en
stringlengths
50
249
bn
stringlengths
33
240
Last July 21, he was transferred as the Director General of BIAM Foundation.
গত ২১ জুলাই তাকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়।
A female newborn baby has been rescued from the common bathroom of Shishu Hospital in the capital.
রাজধানীর শিশু হাসপাতালের কমন বাথরুমের ভেতর থেকে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
A press release issued from the Permanent Mission of United Nations of Bangladesh came up with the information.
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Prime Minister Sheikh Hasina is set to leave Dhaka on Sunday on a three-day official visit to join the 'Heads of State and Government Summit of the 25th Annual Conference of Parties' (COP25) to be held at Spain.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার স্পেনে অনুষ্ঠেয় 'রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন' (কপ-২৫) এ যোগ দিতে তিন দিনের সরকারি সফর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
At the beginning of the discussion, delegates from different organizations introduced themself.
আলোচনার শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিরা তাদের পরিচয় দেন।
Sheikh Hasina said this office will be an important hub in the network of other GCA international offices.
শেখ হাসিনা বলেন, এই অফিস অন্যান্য জিসিএ আন্তর্জাতিক অফিসসমূহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
She said, Bangladesh is a very densely populated country and it is very tough to give shelter to the vast number of Rohinyga people.
তিনি বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগণকে আশ্রয় প্রদান করা খুব কঠিন।
The prime minister said, the largest coal-fired power plant of the country, coal jetty and an LNG terminal are being built in Matarbari.
প্রধানমন্ত্রী বলেন, দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কয়লার জেটি এবং একটি এলএনজি টার্মিনাল মাতারবাড়িতে গড়ে তোলা হচ্ছে।
Prime Minister's Press Secretary Ihsanul Karim briefed reporters after the meeting.
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
He has been having his health checkup in London since he was the Speaker of the Jatiya Sangsad.
তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন।
This sub-regional organization came into being on 6 June 1997 through the Bangkok Declaration.
এই উপ-আঞ্চলিক সংস্থাটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্যদিয়ে গঠিত হয়।
After one-day stopover in the United Arab Emirates capital Abu Dhabi, she will fly to New York by an Etihad Airways flight at 10:30 am (local time) on September 22.
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে এক দিনের যাত্রা বিরতির পরে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানে নিউইয়র্কের পথে তিনি যাত্রা করবেন।
Identities of the casualties could not be known immediately.
হতাহতদের পরিচয় সাথেসাথেই জানা যায়নি।
She will join a reception to be hosted by the King and the Queen of Spain at Royal Palace on Monday evening.
সোমবার সন্ধ্যায় রাজ প্রাসাদে স্পেনের রাজা এবং রানী আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
"So, we will have to look into the matter so that they get proper compensation," she said.
"কাজেই, আমাদের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে তারা যথাযথ ক্ষতিপূরণ পেতে পারে," তিনি বলেন।
Iran's ambassador said that Iran will welcome any initiative of Prime Minister Sheikh Hasina to reduce tension in the region.
এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানাবে বলে জানান ইরানের রাষ্ট্রদূত।
Prime Minister Sheikh Hasina hosted an iftar party in honour of leaders of various professional organisations at her official Ganobhaban residence here.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে এক ইফতারের আয়োজন করেন।
Jatiya Party announces names of 37 presidium members
৩৭ প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করল জাতীয় পার্টি
Prime Minister Sheikh Hasina will address a press conference on her recently concluded visit to nepal on Sunday.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তার সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
He said, "Twelve students of Dhanmondi Ideal School and College went for a boat journey in Dhaleshwari river in Savar."
তিনি জানান, "ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারের ব্যাংকটাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ ভ্রমণে যায়।"
No possibility to cancel Digital Security Act, Law Minister
ডিজিটাল নিরাপত্তা আইন বা‌তিলের সম্ভাবনা নেই, আইনমন্ত্রী
Pluralism has been the strength of South Asia for decades.
যুগ যুগ ধরে বহুত্ববাদ হচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তি।
Centering the match, residential training camp will be started from September 25.
এই ম্যাচকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর থেকে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে।
Calling upon the workers to return to work, commerce minister said, steps will be taken against those who are trying to catch fish in troubled water.
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
No allegations of serious offence found, EC secretary
গুরুতর অপরাধের অভিযোগ পাওয়া যায়নি, ইসি সচিব
If we want to save the country's economy, we have to save the Karnaphuli river.
এদেশের অর্থনিতিকে বাঁচাতে হলে কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে।
Child's uncle Azgor Hossain said Morium was playing in the yard and one stage she fell in the pond accidentally.
