রহণের সময় অনেক বেগ পেতে হয়।
৪. জামানত: প্রাতিষ্ঠানিক মধ্যমেয়াদি ঋণ সংগ্রহের সময় জামানতের বিপরীতে ঋণ দেয়া হয়ে থাকে। তাই অনেক সময় ব্যবসায় প্রতিষ্ঠান উপযুক্ত জামানতের অভাবে মধ্যমেয়াদি ঋণ গ্রহণ করতে পারে না। কিন্তু স্বল্পমেয়াদি অর্থায়ন বেশিরভাগই জামানতহীন।
৫. ঝুঁকি অধিক: মেয়াদি ঋণের ঝুঁকি একটু বেশি। কারণ ঋণগ্রহীতা ঋণ পরিশোধে বা কিস্তি পরিশোধে অপারগতা দেখিয়ে যে কোন সময় ঋণের মেয়াদকাল বাড়ানোর জন্য ঋণদাতাকে অনুরোধ করতে পারেন। ফলে ঋণের অর্থ আদায় করতে ঋণদাতার বিলম্ব হতে পারে।
৬. দীর্ঘমেয়াদি পরিকল্পনার অসুবিধা: দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যায় যদি কারবার প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়, তবে তা মধ্যমেয়াদি অর্থসংস্থান করে সে প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে দীর্ঘমেয়াদি কোন পরিকল্পনা এই অর্থসংস্থান দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
কোন প্রাণীর রক্ত নেই? | ফ্ল্যাটওয়ার্ম, নেমাটোড এবং সিনিডারিয়ান (জেলিফিশ, সামুদ্রিক অ্যানিমোন এবং প্রবাল) এর কোন রক্ত নেই। | Bengali | ben | re-annotations | 6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
আল আখনাস ইবনে শুরায়ক আস সাকাফি মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন। যিনি বদরের যুদ্ধ হতে পলায়ন করেছিলেন এবং পরবর্তী সময়ে হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। | বদরের যুদ্ধ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর। | নৈতিকতা হচ্ছে মানুষের কাজকর্ম ও আচার-ব্যবহারের সেই মূলনীতি, যার ওপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ বিচার করতে পারে। সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের একটি নৈতিকতার মাত্রা থাকে, যা অবশ্যই বিবেচনায় আনতে হবে। তথ্যের অননুমোদিত ব্যবহার মারাত্মকভাবে ব্যক্তির প্রাইভেসিকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকারীদের নৈতিকতার বিষয়গুলো সর্বদাই মেনে চলা উচিত। কেননা এর লঙ্ঘন কেবল অনৈতিকই নয় বরং অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবেও এখন বিবেচিত হয়ে থাকে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
প্রশ্ন: মেক্সিকোতে 'ডে অফ দ্য ডেড' কখন পালিত হয়? উত্তরঃ | ২ নভেম্বর | Bengali | ben | re-annotations | 24747d8fc8c4f73d31974c0ed4c6660ab76d2a44771c244ce7ba38a549b3301c |
নিচের লেখাটির সারাংশ লেখ:
আমি ভাগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না, মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুত্ব বা খ্রিষ্টানকে খ্রিষ্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও বুঝাইতে চাই। | উপযুক্ত শিক্ষার অভাবে নারী তার মনের স্বাধীনতা হারিযেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করার কোনো প্রয়োজন নেই। নিজ ধর্মে বা সমাজে থেকেই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে মানসিক উন্নতি সাধন করা যায়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
আসমা বিনতে ইয়াযিদ বাইয়াতে রিদওয়ান,মক্কা বিজয় ও খাইবার অভিযান প্রভৃতে অংশগ্রহণ করেন। আসমা হিজরী ১৫ সনে | ইয়ারমুকের যুদ্ধে যোগদান করেন এবং তাঁবুর খুঁট দিয়ে পিটিয়ে একাই নয়জন রোমান সৈন্যকে হত্যা করেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে মানুষকে সহায়তা দিচ্ছে ব্যাখ্যা করো। | জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বায়োটেকনোলজির মাধ্যমে ডিএনএ-এর প্রোটিনের পুনরায় সমন্বয় করে নতুন বৈশিষ্ট্যের জীব তৈরির প্রক্রিয়া। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নতমানের ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য সমস্যার সমাধান করা যাচ্ছে। বিভিন্ন রোগের চিকিৎসা করার ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপক ভূমিকা পালন করছে। জিন থেরাপি এর অন্যতম সুফল হিসেবে চিহ্নিত। এছাড়াও ইনসুলিন, হরমোন, জ্বালানি, ঔষধ, পরিবেশ সুরক্ষা প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ফারাও কাকে বা কাদের বলা হয়? | প্রাচীন মিসরে রাজাকে বলা হতো ফারাও। ফারাও ছিলেন একাধারে দেবতা, প্রশাসনিক প্রধান, বিচারক, প্রধান সেনাপতি ও প্রধান পুরোহিত। এ সময় ফারাও শুধু একজন শাসকই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীতে সূর্য দেবতার প্রতিনিধি এবং সকল ক্ষমতার উৎস। মিসরীয়রা বিশ্বাস করত যে ফারাও তাদের জীবিত ঈশ্বর। তিনি নীল নদের বন্যা থেকে শুরু করে জীবনের প্রতিটি বিষয় নিয়ন্ত্রণ করেন। তাই মিসরীয় মন্দিরে দেব-দেবীর মূর্তির পাশাপাশি ফারাওদের মূর্তি আঁকা থাকত।
মিসরের প্রথম ফারাও ছিলেন নারমার বা মেনেস। ৩০০০ বছরের মধ্যে প্রায় ৩০ হয় জন ফারাও মিসরে রাজত্ব করেন। কোনো ফারাওয়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তার পুত্র পর সিংহাসনে বসতে পারতেন না। উল্লেখযোগ্য ফারাও ছিলেন— জোসর, খুফুর, মেনকুরাও, চতুর্থ আমেন হোটেপ (ইখনাটন), তুতেনখামেন। প্রাচীন মিসরের সবচেয়ে ক্ষমতাশালী ফারাও ছিলেন তৃতীয় রামসিস। তিনি নিজেকে মিসরের সর্বশ্রেষ্ঠ সূর্য দেবতা রে-এর পুত্র 'আমন রে' বলে ঘোষণা দেন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য হাজমি এবং দীর্ঘদিনের বন্ধু খালিদ আল-মিহধর সৌদি আরবে তাদের বাড়িঘর ছেড়েছিল। আফগানিস্তান | উত্তর জোটের বিরুদ্ধে তালেবানদের সাথে লড়াই করার জন্য পরে হাজ্মি আফগানিস্তান ভ্রমণ করেছিলেন। ১৯৯৯ সালের প্রথম দিকে তিনি সৌদি আরব ফিরে এসেছিলেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন;