শিশুটির চাচা আজগর হোসেন জানান, মরিয়ম সকালে বাড়ির উঠানে খেলা করছিল এবং এক সময় বাড়ির পাশে এক পুকুরে অসাবধানতাবশত সে পড়ে যায়।
Railways Minister Mazibul Hoque said this in press conference in the capital on Thursday.
বৃহস্পতিবার রেলমন্ত্রী মুজিবুল হক রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
Japanese State Minister for Foreign Affairs Toshiko Abe will see her off at the airport.
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।
Sheikh Hasina also recalled the contribution of India during the Liberation War of Bangladesh in 1971.
বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন।
Sheikh Hasina will arrive at Abu Dhabi International Airport at 8pm local time on September 30.
৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনা আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
About 80 percent of the country's import-export is performed by the port of Chattogram.
দেশের আমদানি-রপ্তানির প্রায় ৮০ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়।
A bilateral meeting between Home Minister Asaduzzaman Khan Kamal and the Indian Home Minister Amit Shah is going to be held over security issue.
নিরাপত্তা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Supreme Court lawyer Abdus Sattar Palowan sent the notice by post on Tuesday.
মঙ্গলবার ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এ নোটিশ পাঠান।
On the other hand, our private sectors compete with each other on a transparent and fairly basis.
অপরদিকে আমাদের বেসরকারি খাত স্বচ্ছ ও ন্যায্যতার ভিত্তিতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে।
Sheikh Hasina has been attacked about 19/20 times till now.
শেখ হাসিনার উপর এ পর্যন্ত প্রায় ১৯/২০ বার হামলা হয়েছে।
In a separate order, additional district administration Tazina Sarwar has been appointed as chief of social welfare and slum development officer of Dhaka North City Corporation.
পৃথক এক‌টি আদেশে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক তাজিনা সারোয়ারকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
He has already traveled over 30 countries and wrote a lot of travelogues.
ইতোমধ্যেই তিনি বিশ্বের ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং অনেক ভ্রমণকাহিনী লিখেছেন।
Besides, a team of eminent United Arab Emirates businesspeople also called on the prime minister.
একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্য্যবসায়ীদের একটি দলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
Describing poverty as the common enemy in this region, she said, "We, all countries in the region should work together to fight the menace."
দারিদ্র্যকে এ অঞ্চলের অভিন্ন শত্রু অভিহিত করে তিনি বলেন, "আমাদের, এ অঞ্চলের সকল দেশের এই হুমকির বিরুদ্ধে একযোগে লড়াই করা উচিত।"
Prime Minister Sheikh Hasina on Thursday asked the authorities concerned to take development projects in such a way so that the people are not affected due to it.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষদের উদ্দেশে বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলো এমনভাবে গ্রহণ করুন, যাতে জনগণ এর কারণে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
The spokesperson's announcement came after the recent Dhaka visit of Indian Foreign Secretary Harsh Vardhan Shringla.
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো।
She said the golden jubilee of diplomatic relations between Bangladesh and Japan will be celebrated in 2022.
তিনি বলেন, ২০২২ সালে জাপান এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।
The prime minister said she deiscussed with President Abe the entire gamut of bilateral relations and agreed on several new ideas to enhance and strengthen the level of cooperation between the two countries.
প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রী আবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়াতে ও জোরদার করতে বেশ কিছু নতুন ধারণা বিষয়ে একমত হয়েছেন।
He left such a model of eliminating poverty from Bangladesh, which will be used to reduce the poverty of the world.
তিনি বাংলাদেশে দরিদ্র নিরসনে এমন একটি মডেল রেখে গেছেন, যা বৈশ্বিক দরিদ্র নিরসনে কাজে লাগবে।
Bangabandhu's aim was to build an established Bengali nation'
প্রতিষ্ঠিত বাঙালি জাতি গড়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য'
He said, if anyone gets less salary in the new gazette, it will be adjusted with the salary of the current month.
তিনি বলেন, নতুন গ্যাজেটে কেউ যদি বেতন কম পেয়ে থাকেন, তা চলতি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
Niko graft case was running at the makeshift court in the Old Dhaka's Nazim Uddin road central jail.
নাইকো মামলার বিচার চলছিল পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে।
On the first day of her visit to Japan, the prime minister will attend a community reception at Hotel Okura around 8:30 pm Japan time.
জাপান সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী জাপান সময় ৮টা ৩০ মিনিটে হোটেল ওকুরাতে কমিউনিটি অভ্যর্থনায় যোগ দিবেন।
Bangladesh is keen to invest in hydroelectricity project in Bhutan.
বাংলাদেশ ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।
Pope Francis, chief religious leader of the Roman Catholic community, came to Bangladesh on a three-day tour.
তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
Former Caretaker Government Adviser Akbar Ali Khan has said "Sir Fazle Hasan Abed was a genuine friend of the poor."