তিব্বতে রুশ নাগরিক হিসেবে তার উপস্থিতি ভারতে অবস্থিত ব্রিটিশদের মধ্যে প্রাচ্যে রুশ সাম্রাজ্যের সম্প্রসারণ সম্বন্ধে আশঙ্কার সৃষ্টি করে, যা পরবর্তীতে | ব্রিটিশদের দ্বারা তিব্বতে সামরিক অভিযানে পর্যবসিত হয়। এই আক্রমণের সময় ত্রয়োদশ দলাই লামা মঙ্গোলিয়ার উর্গা শহরে পালিয়ে বেশ কিছু রুশ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন। এই সমস্ত সাক্ষাতকারে গোম্বোজাব দোভাষীর ভূমিকা পালন করেন। তিব্বতে তার অভিযানের অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করা ছাড়াও ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা রচিত লাম-রিম-ছেন-মো গ্রন্থের অনুবাদ শুরু করেন। পরবর্তীকালে তিনি রাশিয়া ফিরে এলে ভ্লাদিভস্তক বিশ্ববিদ্যালয়ে তিব্বতী ভাষা সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
যুক্তফ্রন্ট গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা কর। | ১৯৫৪ সালে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে যুক্তফ্রন্ট গঠিত হয়।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর সরকারের অগণতান্ত্রিক আচরণ, দমননীতি, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সীমাহীন বৈষম্য, দুর্নীতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অবমাননা ইত্যাদি কারণে মুসলিম লীগের প্রতি পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে ওঠে। এ অবস্থায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
বেশ কয়েকটি আয়াত নির্দিষ্ট ঘটনাগুলির সাথে যুক্ত যা তাদের তারিখ করতে সহায়তা করে। মুহাম্মদের উপর অবতীর্ণ প্রথম আয়াত ছিল ৯৬ অধ্যায় (বছর ৬০৯)। আয়াত ১৬:৪১ এবং ৪৭:১৩ এ মুসলমানদের অভিবাসন বা হিজরতকে বোঝায় যা ৬২২ সালে সংঘটিত হয়েছিল। আয়াত ৮:১-৭ এবং ৩:১২০-১৭৫ এ যথাক্রমে | বদর (৬২৪) ও উহুদ (৬২৫) এর যুদ্ধ কে বোঝায়। মুহাম্মদের শেষ হজ্বের কথা ৫:৩ এ উল্লেখ করা হয়েছে যা ৬৩২ সালে ঘটেছিল, মৃত্যুর কয়েক মাস আগে। এই পদ্ধতিটি সীমিত উপযোগিতার কারণ কুরআন মুহাম্মদের জীবন বা মুসলিম সম্প্রদায়ের প্রাথমিক ইতিহাস বর্ণনা করে কেবল ঘটনাক্রমে এবং বিশদে নয়। বস্তুত, খুব কম অধ্যায়ে মুহাম্মদের জীবনে সংঘটিত ঘটনাবলীর স্পষ্ট উল্লেখ রয়েছে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
কার্নো চক্র কী? | যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে তাকে কার্নো চক্র বলে। কার্নো চক্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট চাপ, আয়তন ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমোষ্ণ প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রসারণ এবং একটি সমোষ্ণ সঙ্কোচন ও একটি রুদ্ধতাপীয় সঙ্কোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশ তাপ গ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং তারপর অনুচ্ছেদটি হিসাবে একই ভাষায় পরে প্রশ্নের উত্তর দিনঃ
পাসেজ:
১৯৭০ এবং ১৯৮০-এর দশকের প্রথম দিকে ইউরোপে উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও, ১৯৮০-এর দশকের শেষের দিকে ইংলিশ ফুটবলের জন্য একটি নিম্ন পয়েন্ট চিহ্নিত করা হয়েছিল। স্টেডিয়ামগুলো ভেঙে পড়ছিল, সমর্থকরা দুর্বল সুযোগ-সুবিধাগুলো সহ্য করছিলেন, গুন্ডামি প্রচলিত ছিল, এবং ১৯৮৫ সালে হেইসেল স্টেডিয়ামের দুর্যোগের পর ইংলিশ ক্লাবগুলোকে পাঁচ বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। 1888 সাল থেকে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের ফুটবল লীগ ফার্স্ট ডিভিশন, ইতালির সেরি এ এবং স্পেনের লা লিগার মতো লীগগুলির পিছনে ছিল এবং উপস্থিতি এবং উপার্জনে বেশ কয়েকটি শীর্ষ ইংরেজ খেলোয়াড় বিদেশে চলে গিয়েছিল। 1990 এর দশকের শুরুতে, নেমে যাওয়ার প্রবণতা বিপরীত হতে শুরু করেছিলঃ 1990 সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছিল; ইউরোপীয় ফুটবলের পরিচালন সংস্থা ইউইএফএ, 1990 সালে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে ইংলিশ ক্লাবের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলেছিল, যার ফলে ম্যানচেস্টার ইউনাইটেড 1991 সালে ইউইএফএ কাপ বিজয়ীদের কাপ তুলেছিল এবং হিলসবোরো বিপর্যয়ের পরে সমস্ত আসনযুক্ত স্টেডিয়াম তৈরির জন্য ব্যয়বহুল আপগ্রেডের প্রস্তাব দেওয়া স্টেডিয়ামের সুরক্ষা মান সম্পর্কিত টেলর রিপোর্ট সেই বছরের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল। 1980 এর দশকে, প্রধান ইংরেজ ক্লাবগুলি বাণিজ্যিক উদ্যোগে রূপান্তরিত হতে শুরু করেছিল, উপার্জন সর্বাধিক করার জন্য ক্ল ম্যানচেস্টার ইউনাইটেডের মার্টিন এডওয়ার্ডস, টটেনহ্যাম হটস্পারের ইরভিং স্কোলার এবং আর্সেনালের ডেভিড ডাইন এই রূপান্তরের নেতাদের মধ্যে ছিলেন। বাণিজ্যিক বাধ্যবাধকতা শীর্ষ ক্লাবগুলিকে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করতে বাধ্য করেছিল; ডিভিশন ওয়ান ক্লাবগুলি ফুটবল লীগ থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকি দিয়েছিল, এবং এইভাবে তারা তাদের ভোটাধিকার বাড়াতে এবং আরও অনুকূল আর্থিক ব্যবস্থা অর্জনে সফল হয়েছিল, 1986 সালে সমস্ত টেলিভিশন এবং স্পনসরশিপ আয়ের 50% ভাগ নিয়েছিল। তারা দাবি করেছিল যে টেলিভিশন কোম্পানিগুলিকে তাদের ফুটবল ম্যাচের কভারেজের জন্য আরও বেশি অর্থ প্রদান করতে হবে এবং টেলিভিশন থেকে আয় গুরুত্বের সাথে বেড়েছেঃ ফুটবল লীগ 1986 সালে দুই বছরের চুক্তির জন্য 6.3 মিলিয়ন পাউন্ড পেয়েছিল, তবে 1988 সালের মধ্যে, আইটিভি-র সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, শীর্ষস্থানীয় ক্লাবগুলির সাথে চার বছরের মধ্যে দাম বেড়েছে 44 মিলিয়ন পাউন্ডে...
প্রশ্ন:
লীগ থেকে চলে যাওয়ার কথা কে ভেবেছিল? | দেশের সেরা দল | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনে এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় নিষেকের তাৎপর্য বিশ্লেষণ করো। | উদ্ভিদের ফল ও বীজ উৎপাদনে এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় নিষেকের তাৎপর্য অপরিসীম। নিচে নিষেকের তাৎপর্য বিশ্লেষণ করা হলো—
জীবে যৌন জননের জন্য নিষেক অপরিহার্য। এটি একটি জৈবিক প্রক্রিয়া। যৌন জননে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে নিষেক বলে। সপুষ্পক উদ্ভিদে পরাগায়নের পর নিষেক ঘটে থাকে। নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু তথা ডিম্বক এবং গর্ভাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে। নিষেকের পর দ্রুত বৃদ্ধি, বিকাশ এবং পরিবর্তনের ফলে ডিম্বক বীজে পরিণত হয়। নিষেক ছাড়া সাধারণত ডিম্বক বীজে পরিণত হয় না। ডিম্বকের অভ্যন্তরে নিষিক্ত ডিম্বাণু ভ্রূণে এবং ডিম্বকত্বক বীজত্বকে পরিণত হয় । অন্যদিকে নিষেকের পর গর্ভাশয়ে উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের হরমোনের ক্রিয়ার ফলে গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়। নিষেক না ঘটলে গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হতে পারে না। অন্যদিকে, মানুষের যৌন জননের সময় ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনের মাধ্যমে নিষেক সম্পন্ন হয়। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট থেকে বার বার কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে ভ্রূণ এবং ভ্রূণ থেকে পরবর্তীতে শিশু সন্তানের জন্ম হয়। এই শিশু সন্তানই মানবজাতির অস্তিত্ব রক্ষা করে।
সুতরাং উদ্ভিদের ফল ও বীজ এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করো। | ১৯৪৭ সালে সদ্যগঠিত পাকিস্তান রাষ্ট্রের প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ)। পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক ও ভৌগোলিক দিক থেকে ব্যাপক পার্থক্য ছিল। প্রথম থেকেই পশ্চিমের পাঞ্জাবি শাসকেরা পূর্ব পাকিস্তানসহ প্রদেশগুলোর ওপর নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেয়। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা বাংলা হলেও ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণা পূর্ব পাকিস্তানের বাংলাভাষী জনগণকে ক্ষুব্ধ করে।
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করে। সময়ের সাথে সাথে আন্দোলন জোরদার হয়ে ওঠে। ১৯৫২ সালের ৩১শে জানুয়ারি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। পরিষদের নেতারা ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী সেদিন ছাত্র-জনতা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি করে। এতে আব্দুস সালাম, আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক প্রমুখ নিহত হন। পরে তাদের ভাষাশহিদ ঘোষণা করা হয়। বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহিদদের মধ্যে তিন জনের ছবি উদ্দীপকে প্রদর্শিত হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে শেষ পর্যন্ত বাংলা রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি?
১৯৮০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জার্মান সরকারে উচ্চ পদস্থ কর্মকর্তার কারণে তাঁর ইসলাম গ্রহণে বিতর্কিত দেখা যায়। তিনি আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ যা দেখেছিলেন, ইসলামী কার্যকালাপ এর প্রতি তাঁর আগ্রহ বেড়ে যায় এবং পলিসিদ্ধ খ্রিস্টান মতবাদের বিরোধিতা হিসাবে দেখে, তার ফলস্বরূপ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। | নিচের অনুচ্ছেদের বিষয় আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
"তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো সর্ব সাধারণ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ১৯৯৪-এ তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে। তাঁর নির্মিত অন্যান্য সমাদৃত চলচ্চিত্রগুলো হলো শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), দুই দুয়ারী (২০০০), শ্যামল ছায়া (২০০৪), ও ঘেটু পুত্র কমলা (২০১২)। শ্যামল ছায়া ও ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দাখিল করা হয়েছিল। এছাড়া ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।"
আপনি কি উপরের উদ্দীপকের বিষয় নির্ধারণ করতে পারবেন? | প্রদত্ত উদ্দীকপকে হুমায়ূন আহমেদ সম্পর্কে বলা হয়েছে। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
কাফকো বাংলাদেশের একটি অন্যতম বড় ইউরিয়া সার কারখানা এবং | স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বড় চলমান পিপিপি প্রজেক্ট এবং অন্যতম লাভজনক একটি প্রতিষ্ঠান । এই কারখানা যৌথভাবে বাংলাদেশ সরকারের এবং জাপান ,নেদারল্যান্ড ,ডেনমার্কের মালিকানায় একটি প্রজেক্ট যা ১৯৯৩ সাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও বাণিজ্যিক ভাবে ১৯৯৫ সাল থেকে যা এখনো ভাল কর্মদক্ষতায় চলমান আছে।প্রথম দিকে দেশের বাইরে সার রপ্তানি করলেও এখন দেশের চাহিদা পূরনের জন্য সমস্ত উৎপাদন বি সি আই সি র মাধ্যমে দেশে বিক্রি করা হয়।
| Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
সময় যাত্রার সাথে সম্পর্কিত যমজ প্যারাডক্সের বর্ণনা দাও। | সময় ভ্রমণের সাথে সম্পর্কিত যমজ প্যারাডক্স হল একটি কল্পনামূলক পরিস্থিতি যা দুটি যমজ ভাইয়ের মধ্যে ঘটে যাদের মধ্যে একজন সময় ভ্রমণ করে। প্যারাডক্সটি হল যে, সময় ভ্রমণকারী যমজ তার ভ্রমণের কারণে তার ভাইয়ের চেয়ে বেশি বয়সী হয়ে ফিরে আসবে।
প্যারাডক্সটি প্রথমবারের মতো ১৯১১ সালে ইংরেজ পদার্থবিদ হেনরি ওয়েলস রচনা করেছিলেন। ওয়েলস তার ১৮৯৫ সালের উপন্যাস "দ্য টাইম মেশিন"-এ এই প্যারাডক্সের একটি সংস্করণ বর্ণনা করেছিলেন।