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, "স্যার ফজলে হাসান আবেদ দরিদ্র মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন।"
According to sources, he became ill on Tuesday and died on the way to hospital.
সূত্রমতে, মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
All these rivers in Chattogram are also facing a threat due to occupation and pollution.
চট্টগ্রামের এসব নদীও দখল ও দূষণে বিপর্যয়ের সম্মুখীন।
He used to think about the poor and worked for them about 50 years.
তিনি ৫০ বছর ধরে দরিদ্র মানুষের কথা ভেবেছেন এবং তাদের নিয়ে কাজ করেছেন।
Sheikh Hasina said, "I look forward to celebrating on a grand scale, 50 years of our glorious independence and Bangladesh-UK diplomatic relations in 2021."
শেখ হাসিনা বলেন, "আমি সাগ্রহে ২০২১ সালে আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপনের অপেক্ষায় রয়েছি।"
Liberation War Affairs Minister AKM Mozammel Haque, Bangladesh High Commissioner to India Syed Muazzem Ali and secretaries concerned to the President were present.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
Later, the two prime ministers had a private meeting.
এরপর দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন।
The government has also reneged on repeated promises to await clearance from UN agencies and technical experts on emergency preparedness, habitability, and safety of the island before relocating Rohingya there.
জাতিসংঘের সংস্থাগুলো এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে জরুরি প্রস্তুতি, বসবাসযোগ্যতা এবং দ্বীপের সুরক্ষার বিষয়ে কোনো ছাড়পত্রের জন্য অপেক্ষা না করে রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরিত করায় সরকার তার বারবার করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
Prime Minister's Principal Secretary Md Nojibur Rahman, Principle Staff Officer of the Armed Forces Division Lt Gen Md Mahfuzur Rahman and the Saudi Ambassador to Bangladesh were present.
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
Prime Minister Sheikh Hasina will leave Dhaka on Sunday for Abu Dhabi on a three-day official visit to the United Arab Emirates (UAE) to attend "Abu Dhabi Sustainable Week", "Zayed Sustainable Awards Ceremony" and other programmes.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়োজিত 'আবুধাবি সাসটেইনেবল উইক', 'জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি' ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে রোববার আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
During the talks, the Chinese premier agreed with the Bangladesh prime minister on resolving the protracted crisis fast.
বৈঠকে চীনের প্রধানমন্ত্রী এই দীর্ঘস্থায়ী সমস্যার দ্রুত সমাধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন।
The grave was dug with the supervision of Rangpur Metropolitan Jatiya Party president, also Rangpur City Mayor Mostafizar Rahman Mostafa on Monday afternoon.
সোমবার বিকেলে রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার তদারকিতে কবর খোঁড়া হয়।
Tran Van also appreciated achieving of 7.24 percent GDP growth by Bangladesh in the outgoing fiscal year.
ট্রান ভান বিগত অর্থবছরে বাংলাদেশের ৭.২৪ শতাংশ জিডিপি অর্জনেরও প্রশংসা করেন।
The dead body has been sent to Kushtia General Hospital morgue for autopsy.
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
The Ministry of Law issued the circulation illegally.
আইন মন্ত্রনালয় বেআইনীভাবে প্রজ্ঞাপনটি জারি করেছে।
The cover of the current edition was unveiled at a ceremony at a local hotel in The Hague on Thursday, a press release of the Bangladesh Embassy in the Netherlands said on Sunday.
রোববার নেদারল্যান্ডস এর বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্য হেগের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার চলতি সংখ‌্যার কভার উন্মোচন করা হয়।
An MoU was signed between Emirates National Oil Company (ENOC) and the Ministry of Power, Energy and Mineral Resources, Bangladesh in the presence of the prime minister the same day.
একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমিরাতের জাতীয় তেল কোম্পানী (ইএনওসি) এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
Many agencies are involved in the process to provide passport to Rohingyas.
রোহিঙ্গাদের পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনেক সংস্থা জড়িত থাকে।
The premier stayed there for some time and exchanged pleasantries with the Pope.
প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।
Instruction to put emphasis on railways, river ways
রেলপথ-নদীপথের দিকে নজর দেওয়ার নির্দেশ
Sheikh Hasina, president of the Awami League, asked the eight committees comprising members of the presidium, executive committee and advisory council to take initiatives to reshuffle the party from the grassroots level.
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ সময় দলের প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সমন্বয়ে সদ্য গঠিত আটটি কমিটিকে তৃণমূল পর্যায় থেকে দলের পুনর্বিন্যাসের নির্দেশ দেন।
Then, Sheikh Hasina appeared in the field of Bangladesh politics becoming a symbol of good luck.
তখন সৌভাগ্যের প্রতীক হয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার আগমন ঘটে।
At one stage of search, locals recovered the bodies of the two from the pond.
পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
Three people were arrested and fined for grabbing river banks and construction of illegal structures.
নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে তিনজনকে আটক করে জরিমানাও করা হয়।
A family member of a patient spotted the newborn child lying on the floor of the bathroom, and informed the ward master of the hospital.
হাসপাতালের বাথরুমের মেঝেতে নবজাতককে পড়ে থাকতে দেখে এক রোগীর পরিবারের সদস্য ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টারকে বিষয়টি জানান।
The prime minister said, Bangladesh has consistently been contributing to international peace and security in global spheres, emanating from its policy of "Friendship to all, Malice to none", as laid out by the father of the nation."
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা প্রবর্তিত 'সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়' এই নীতি অনুসরণ করে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অব্যাহত অবদান রেখে চলছে।
A flight of Lufthansa Air carrying the prime minister and her entourage members departed for Finland from King Abdul Aziz International Airport, Jeddah at 1:30 am local time.
জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্র্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেয়।
Edward Kim said, Walton products are now being exported to over 35 countries including Europe and America.
এডওয়ার্ড কিম বলেন, ইউরোপ-আমেরিকাসহ বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে।
President Md. Abdul Hamid hosted a reception at Bangabhaban on the occasion of the country's 49th Victory Day.
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন।
The flight is scheduled to reach Haneda International Airport in Tokyo at 6:45am local time on October 21.
২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ফ্লাইটটি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
Loan agreement of Padma Bridge rail link project signed.
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি স্বাক্ষর
The prime minister will go to the Eden Gardens around 12:30pm local time where she along with West Bengal Chief Minister Mamata Banerjee will ring the ceremonial bell for the opening of the Test match between Bangladesh and India.
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।
After 25 August last year, more than 7 lakh Rohingyas fled to Bangladesh.
গত বছরের ২৫ আগস্টের পর ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
The ADO pointed that Bangladesh has favourable trade prospects despite a weaker global growth while exports and remittances likely to increase further.
এডিওতে উল্লেখ করা হয়, বৈশ্বিক দুর্বল প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশে অনুকূল বাণিজ্য সম্ভাবনা রয়েছে, এছাড়া রফতানি ও রেমিট্যান্স আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
Sumon's mother Nagina Begum said, "My son was murdered."
সুমনের মা নাগিনা বেগম বলেন, "আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে।"
The existing facilities should be implemented to build a prosperous Bangladesh this new year.
নতুন বছরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিদ্যমান সুযোগ-সুবিধাকে কাজে লাগাতে হবে।
A writ petition will be filed with the High Court if necessary steps are not taken within this time, the lawyer said in the notice.
এ সময়ের মধ্যে জরুরি পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলে নোটিশে আইনজীবী জানিয়েছেন।
The embassy service will be open 24 hours to serve Bangladesh nationals.
বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য দূতাবাসের সেবা ২৪ ঘণ্টা খোলা থাকবে।
They will not have to resign to participate in the elections.
নির্বাচনে অংশ নিতে তাদের পদত্যাগ করতে হবে না।
Earlier, RAB arrested him from his office in Niketan area of Dhaka this afternoon.
এর আগে আজ বিকেলে ঢাকার নিকেতন এলাকায় তার অফিস থেকে তাকে আটক করে র‌্যাব।
Illegal structures have been constructed not only on the banks of the Karnaphuli river but also on the banks of its branches one over another.
শুধু কর্ণফুলী নয়, এর শাখা নদীগুলোতেও একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠছে।
But the Myanmar security forces have the responsibility behind the attack of the Rohingya Armed Group.
তবে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের হামলার পেছনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় রয়েছে।
Knowledge from training should be applied at workplace
প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে
We will foil their conspiracies like we have done before.
আমরা তাদের যড়যন্ত্র নস্যাৎ করবো যেমনটি আমরা পূর্বেও করেছি।
There is a lack of tolerance in our country's politics.
আমাদের দেশে রাজনীতিতে সহনশীলতার অভাব রয়েছে।
A good number of brick kilns located near the capital are said to be one of the main reasons behind the air pollution.
রাজধানীর বায়ুদূষণের একটি প্রধান কারণ ধরা হয় আশপাশে থাকা অজস্র ইটভাটাকে।
President Hamid will perform his Eid prayers at the National Eidgah in front of the High Court at 8 am on Eid day.
রাষ্ট্রপতি হামিদ ঈদের দিন সকাল ৮টায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।
Two students arrested for spreading provocative info remanded
উসকানির অভিযোগে গ্রেপ্তার দুই শিক্ষার্থী রিমান্ডে
If the agencies fail to do so, their licences will be canceled.
এজেন্সিগুলো তা করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।