প্যারাডক্সটি একটি বৈজ্ঞানিক সমস্যা কারণ এটি সময় ভ্রমণের সম্ভাব্যতার উপর ভিত্তি করে তৈরি। যদি সময় ভ্রমণ সম্ভব হয়, তাহলে যমজ প্যারাডক্সের মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। যমজ প্যারাডক্সের একটি সংক্ষিপ্ত বিবরণ হলো এই যে - দুটি যমজ ভাই, ধরা যাক রাম এবং শ্যাম, একই সময়ে জন্মগ্রহণ করে। রাম কিছু সময়ের জন্য সময় ভ্রমণ করে ও তারপর ফিরে আসে এবং দেখা যায় যে শ্যাম তার চেয়ে বেশি বয়সী।
যমজ প্যারাডক্স হল সময় ভ্রমণের সাথে সম্পর্কিত একটি চ্যালেঞ্জিং সমস্যা। এটি সময় ভ্রমণের সম্ভাব্যতা এবং এর প্রভাবগুলির উপর আমাদের বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্যারাডক্সটি সমাধান করার জন্য বেশ কয়েকটি সম্ভাব্য উপায় রয়েছে। একটি সম্ভাব্য সমাধান হল যে, সময় ভ্রমণকারী যমজ সময়ের অবিচ্ছিন্নতাকে লঙ্ঘন করে। অন্য একটি সম্ভাব্য সমাধান হল যে, মহাবিশ্বের একটি বহুবিশ্ব রয়েছে, এবং সময় ভ্রমণকারী যমজ অন্য একটি বহুবিশ্বে ফিরে আসে। এই প্যারাডক্সটি সমাধান করার জন্য বেশ কয়েকটি সম্ভাব্য সমাধান রয়েছে, তবে কোনওটিই সর্বজনীনভাবে গৃহীত হয়নি। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
মূল্যবোধ নিয়ে একটি অনুচ্ছেদ লিখুন। | ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যের যে ধারণা তার নামই মূল্যবোধ। এটি মানবীয় গুণাবলির মধ্যে অন্যতম একটি গুণ। এই গুণটি ধারণ না করতে পারলে মানুষ নৈতিক চরিত্রের অধিকারী হতে পারে না। সহজভাবে বলা যায়, ভালো বা মন্দ মূল্যায়ন বা বিচার করার যে বোধ বা শক্তি মানুষের মাঝে বিরাজ করে সেটাই মূল্যবোধ। অর্থাৎ ভালোকে ভালো জানা এবং মন্দকে মন্দ জেনে তা থেকে দূরে থাকার চেষ্টা মূল্যবোধ হিসেবে পরিচিত। মূল্যবোধ বলতে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে বোঝায়। নৈতিক মূল্যবোধের বিষয়টি শুভবোধ, সৎ চিন্তা, সততা ও নির্লোভ জীবন পদ্ধতির সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি জীবনে সত্য কথা বলাকে অভ্যাসে পরিণত করতে পারেনি তার মধ্যে নৈতিক মূল্যবোধ আশা করা অসংগত। তাই মূল্যবোধ মানুষের শ্রেষ্ঠ অলংকার। মূল্যবোধসম্পন্ন মানুষ স্বভাবতই উত্তম চরিত্রের হয়ে থাকে। তাই সৎ চরিত্রবান মানুষের প্রভাব পড়ে সমাজে। যে সমাজ যত বেশি মূল্যবোধসম্পন্ন যে সমাজ তত বেশি সুখী ও সমৃদ্ধ। সমাজে নৈতিক গুণসম্পন্ন মানুষের অভাব হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব। সমাজজীবনে চরম দারিদ্র্য, শিক্ষিত বেকারের কর্মহীনতা, ভোগবাদী মানুষের বিলাসী প্রতিযোগিতা, আপাত স্বার্থে লোভে পতিত হওয়া প্রভৃতির ফলে মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটে। মূল্যবোধ ভেঙে পড়লে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুর্নীতিতে সর্বোচ্চ শিখরে আসীন হয় দেশ। মূল্যবোধের অবক্ষয় রোধ করার জন্য ব্যক্তিগতভাবে সুনীতি ও শুভবুদ্ধি চর্চা শুরু করতে হবে। পাশাপাশি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা ও নীতিবোধসম্পন্ন দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে হবে। তবেই আমরা উন্নীত হব সম্মানজনক সামাজিক জীবনে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
"বর্ষামুখর দিন" শিরোনামে ১টি অনুচ্ছেদ লিখুন। | গ্রীষ্মের রিক্ততাকে ঐশ্বর্যের পূর্ণতা দেয় বর্ষা ঋতু আর তার বর্ষণমুখর দিনের আগমন। বর্ষণমুখর দিন খেয়ালি হয়ে থাকে কখনো অতিবর্ষণে, কখনো অল্পবর্ষণে, কখনো বা প্লাবনে। রৌদ্রদগ্ধ তৃষাতুর ধরণীবক্ষকে সে ভরে দেয় সুস্নিগ্ধ শ্যামল-সমারোহে। বর্ষণমুখর দিনে আকাশে কালোমেঘের খেলায় চারিদিকে আঁধার নামে আর একইসাথে চলে বিদ্যুতের আলোর ঝলকানির খেলা। বৃষ্টি নামলে পরে মাতাল হাওয়ার মাতামাতি নিয়ে আসে স্বস্তির আমেজ। আর সবুজ শ্যামল গাছেরা ভিজতে থাকে অপূর্ব সৌন্দর্যকে ধারণ করে। সমস্ত পশুপাখি আর মানুষও নিরাপদ আশ্রয়ে থেকে বর্ষণমুখর দিনকে উপভোগ করে। দিনের বেলাতেও নিবিড় অন্ধকার সমস্ত পরিবেশকে আবৃত করে রাখে। সারাদিন একটানা বৃষ্টি, ধান ও পাটখেতের ওপর দিয়ে দুরন্ত বাতাসের সবুজ ঢেউ, ডোবা নালা থেকে ব্যাঙের ডাক, দীর্ঘ কর্মহীন জীবন বর্ষণমুখর দিনকে দেয় এক নতুন শ্রী। এর সৌন্দর্যকে অনুভূতি দিয়ে গ্রহণ করতে হয়। বর্ষণমুখর দিনের সার্বিক পরিবেশ মনকে উদাস করলেও আমাদের চোখে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে দেয়। আর এর সৌন্দর্য বর্ণনা করা বাস্তবিকই কঠিন। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
ঋণের জামানত বলতে কী বোঝায়? | সাধারণ অর্থে ব্যাংক ঋণ প্রদানের সময় প্রদত্ত ঋণের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক যে জামানত গ্রহণ করে তাকে ঋণের জামানত বলে।
বাণিজ্যিক ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী। ঋণ প্রদানের সময় ব্যাংকারকে নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। উপযুক্ত নিরাপত্তা ছাড়া ব্যাংকের অগ্রিম বা ঋণ প্রদান করা উচিত নয়। ব্যাংকের টাকা তার নিজের নয়। এ টাকা জনসাধারণের আমানতের টাকা। এজন্য ঋণ ফেরতযোগ্যতার নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যেই উপযুক্ত জামানতের বিনিময়ে ঋণ প্রদান করতে হয়। এ ব্যবস্থা অনুযায়ী ব্যাংক ঋণ গ্রহীতাকে কোন স্থাবর বা অস্থাবর সম্পদ বন্ধক রেখে অথবা নির্ভরযোগ্য কোন ব্যক্তির ব্যক্তিগত জামানতের বিনিময়ে ঋণ দান করে থাকে। ঋণগ্রহীতা সময়ান্তে ঋণের টাকা ও সুদ ফেরত দিতে ব্যর্থ হলে ব্যাংক জামানতকৃত সম্পদ বিক্রয় করে সুদসহ ঋণের টাকা আদায়ের ব্যবস্থা করে; অথবা ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে জামিনদারের কাছ থেকে সুদসহ ঋণের টাকা আদায়ের ব্যবস্থা করে। সুতরাং ব্যাংকারের অগ্রিমের ফেরতযোগ্যতার নিশ্চয়তা বিধানই জামানত ব্যবস্থার মূল উদ্দেশ্য। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত অনুচ্ছেদ সংক্ষিপ্ত করুন:
মাথায় বাক্স পরা অবস্থায় পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা
একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নকল ঠেকানোর জন্যই এই অভিনব পন্থা অবলম্বন করেছিলেন তারা।
কর্ণাটক রাজ্যের হাভেরিতে ভগৎ প্রি-ইউনিভার্সিটি কলেজে সম্প্রতি রসায়নের পরীক্ষা চলার সময় এ দৃশ্যের অবতারণা হয়।
এতে দেখা যায় শিক্ষার্থীরা কার্ডবোর্ডের বাক্স - যার সামনের দিকটা চারকোণা করে কাটা - তা মাথায় পরে পরীক্ষা দিচ্ছে, যাতে সে অন্য পরীক্ষার্থীরা খাতায় কি লিখছে তা দেখতে বা নকল করতে না পারে।
একজন কর্মকর্তা এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং দু:খ প্রকাশ করেছেন।
এম বি সতীশ নামের ওই কর্মকর্তা বলেন, একটি অভিনব নকল-বিরোধী টেকনিক ব্যবহারের জন্য তিনি দু:খিত।
আরো পড়তে পারেন:
কেনিয়ায় পরীক্ষায় নকল ঠেকাতে ক্লিপবোর্ড নিষিদ্ধ
ভারতে নকল রোধের স্বার্থে নগ্ন হয়ে পরীক্ষা
পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ
কলেজ কর্তৃপক্ষ এ জন্য দু:খ প্রকাশ করেছে
তিনি আরো জানান, অন্য কোথাও কোথাও এ পদ্ধতি ব্যবহার হয়েছে এ কথা শোনার পর 'পরীক্ষামূলক ভিত্তিতে' তারা এ পদক্ষেপ নিয়েছিলেন।
তার কথায়, ছাত্রদের অনুমতি নিয়েই এটা করা হয়েছিল এবং অনেক ছাত্রই তাদের নিজেদের বাক্স নিজেরাই নিয়ে এসেছিল।
"কাউকে জোর করা হয় নি। কেউ কেউ ১৫ মিনিট পরই বাক্সটি খুলে ফেলে, কেউ ২০ মিনিট পর। আমরা নিজেরাই ১ ঘন্টা পর বাক্স খুলে ফেলতে বলেছিলাম।
তবে শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এস সি পীরজাদে বলেছেন, এ পদ্ধতি অমানবিক।
টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, "আমি এ খবর দেখেই ওই কলেজে যাই, কর্তৃপক্ষকে এটা বন্ধ করতে বলি, এবং তাদের একটা নোটিশ দেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও ভাবা হচ্ছে।"
বিবিসি বাংলায় আরো খবর:
ফেসবুক-মেসেঞ্জার হ্যাক হওয়া ঠেকাবেন যেভাবে
ভোলায় হিন্দুদের বাড়ি, মন্দিরে হামলার ঘটনাও ঘটেছিল
ক্রিকেটারদের ধর্মঘট ষড়যন্ত্রের অংশ - পাপন
| ভারতের কর্ণাটক রাজ্যের একটি কলেজে ছাত্রছাত্রীরা মাথায় কার্ডবোর্ডের বাক্স পরা অবস্থায় পরীক্ষা দিচ্ছে - এরকম একটি অদ্ভূত ছবি ইন্টারনেটে ভাইরাল হবার পর কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছে। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণের পরিকল্পনা করে। প্রেসিডেন্ট বুশের নির্দেশে রাতের অন্ধকারে মার্কিন বাহিনী বাগদাদের নিরীহ জনগণের উপর নির্বিচারে বোমা বর্ষণ করে এবং গণহত্যা চালায়। আমেরিকানরা এর নাম দেয় 'অপারেশন ডেজার্ট স্ট্রম' দীর্ঘদিনের যুদ্ধে ইরাক আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত। সাদ্দাম হোসেনের পরবর্তী সরকারগুলো পরাধীন ও বৃহৎশক্তির আজ্ঞাবহ মাত্র। জাতি হিসেবে ইরাক আজ নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদ।
উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্ট্রম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার একটি তুলনামূলক চিত্র তুলে ধর। | উদ্দীপকে বর্ণিত 'অপারেশন ডেজার্ট স্ট্রম' পরবর্তী ইরাকের যুদ্ধাবস্থার সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থার মিল-অমিল উভয়ই পরিলক্ষিত হয়।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে এদেশে পাকিস্তানি বাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট'-এর পরও হানাদার বাহিনীর গণহত্যা অব্যাহত থাকে। গণহত্যা চলাকালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনগণ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে এসময় মুজিবনগর সরকার নামে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। এ সরকারের সূদৃঢ় ও সুদক্ষ নেতৃত্বে প্রায় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তবে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সারাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এদেশের ত্রিশ লাখ মানুষকে তারা হত্যা করেছিল। এদেশের অসংখ্য ঘরবাড়ি, দোকান পাট, পাড়া, গ্রাম তারা পুড়িয়ে দিয়েছিল। যুদ্ধের সময় এদেশের অসংখ্য রাস্তাঘাট, পুল-কালভার্ট কলকারখানা, নৌবন্দর, সমুদ্রবন্দর ধ্বংস হয়ে গিয়েছিল। দেশের অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়েছিল।
উদ্দীপকে আমরা দেখতে পাই, 'অপারেশন ডেজার্ট স্ট্রম' এর পর দীর্ঘদিনের যুদ্ধে বাংলাদেশের মতোই ইরাক বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু অপারেশন সার্চলাইটের পর বাঙালিরা যেভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 'অপারেশন ডেজার্ট স্ট্রম' এর পর ইরাকের জনগণ তা করেনি। যুদ্ধের সময় বাংলাদেশে একটি স্বাধীন সরকার গঠিত হয়েছিল এবং এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ইরাকে আমেরিকার তাঁবেদার সরকার প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইরাক নেতৃত্বহীন ও গভীর সংকটে পতিত এক জনপদে পরিণত হয়েছে।
উপরের আলোচনা থেকে বলা যায়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অবকাঠামো ইরাকের মতোই বিধ্বস্ত হলেও এদেশের জনগণ যেভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছে ইরাকের জনগণ তা করেনি। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের অনুচ্ছেদের বিষয় কি ?
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। তিনি একজন সুবক্তা ও সুলেখক। বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিচালনা বিষয়ে তার কয়েকটি গ্রন্থ রয়েছে। | আওয়ামী লীগ | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
অ্যাবাকাস কি ? | অ্যাবাকাস এমন একটি যন্ত্র যা আমাদের সঠিকভাবে এবং উচ্চ গতির সাথে বড় গাণিতিক গণনা সম্পাদন করতে দেয় | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন:
কম্পিউটারের গাণিতিক যুক্তি অংশ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট (সংক্ষেপে এএলইউ) | একটি ডিজিটাল বর্তনী যা পূর্ণসংখ্যার গণনা এবং বিট অনুসারে যুক্তি ক্রিয়া চালায়। এটি কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রায় সব ডিজিটাল কম্পিউটারেই পাওয়া যায়। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিম্নলিখিত অনুচ্ছেদের বিষয় কি?
পশ্চিম পাকিস্তানি প্রতিষ্ঠার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্যের জন্য এবং পাকিস্তানি ইউনিয়নে গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের সমর্থনের জন্য পত্রিকাটি বিখ্যাত ছিলো। ১৯৭০ সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সংকট ও গণ বিদ্রোহ চলাকালীন সময়ে ফোরামের নেতৃত্বে বঙ্গীয় বুদ্ধিজীবীরা পাকিস্তানি প্রতিষ্ঠার বিষয়ে সমালোচনা ও পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বিচ্ছেদ তথা স্বাধীনতার অপরিহার্যতা তলে ধেরে। ২৬ মার্চ ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের প্রথম মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী পত্রিকাটি বন্ধ করে দেয়। | অপারেশন সার্চলাইট | | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
একটি রংধনুর সাতটি রং কী কী? | রংধনুর সাতটি রঙ হলো বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় | তিনি ফ্রান্সে তৎকালীন পাকিস্তান দূতাবাস থেকে পদচ্যুত হন। পরে তিনি ঢাকায় ফিরে এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এবং একমাত্র চেয়ারম্যান হিসাবে নেতৃত্বের জন্য বাংলাদেশ বিমানের দায়িত্ব নেন। ১৯৮৫-৮৬ এর সময় তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
ইউরোপের ইতিহাস বিস্তারিত বর্ণনা করো। | ইউরোপের ইতিহাস অনেক অনেক ব্যপ্ত এবং বিস্তৃত এবং একটি লেখনির মাধ্যমে তা বর্ণনা করা বেশ কঠিন।
ইউরোপ– বিশেষ করে প্রাচীন গ্রিস পাশ্চাত্য সংস্কৃতির পীঠস্থান। ইউরোপ পঞ্চদশ শতকের শুরু থেকে আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রধান ভূমিকা পালন করে, বিশেষ করে উপনিবেশবাদ শুরু হবার পর থেকে। ষোড়শ থেকে বিশ শতকের মধ্যে ইউরোপীয় দেশগুলোর বিভিন্ন সময়ে আমেরিকা, অধিকাংশ আফ্রিকা ও ওশেনিয়া এবং অপ্রতিরোধ্যভাবে অধিকাংশ এশিয়া নিয়ন্ত্রণ করে। আঠারো শতকের শেষভাগে গ্রেট ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয়। এর ফলে পশ্চিম ইউরোপ এবং অবশেষে বৃহত্তর বিশ্বে আমূল অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ (২৮ জুলাই ১৯১৪ – ১১ নভেম্বর ১৯১৮) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১ সেপ্টেম্বর ১৯৩৯ – ২ সেপ্টেম্বর ১৯৪৫) মূলত ইউরোপকে কেন্দ্র করে সংঘটিত হয়, যার ফলে মধ্য বিশ শতকে বৈশ্বিক বিষয়াবলিতে, পশ্চিম ইউরোপের আধিপত্যের অবসান ঘটে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের প্রাধান্য বিস্তার করে। স্নায়ুযুদ্ধের সময়ে ইউরোপ লৌহ পর্দা বরাবর পশ্চিমে ন্যাটো ও পূর্বে ওয়ারশ চুক্তি দ্বারা বিভক্ত ছিল। ১৭৩০ সাল থেকে ইউরোপ ও এশিয়ার মধ্যে ভৌগোলিক সীমানা কোনো আন্তর্জাতিক সীমারেখা অনুসরণ করেনি। ইউরোপীয় একত্রীকরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়। রাজনৈতিক বা অর্থনৈতিক রেখায় ইউরোপকে সংগঠিত করার প্রচেষ্টায় ভূ- রাজনৈতিকভাবে নাম ব্যবহার শুরু হয়। ১ জানুয়ারি ১৯৫৮ গঠিত ইউরোপীয় ইউনিয়ন সীমিতভাবে ২৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। আর ৫ মে ১৯৪৯ গঠিত ৪৭টি সদস্য রাষ্ট্রের কাউন্সিল অব ইউরোপ দ্বারা ব্যাপক ইউরোপকে বোঝায়। এর কিছু দেশ উরাল ও বসফরাস রেখা পার হয়ে যায়, যেগুলো সাইবেরিয়া এবং তুরস্কের অন্তর্ভুক্ত। ব্রিটিশ দ্বীপপুঞ্জের মানুষ ইউরোপ বলতে 'মহাদেশীয়' বা 'মূল ভূখণ্ড' ইউরোপকে বুঝিয়ে থাকে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি স্বাধীন প্রজাতন্ত্রের সৃষ্টি হয়। অনুরূপভাবে ১৯৯২ সালে চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামক ২টি রাষ্ট্র এবং ১৯৯১ সাল থেকে যুগোস্লাভিয়া ভেঙে ৭টি রাষ্ট্র পরিণত হয়। দেশগুলো হলো— ১. ক্রোয়েশিয়া, ২. স্লোভেনিয়া, ৩. মন্টিনিগ্রো, ৪. বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ৫. মেসিডোনিয়া, ৬. সার্বিয়া এবং ৭. কসোভো।
ইউরোপীয় ইউনিয়ন আজকাল তার সদস্য দেশগুলোর উপর ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছে। এর মাঝে ২০২০ সালের ১ ফেব্রুয়ারী যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায়। অনেক ইউরোপীয় দেশ নিজেদের মাঝে সীমানা এবং অভিবাসন নিয়ন্ত্রণ বিলুপ্ত করেছে। ইউরোপ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। | Bengali | ben | re-annotations | 6e778d7e8aa512883c877966afe48e4a51d98ebb8e51e7b6143f45d86d9afd8c |
বাংলা ভাষা আন্দোলন | তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর যথাযথ প্রতিফলন ঘটে। | Bengali | ben | original-annotations | 88db84a0b11cb6ec28a6985134812f533c6c4b61df21810d92ae43bce6adf22a |
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ভাস্কুলার বান্ডল পড়াতে গিয়ে প্রথমে জাইলেম ও পরে ফ্লোয়েম টিস্যু নিয়ে আলোচনা করেন। আলোচিত টিস্যুগুলো উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করে— মন্তব্যটি বিশ্লেষণ করো। | উদ্দীপকে আলোচিত টিস্যুগুলো হলো জাইলেম ও ফ্লোয়েম। এরা একত্রে পরিবহন টিস্যুতন্ত্র গঠন করে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করে।
জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবারের সমন্বয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে গঠিত। জাইলেম টিস্যুর ভেসেল উদ্ভিদের মূল হতে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ গাছের পাতা ও অন্যান্য সবুজ অংশে পরিবহন করে এবং সালোকসংশ্লেষণসহ অন্যান্য শারীরবৃত্তীয় কাজে বিশেষ ভূমিকা রাখে। ট্রাকিড কোষরসের পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। তবে কখনও খাদ্য সঞ্চয়ের কাজও এ টিস্যু করে থাকে। জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করে। জাইলেম ফাইবার উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়। জাইলেম টিস্যু যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। ফ্লোয়েম টিস্যুর সিভকোষ পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ পরিবহন করে। ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে সহায়তা করে। ফ্লোয়েম ফাইবার পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উদ্ভিদ দেহের উপরে ও নিচে পরিবহন করে।
অতএব, বলা যায় যে, উদ্দীপকের আলোচিত টিস্যুগুলো অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত বাক্যাংশটি সম্পূর্ণ করুন :
এনামুর ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিজীবনে তিনি সাভার ও গোপালগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি সাভারে ফিরে আসেন এবং এনাম ক্লিনিক নামে ৬ শয্যা বিশিষ্ট একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা | ধ্বসে পড়ার পর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং এর প্রতিষ্ঠাতা এনামুর রহমান আহতদের তিন মাস বিভিন্ন পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে দেশব্যাপী আলোচিত হন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
রাইবোসোমের বর্ণনা দাও। | সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাই রাইবোসোম। রাইবোসোম অত্যন্ত ক্ষুদ্র এবং প্রায় গোলাকার। সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থিত থাকে। যে কোষে প্রোটিন সংশ্লেষণের হার বেশি সে কোষে বেশি সংখ্যক রাইরোসোম থাকে। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়ও রাইবোসোম থাকে। ৭০এস রাইবোসোম আদি কোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাইবোসোমের কোনো আবরণী নাই। সাইটোপ্লাজমে একাধিক রাইবোসোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে পলিরাইবোসোম বা পলিসোম বলে। E. coli-এর কোষে এদের সংখ্যা প্রায় ২০,০০০ এবং শুষ্ক ওজনের প্রায় ২২%। আদি কোষ ও প্রকৃত কোষ এই উভয় প্রকার কোষেই রাইবোসোম উপস্থিত থাকার কারণে রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত অনুচ্ছেদটি সম্পূর্ণ করুন:
উরুগুয়ে ১৯৯৫ সালে আয়োজক হিসেবে এই প্রতিযোগিতাটি জয়লাভ করতে সক্ষম হয়েছিল, যার মাধ্যমে উরুগুয়ের ফুটবলের পতনের সময় শেষ হয়েছি। ঘূর্ণায়মান স্বাগতিক নিয়মের বাস্তবায়নের সাথে সাথে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজন করেছিল। ব্রাজিল ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে পাঁচটি মহাদেশীয় শিরোপার মধ্যে চারটিতে জয়লাভ করেছিল। প্রথমটি, ১৯৯৭ সালে লেওনার্দো, দেনিলসন এবং রোনালদোর গোলের সাথে স্বাগতিক দেশ বলিভিয়াকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছিল, যা বলিভিয়ার উচ্চতায় ভার্দে-আমারেলার কনস্যাগ্রেশনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছিল। ১৯৯৯ সালে প্যারাগুয়ের আসুনসিওনে উরুগুয়েকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল সফলভাবে শিরোপা রক্ষা করেছিল। তবে ২০০১ সালের কোপা আমেরিকায় হন্ডুরাস কোয়ার্টার-ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকার ইতিহাসের অন্যতম বড় চমকের সৃষ্টি করেছিল। উক্ত আসরে আয়োজক দেশ কলম্বিয়া প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল। ২০০১ সালে একটি বিব্রতকর ফলাফলের পর ব্রাজিল আর্জেন্টিনাকে পরাজিত করার পর দক্ষিণ আমেরিকান অঞ্চলে নিজেদের পুনরায় প্রতিষ্ঠিত করেছিল, পেরুতে অনুষ্ঠিত ২০০৪ সালের আসরটির ফাইনালে তারা পেনাল্টিতে জয়লাভ করেছিল। তিন বছর পর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত ফাইনালে দুই দল পুনরায় মুখোমুখি হয়েছিল, এবারও ব্রাজিল আর্জেন্টিনাকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করেছিল। | ২০১১ সালে আর্জেন্টিনা আয়োজক দেশ হিসেবে কোপা আমেরিকা জয়লাভ করেছিল। ফাইনালে তারা উরুগুয়েকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের ৩৩ বছরের শিরোপা খরা কাটিয়ে উঠেছিল। ২০১৫ সালে আর্জেন্টিনা চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় পুনরায় শিরোপা জয়লাভ করেছিল। ফাইনালে তারা চিলিকে ৪–২ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। ২০১৯ সালে ব্রাজিল আবারও শিরোপা জয়লাভ করেছিল। ফাইনালে তারা পেরুকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
এই সময়কালে কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি এবং পেরুও বেশ ভালো পারফর্ম করেছিল। কলম্বিয়া ২০০১ সালে শিরোপা জয়লাভ করেছিল, ভেনেজুয়েলা ২০০৭ সালে রানার-আপ হয়েছিল, চিলি ২০১৫ সালে শিরোপা জয়লাভ করেছিল এবং পেরু ২০১৯ সালে রানার-আপ হয়েছিল। এই দলগুলোর উত্থান কোপা আমেরিকার প্রতিযোগিতাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছিল। | Bengali | ben | re-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
সালোকসংশ্লেষণ কী? | সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যাতে সবুজ উদ্ভিদ, শেওলা এবং কিছু ব্যাকটেরিয়া সূর্যালোকের শক্তি ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে শর্করা এবং অক্সিজেন তৈরি করে। সালোকসংশ্লেষণ হলো জীবনের জন্য অপরিহার্য একটি প্রক্রিয়া। এটি বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে এবং খাদ্যের জন্য প্রয়োজনীয় শর্করা তৈরি করে।
সালোকসংশ্লেষণের দুটি প্রধান পর্যায় রয়েছে: আলোকনির্ভর পর্যায় এবং অন্ধকার পর্যায়।
সালোকসংশ্লেষণে ৬টি কার্বন ডাই-অক্সাইড অণু, ৬টি পানি অণু এবং আলো থেকে ৬টি অক্সিজেন অণু ও ১টি গ্লুকোজ অণু তৈরি হয়।
সালোকসংশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া যা উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্ট হলো সবুজ উদ্ভিদের কোষের একটি অঙ্গাণু যাতে ক্লোরোফিল নামক একটি রঞ্জক থাকে। ক্লোরোফিল সূর্যালোককে শোষণ করে এবং সালোকসংশ্লেষণের প্রক্রিয়া শুরু করে।
সালোকসংশ্লেষণের গুরুত্ব:
* সালোকসংশ্লেষণ বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে। অক্সিজেন প্রাণীর জন্য প্রয়োজনীয় একটি গ্যাস।
* সালোকসংশ্লেষণ খাদ্যের জন্য প্রয়োজনীয় শর্করা তৈরি করে।
* সালোকসংশ্লেষণ জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিম্নলিখিত জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
পারমাণবিক তত্ত্ব বা পরমাণুবাদ হচ্ছে | পদার্থের ধর্ম সম্পর্কিত একটি বৈজ্ঞানিক ধারণা। রসায়নশাস্ত্র ও পদার্থবিজ্ঞানের পরিভাষায়, মহাবিশ্বের প্রতিটি বস্তুই অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাকে পরমাণু নামকরণ করা। পরমাণু অর্থ পরম বা অতি ক্ষুদ্র অণু। পরমাণুবাদের ধারণা প্রাচীন গ্রীসে দার্শনিক মতবাদ হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে উনিশ শতকের প্রথমভাগে এই ধারণা বিজ্ঞানের মূল ধারায় প্রবেশ করে। বৈজ্ঞানিকগণ এই ধারণাকে পূর্ণতা দানে সক্ষম হন। পরমাণুর ইংরেজি প্রতিশব্দ “এটম” প্রাচীন গ্রিক বিশেষণ “এটমস” থেকে এসেছে যার অর্থ অবিভাজ্য, যাকে আর ভাগ করা যায় না। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
মুদ্রা বাজার কী তা সংক্ষেপে বর্ণনা করো। | আর্থিক বাজারের একটি অংশের নাম মুদ্রা বাজার। সাধারণত স্বল্পকালীন তহবিল থেকে সরবরাহকারী ও চাহিদা সৃষ্টিকারীর মার্থিক লেনদেনের ভিত্তিতে অর্থ বাজারের উৎপত্তি হয়। এ তহবিলের কার্যকারিতা ১ বছর বা তার চেয়ে কম সময়ের হতে পারে। অর্থ বাজারে ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠান বা সরকার তাদের অলস অর্থকে কাজে লাগায় এবং প্রাপ্ত সুদ মুনাফা হিসেবে জন করে। অনেকে আবার মৌসুমী বা অস্থায়ীভাবে এ তহবিলকে অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারে। কাজেই বলা যায়, জার হলো সরবরাহকারী ও চাহিদাকারীদের একটি স্বল্প মেয়াদি তহবিল।
মুদ্রা বাজারে বাজারযোগ্য সিকিউরিটিগুলো লেনদেন হয়। যেমন-স্বল্পমেয়াদি ঋণ, ট্রেজারী বিল, কমার্শিয়াল পেপার, হস্তান্তরযোগ্য দলিল যা সরকার, ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা স্বাক্ষরিত হয়ে থাকে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
অনুগ্রহ করে নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন।
সুভাষচন্দ্র বসু ২ জুলাই, ১৯৪৩ সালে সিঙ্গাপুর গমন করেন। সেখানে তিনি বিভিন্ন সভা-সমাবেশে নারী রেজিমেন্ট গ্রহণের কথা উল্লেখ করেন যাতে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা অংশগ্রহণ করবে। লক্ষ্মী সেহগাল এ বিষয়টি শোনেন এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর নারী রেজিমেন্ট গঠনের খসড়া নীতিমালা সম্পর্কে অবগত হন। এ নারী বাহিনীই পরবর্তীকালে ইতিহাস বিখ্যাত ঝাঁসির রাণী বাহিনী নামে পরিচিতি পায়। নেতাজীর উদাত্ত আহ্বানে অনেক নারী বিভিন্ন ব্রিগেডে অংশ নেয়। ড. লক্ষ্মী স্বামীনাথনও ক্যাপ্টেন লক্ষ্মী নামে সারাজীবন পরিচিতি পান।
প্রশ্ন: ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল কত সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে যুক্ত হন? | ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল ১৯৪৩ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে যুক্ত হন। | Bengali | ben | re-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
সামান্তরিক কাকে বলে ? | সামান্তরিক হল এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান।
সামানতরিকের বৈশিষ্ট্যগুলি হল:
১) সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান।
২) সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান।
৩) সামান্তরিকের প্রতিটি কোণের পরিমাপ ১৮০°।
৪) সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
সামানতরিকের প্রকারভেদগুলি হল:
১) বর্গ: যে সামান্তরিকের চারটি বাহুও সমান এবং চারটি কোণও সমকোণ।
২) আয়তক্ষেত্র: যে সামান্তরিকের চারটি কোণও সমকোণ।
| Bengali | ben | original-annotations | 5f3397f86a04bd591aaa77ca39eb85f0ac496637fe5770a290252b66359205ad |
নীচের নিবন্ধের জন্য একটি ভাল শিরোনাম প্রস্তাব করুন |
আবরার ফাহাদ হত্যার বিচার চেয়ে বুয়েটে দেয়াল চিত্র
আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জনকে এজাহারভূক্ত আসামী ছিল, পরে আসামীর সংখ্যা দাড়ায় ২৫ জনে।
এদের সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বাকিরা ছিল পরোক্ষভাবে জড়িত।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বেশিরভাগই ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী। হত্যাকাণ্ডের পর তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানায় ছাত্রলীগ।
অভিযুক্তদের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
তদন্তকারীরা বলছেন, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বুয়েটের শিক্ষক এবং হল প্রশাসনসহ বিভিন্ন পক্ষের বক্তব্য নেয়া হয়েছে।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। | বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সাবেক ছাত্রলীগ নেতাসহ ২৫ জনকে আসামী করে চার্জশীট চুড়ান্ত | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
নিচের বাক্য দুইটির মাঝে কোন বাক্যটি সঠিক এবং কেন?
১. রফিক সাহেব স্বপরিবারে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন।
২. রফিক সাহেব সপরিবারে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন। | প্রদত্ত বাক্যদ্বয়ের মাঝে ২য় বাক্যটি সঠিক। অর্থাৎ, সঠিক বাক্যটি হলো, রফিক সাহেব সপরিবারে ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছেন।
প্রথম বাক্যটিতে দুটি ভুল রয়েছে। প্রথমত, স্বপরিবারে শব্দটি ভুল। পরিবারসহ বুঝাতে সপরিবারে শব্দটি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, প্রত্যেক ঘরে ঘরে বললে ভাষার বাহুল্য দোষ হয়। এক্ষেত্রে প্রতি ঘরে অথবা ঘরে ঘরে বলা উচিত।
তাই, ১ম বাক্যটি ভুল এবং ২য় বাক্যটি সঠিক। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
হেলেনিস্টিক সভ্যতার অগ্রযাত্রায় কোন বিখ্যাত বীর অবদান রেখেছেন? | হেলেনিস্টিক সভ্যতার অগ্রযাত্রায় বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার অবদান রেখেছেন।
মহামতি আলেকজান্ডার হেলেনীয় সভ্যতার সাথে পূর্বাঞ্চলীয় সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটিয়ে তিনি এক নতুন সংস্কৃতির বিকাশ ঘটান, যা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিত। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। পিতার প্রতিষ্ঠিত হেলেনীয় সংঘের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তিনি সাম্রাজ্যকে ভারতের সীমান্ত পর্যন্ত নিয়ে আসেন। নতুন নৌপথ আবিষ্কার করে প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে যোগসূত্র সৃষ্টি করেন। তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যাংক ব্যবস্থা গড়ে তোলেন। হেলেনিস্টিক যুগে জ্ঞান-বিজ্ঞানের নানা শাখা, যেমন-গণিত, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা প্রভৃতি ব্যাপক উন্নতি লাভ করে। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
এই অনুচ্ছেদের জন্য একটি ধারাবাহিকতা লিখুন :
কর্ণেল আব্দুল কাদির (১৯৪৪ – ২২শে এপ্রিল ২০১৪) হেরাতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি সোভিয়েত ইউনিয়নে একজন পাইলট হিসেবে প্রশিক্ষিত হন। ১৯৭৩ সালে তিনি অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। এই অভ্যুত্থানের ফলে মহম্মদ দাউদ খানের রাষ্ট্রপতিত্বে তৈরী হয় আফগানিস্তান প্রজাতন্ত্র। ১৯৭৮ সালে, তিনি আফগান এয়ার ফোর্স স্কোয়াড্রনের নেতা ছিলেন, যারা | সাওর বিপ্লবের সময় রেডিও-টিভি স্টেশন আক্রমণ করেছিল। যখন পিপলস ডেমোক্র্যাটিক পার্টি অব আফগানিস্তান (পিডিপিএ) ক্ষমতায় আসে, তিনি তিন দিনের জন্য দেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং আফগানিস্তান গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিত্তি ঘোষণা করেন। | Bengali | ben | re-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |
দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝায়? | কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পর পর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, সেই তড়িৎ প্রবাহকে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহ বলে।
আমরা জানি, কোনো রোধকের এক প্রান্ত যদি একটি তড়িৎ কোষের ধনাত্মক পাতের সাথে এবং অপর প্রান্ত যদি ঋণাত্মক পাতের সাথে সংযুক্ত করা হয়, তাহলে ঐ তড়িৎ কোষ ঐ রোধের মধ্যদিয়ে একই দিকে স্থির মানের তড়িৎ প্রবাহ প্রেরণ করে। এই ধরনের তড়িৎ প্রবাহকে সমর্থবাহ বা একমুখী প্রবাহ বলে। এখন যদি কোষের প্রান্তদ্বয়ের স্থান বিনিময় করে রোধকের সাথে সংযুক্ত করা হয়, তাহলে এ রোধকের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহ বিপরীত দিকে চলবে। যদি এভাবে বার বার তড়িৎ কোষের মেরুর সাথে সংযোগ পরিবর্তন করা হয়, তাহলে রোধকের মধ্যদিয়ে তড়িৎ প্রবাহের দিক বার বার পরিবর্তিত হবে। এখন তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে এবং তড়িৎ প্রবাহের মানও পর্যায়ক্রমে কম বেশি হয়, তাহলে সেই প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ বলা হয়। আর যে তড়িচ্চালক শক্তির ক্রিয়ায় বর্তনীতে দিক পরিবর্তী প্রবাহ চলে সেই তড়িচ্চালক শক্তিকে দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তি বা পর্যাবৃত্ত তড়িচ্চালক শক্তি বলা হয়। | Bengali | ben | original-annotations | 98f0ae710378a0b5fe50df07cffcbde326a4d98f4f490c424be43b7f68f78f2d |
নিচের বাক্যটি পড় এবং প্রশ্নের উত্তর দাও
ব্যাঙটি সারাদিন অবিরাম ডেকেছিল, হাইলাইট করে যে আরও বৃষ্টি হচ্ছে
প্রশ্ন
ব্যাঙ ডাকার মানে কি? | ব্যাঙের ডাকাডাকি মানেই বৃষ্টি হবে | Bengali | ben | original-annotations | 50e6c1c0b3b80bf3489010ce91c9799fd9ba2052bf2a3be39592fb970cf39916 |